কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে এবার জাতিসংঘের মন্তব্য, অস্বস্তিতে মোদী সরকার
আমেরিকা-জার্মানির পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুলল জাতিসংঘ। এর ফলে আসন্ন লোকসভা নির্বাচনের চাপের মুখে পড়েছে ভারতের মোদি সরকার।
ভোটের ঠিক প্রাক্কালে কেজরিওয়ালের গ্রেফতারি ও কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজিংয়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা আশাবাদী আসন্ন নির্বাচনে ভারতে রাজনৈতিক ও নাগরিক অধিকারসহ সবার অধিকার সুরক্ষিত থাকবে এবং ভোটাররা...