এক কৌটারও কম মটরশুটিতে দিন কাটায় গাজার পরিবার
অক্সফাম বলেছে, উত্তর গাজার পরিবারগুলোকে দিনে এক কৌটারও কম মটরশুটি দিয়ে বাঁচতে বাধ্য করা হচ্ছে, আর জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা অপুষ্টিতে আক্রান্ত নবজাতককে এত ছোট বলে বর্ণনা করেছেন যে, তাদের ওজন মাত্র এক কিলোগ্রামের কমবেশি।এটা বিশ্বাস করা হয় যে, ৩ লাখেরও বেশি মানুষ এখনও অবরুদ্ধ উত্তর ভূখণ্ডে আটকা পড়ে আছে, যেটি সবচেয়ে ভয়ঙ্কর ইসরাইলি বোমা হামলার প্রত্যক্ষ করেছে এবং যেখানে তাদের...