বই পরিচিতি
০৭ এপ্রিল ২০২৩, ০৮:১৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:৫০ এএম

কুরআন মজিদ ইসলাম ধর্মের মহাপবিত্র ঐশিগ্রন্থ। যা বিশ্বস্রষ্টা মহান আল্লাহর বাণী। এটিকে আরবি শাস্ত্রীয় সাহিত্যের সর্বোৎকৃষ্ট রচনাও বলা হয়। কুরআনকে প্রথমে সুরা আকারে ভাগ করা হয় এবং সুরাকে আয়াতে বিভক্ত করা হয়েছে। এ কিতাব আল্লাহ তায়ালা ফেরেশতা জিব্রাইল (আ.)-এর মাধ্যমে ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর কাছে অবতীর্ণ করেন। দীর্ঘ তেইশ বছর ধরে সম্পূর্ণ কুরআন অবতীর্ণ হয়। কুরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় ৬০৯ খৃষ্টাব্দের ২২ ডিসেম্বর যখন মুহাম্মদ (সা.)’র বয়স ৪০ বছর এবং অবতরণ শেষ হয় মহানবী (সা.)-এর ওফাতের বছর অর্থাৎ ৬৩২ খৃষ্টাব্দে। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীন একান্ত অনুগ্রহ করে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। দিয়েছেন সমগ্র সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাতের মর্যাদা। জীবনের প্রতিটিক্ষণ তাঁরই প্রশংসায় অতিবাহিত করলেও তাঁর মহিমায় এতটুকু বর্ণনা সম্ভব নয়। আর মহান রব মানুষের জীবনবিধান হিসেবে প্রেরণ করেছেন ‘ইসলাম’। ইসলাম শাশ্বত, মানুষের জন্য একমাত্র অনুসরণীয় পথ। যে ওহির মাধ্যমে মানুষের জীবন বিধানকে পূর্ণতা দান করা হয়েছে তা হলো আল কুরআন। এ মহান কালামের প্রতিটি বাণী সত্য ও অকট্য। এর বিধানাবলির মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অণুমাত্র অবকাশ নেই। এতে প্রদত্ত তত্ত্ব ও তথ্যের মধ্যেও কোন প্রকার সন্দেহ নেই। এ কালাম এক চিরন্তন মু’জিযা। কোন মানুষের সাধ্য নেই এ কালামের সাথে চ্যালেঞ্জ করার। অনুরূপ একটি কুরআন বা তার অংশ বিশেষ রচনা করার সাধ্য মানুষের নেই। আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদকে (সা.) আল কুরআন প্রচারক এবং একমাত্র ব্যাখ্যাদাতা নিয়োগ করেন। মূলত কুরআনের বাস্তব চিত্রই হচ্ছে নবী মুহাম্মদের (সা.) জীবনাচরণ তথা গোটা জিন্দেগি। তাই তো তাঁরই সহধর্মিণী উম্মিহাতুল মুসলিমীন হযরত আয়েশা সিদ্দিকা (রা) কুরআনের বাস্তব নমুনা হিসেবে রাসুলের (সা.) সকল কর্মতৎপরতাকে ঘোষণা করেন। আর রাসূলের (সা.) প্রদত্ত এ ব্যাখ্যার নামই হলো হাদিস বা সুন্নাহ। তাই হাদিস বা সুন্নাহকে বাদ দিয়ে ইসলামাকে কল্পনাই করা যায় না। এই কারণে কুরআনের পরে হাদিসের মর্যাদা সর্বজনস্বীকৃত। হাদিসের সাহায্য না হলে যেমন কুরআনের নির্ভুল ও সঠিক তাৎপর্য লাভ করা সম্ভব নয়, তেমনি ইসলামী জীবনবিধানও সক্ষম হয় না সম্পূর্ণতা অর্জন করতে। কুরআন মজিদে আল্লাহপাক বলেন, ‘(হে নবী) আর আল্লাহ তোমার প্রতি আল কিতাব এবং হিকমত নাজিল করেছেন। তাছাড়া তুমি যা জানতে না, তা তোমাকে শিখিয়েছেন। আসলে তোমার প্রতি তাঁর অনুগ্রহ বিরাট।’ (সুরা আন নিসা : ১১৩)। মহাগ্রন্থ আল কুরআনের ভেতর থেকে আয়াত খুঁজে বের করে আমাদের জীবনের সমস্যার সমাধান করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। নির্দিষ্ট বিষয়ের আয়াত রেব করা অনেক সময় কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এটা একজন অভিজ্ঞ আলেম ছাড়া পারাও কঠিন।
এর সহজ সমাধান খুঁজে বের করেছেন ইমাম পাবলিকেশন্স লি. এর চেয়ারম্যান শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী। তিনি দীর্ঘদিন কঠিন পরিশ্রম করে বিষয়ভিত্তিক আলাদা আলাদ করে ২৫টি পর্বে ভাগ করে আমাদের জীবনের সকল বিষয়ে কুরআনের আয়াতগুলো বিন্যাস করেছেন। সমাজের ক্রমবর্ধমান চাহিদার আলোকে ‘বিষয়ভিত্তিক তাফসীরুল কুরআন বিল কুরআন’ প্রকাশিত হয়েছে। এতে কুরআনের আরবি আয়াতের পাশাপাশি বাংলা অনুবাদ ও ব্যাখ্যা সন্নিবেশ ঘটানো হয়েছে। ফলে বিষয়গুলো হৃদয়ঙ্গম করা সহজতর হবে। আর সংকলনটি যারা কুরআন রিসার্চ করতে চান, তাদেরও বেশ সহায়ক হবে বলে আমরা মনে করি। ‘বিষয়ভিত্তিক তাফসীরুল কুরআন বিল কুরআন’ পাঠে পাঠক মাত্রই সহজে বুঝতে পারবেন। এর ছাপা চমৎকার, বাঁধাই মজবুত। ৯৫৮ পৃষ্ঠার এই ঐশিগ্রন্থের হাদিয়া নির্ধারণ করেছেন ১৫০০/- টাকা। এ তাফসীর গ্রন্থটি নড়রংড়ফধর.পড়স ঠিকানায় অনলাইনেও পাওয়া যাচ্ছে।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

র্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

ঈদুল ফিতরে ২১ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল রূপান্তরে সহায়তা করলো জাতিকইজি

‘মঙ্গল’ নাম বদলে ক্ষোভ, ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে চীন

২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বৈশাখের কালো ঘোড়া

কালবৈশাখী

বৈশাখ

আচানক এইসব দৃশ্য

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জে আরসা প্রদানসহ ছয় জনের ফের আট দিনের রিমান্ডে

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ সরদার বকুলের বিরুদ্ধে

ভারতীয় আধিপত্যবাদের হুমকিভারতীয় আধিপত্যবাদের হুমকি

কবিতায় বৈশাখ

দ্রুত সময়ে ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

নববর্ষ ও বিজাতীয় আগ্রাসন

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

বাংলা সন ও সাংস্কৃতিক লড়াই

মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষন মামলার চার্জশিট দাখিল

‘জয় শ্রীরাম’ শ্লোগান দেয়ার নির্দেশ দিয়ে বিতর্কে তামিলনাডুর রাজ্যপাল