রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করতে পিএকে অনুরোধ ইসরাইলের!
ইসরাইল বেসরকারিভাবে গাজার রাফা ক্রসিং পরিচালনা করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) অনুরোধ করেছে বলে জানা গেছে। ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং পিএর চার কর্মকর্তা ওয়াশিংটনভিত্তিক অ্যাক্সিসকে এ তথ্য জানিয়েছেন। তবে কাজটি করতে বলা হয়েছে ছদ্মবেশে।
প্রকাশিত প্রতিবেদনটি সত্য হলে এটি হবে যুদ্ধের সাথে সম্পর্কিত কোনো স্থাপনা নিয়ন্ত্রণ কিংবা যুদ্ধে যোগদানের জন্য এই প্রথম পিএকে আমন্ত্রণ জানানো ইসরাইলের।
ইসরাইল রাফার গাজা এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার...