তাহরুর বিশ্ব রেকর্ড
ঘানার এক ব্যক্তি গাছকে জড়িয়ে ধরে অনন্য রেকর্ড গড়েছেন। আফ্রিকার দেশ ঘানার বাসিন্দা ও আলাবামা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুবকর তাহরুর প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার আবেগ রয়েছে এবং তিনি এ আবেগ পূরণ করেছেন অনন্য উপায়ে।
এক ঘণ্টায় ১১২৩টি গাছকে জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড গড়েছেন আবু বকর। রমজান মাসে রোজা রেখে এই রেকর্ড গড়েন আবু বকর তাহিরু। সূত্র : জে এন।