সরফরাজ তাম্বাকে লাহোরে হত্যা করেছে ভারতই! অভিযোগ পাকিস্তানে
পাকিস্তানের মাটিতে পাঁচটি খুনের নেপথ্যে রয়েছে ভারতের হাত! চাঞ্চল্যকর অভিযোগ আনলেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তার মধ্যে অন্যতম হল সরবজিৎ সিং খুনের মূল অভিযুক্ত আমির সরফরাজ তাম্বা। গত রবিবার লাহোরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হন তিনি। তার পরেই বিস্ফোরক অভিযোগ এনেছে পাকিস্তান সরকার।
সোমবার লাহোরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নকভি বলেন, সেদেশের তদন্তকারী সংস্থাগুলো মনে করছে তাম্বার খুনের সঙ্গে ভারতের যোগ রয়েছে।...