মুমিনদেরকে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যের নির্দেশ
১৭ মার্চ ২০২৩, ১২:১৮ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৮ পিএম

কুরআন কারীমে মুমিনদেরকে লক্ষ্য করে বলা হয়েছে : হে মুমিনগণ! আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং এর থেকে (অর্থাৎ আনুগত্য থেকে) মুখ ফিরিয়ে নিয়ো না, যখন তোমরা (আল্লাহ ও রাসূলের নির্দেশাবলি) শুনেছ। তাদের মতো হয়ো না, যারা বলে, আমরা শুনলাম; কিন্তু প্রকৃতপক্ষে তারা শোনে না। (সূরা আনফাল : ২০)। এ আয়াতে আল্লাহ তায়ালা মুমিনদেরকে আল্লাহ ও রাসূলের আনুগত্যের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন কারীমে ও হাদিসে যা হারাম করেছেন, তা থেকে বিরত থাকা; যা হালাল করেছেন, তা মেনে চলা। যেসব বিষয়ে সতর্ক করেছেন, সেসব বিষয়ে সতর্ক থাকা। যে পথে এবং যেভাবে চলতে আদেশ করেছেন, সেভাবে জীবন যাপন করা। আল্লাহ তায়ালার সকল বিধিবিধান জানা ও বোঝা সত্তে¡ও অবাধ্যতা না করা এবং আল্লাহর পথ থেকে সরে না যাওয়া।
সেইসঙ্গে আল্লাহ তায়ালা একথাও বলেছেন, তাদের মতো হয়ো না, যারা প্রকৃত শোনার মতো শোনে না। এটা কাফের ও মুনাফিকদের স্বভাব। তারা কেবলই কান দিয়ে শোনে, কিন্তু তা মানে না। বরং আল্লাহর হুকুম-আহকাম শোনার পরেও তাঁর অবাধ্যতা করে এবং মুখ ফিরিয়ে নেয়। সব জেনেবুঝেও আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করে। উক্ত আয়াতে তাদের মতো হতে মুমিনদেরকে নিষেধ করা হয়েছে। সুতরাং যদি আমরা শরীয়তের বিধান মেনে না চলি, তাহলে আমাদের স্বভাব মুনাফিকদের মতো হয়ে যাবে।
এ ব্যাপারে অন্যত্র মুমিনদেরকে আরও বলা হয়েছে : হে মুমিনগণ! আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর এবং নিজেদের কর্ম বরবাদ করো না। (সূরা মুহাম্মাদ : ৩৩)। এ আয়াতে মুমিনদেরকে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যের নির্দেশ দেওয়ার পাশাপাশি আরও বলা হয়েছে, তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না। অর্থাৎ একদিকে কিছু ক্ষেত্রে আল্লাহ ও রাসূলের আনুগত্য করা আর অপরদিকে কবিরা গুনাহ করা, আল্লাহ ও রাসূলের অবাধ্য হওয়া। কোনো ভালো কাজ করার পরে আবার এমন কাজে লিপ্ত হওয়া, যা সেই ভালো কাজকে নষ্ট করে দেয়। অথবা কোনো নেক কাজ এমনভাবে করা, যার ফলে সওয়াব তো হয়ই না; বরং গোনাহের আশঙ্কা রয়ে যায়।
আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে হবে এমনভাবে, যা সবধরনের শিরক, নেফাক এবং রিয়া (লোক দেখানো ও সুনাম কুড়ানোর উদ্দেশ্য) থেকে মুক্ত। কোনো ভ্রান্ত আকিদা-বিশ্বাস লালন করা যাবে না। সবসময় নেক কাজ করতে হবে এবং রাসূলের দেখানো পন্থায়ই করতে হবে। আবার নেক কাজ করার পর এমন কিছু করা যাবে না, যা সেই নেক কাজকে বরবাদ করে দেয়। যেমন, দান-সদকা করার পর তা নিয়ে খোঁটা দেওয়া যাবে না। এসব করলে সেই ভালো কাজ বরবাদ হয়ে যাবে।
যারা এভাবে সর্বক্ষেত্রে আল্লাহ ও রাসূলের আনুগত্যে ও অনুসরণে জীবন কাটাবে, আল্লাহ তায়ালা তাদেরকে কী প্রতিদান দেবেন? কুরআন কারীমে এ ব্যাপারে বলা হয়েছে : যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, তারা সেইসকল লোকের সঙ্গে থাকবে, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবী, সিদ্দীক, শহীদ ও সালিহগণের সঙ্গে। কতই না উত্তম সঙ্গী তারা! এটা কেবলই আল্লাহপ্রদত্ত শ্রেষ্ঠত্ব। আর (মানুষের অবস্থাদি সম্পর্কে) পরিপূর্ণ ওয়াকিবহাল হওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। (সূরা নিসা : ৬৯-৭০)।
আল্লাহ ও রাসূলের আনুগত্যে ও অনুসরণে যারা জীবন কাটাবে, তারা আখেরাতে নবী, সিদ্দীক, শহীদ ও সালিহগণের সাথে থাকবে। জান্নাতে তাদের সঙ্গ লাভ করবে। জান্নাতে যদি রাসূলের কাছাকাছি থাকা যায়, তাহলে তা কতই না ভালো! কোনো কোনো সাহাবী রাসূল (সা.) কে বলেছেন, পৃথিবীতে আমরা যেমন আপনাকে কাছে পাই, জান্নাতে তো এমন পাব না, কারণ আপনি নবী হিসেবে সর্বোচ্চ স্তরের জান্নাতে থাকবেন।
এরই পরিপ্রেক্ষিতে উক্ত আয়াতে বলা হয়েছে, রাসূলের আনুগত্যে জীবন কাটালে জান্নাতেও রাসূলের কাছাকাছি থাকা যাবে। আমরাও যদি নবীজির আনুগত্যে জীবন কাটাই, আল্লাহ তায়ালা আমাদেরকেও জান্নাতে তাঁর কাছাকাছি থাকার সৌভাগ্য দান করবেন।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

ধবলধোলাই হয়ে রিজওয়ান বললেন, ‘হতাশার সিরিজ’

মাগুরায় সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রংপুরে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও দক্ষতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার

জুলাই বিপ্লবে শহীদ রাকিবুলের কবর জিয়ারত করলেন এনসিপি’র কেন্দ্রীয় নেতা তারেক রেজা

সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই বাংলাদেশের মত, স্বরাষ্ট্র উপদেষ্টা

নগরকান্দায় বিয়ের ১ মাস হতেই ডাকাতের হাতে প্রান গেল প্রবাসীর

বায়ার্নের সঙ্গে ২৫ বছরের সম্পর্কের ইতি টানছেন মুলার

নিকলীর হাওরে দুলছে কৃষকের স্বপ্ন উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯৭ হাজার ৬০০ মেট্রিক টন

মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি সভা ডাকলেন প্রধান উপদেষ্টা

ভারতে মুসলিমদের সম্পত্তি দখল এবং সংখ্যালঘু নিধনের গভীর ষড়যন্ত্র–ওয়াকফ বিল

বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক মিজান, সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল ও সদস্য সচিব কবির

আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি নেতা জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম

দুমকিতে মাইক্রোবাসের চাপায় এক নারীর মৃত্যু

কলাপাড়ায় দুই সন্তানের জননীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ

সিউলে অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের পক্ষে হাজারো মানুষের বিক্ষোভ

মোদির প্রশংসায় পঞ্চমুখ বিএনপি! নেক্কারজনক ভূমিকায় হতবাক-বিক্ষুব্ধ নেটিজেনরা

সুরমার ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় কয়েক শত শত পরিবার

শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ী ফিরছেন জেলেরা

ইতালিতে নতুন নিরাপত্তা আইন, রোমজুড়ে তীব্র বিক্ষোভ

ঈদের ৯দিন ছুটির পর চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয়েছে