‘আমাদের নেতা এরদোগান সবসময়ই পথ দেখান’
১২ মে ২০২৩, ০৮:২০ পিএম | আপডেট: ১৩ মে ২০২৩, ১২:০২ এএম
ইনকিলাব ডেস্ক : গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চল এবং সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে শুধু তুরস্কেই মারা গেছেন ৫০ হাজারের বেশি মানুষ। সেই ঘটনার তিনমাস পরও অনেক মানুষ আশ্রয়হীন দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ এখনো পুরোপুরি চালু করা যায়নি। এরই মাঝে তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন।
তুরস্কের দক্ষিণের কাহরামানমারাস শহরকে ক্ষমতাসীন একেপি দলের অন্যতম দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। গত ফেব্রুয়ারির ভূমিকম্পের কেন্দ্র ছিল এই শহর। ২০১৮ সালের নির্বাচনে শহরটির ৭৪ শতাংশ ভোটার প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানকে ভোট দিয়েছিলেন। ১৪ মের নির্বাচনেও ক্ষমতাসীনদের একই রকম ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফুল বিক্রেতা ফাতমা টপাকটাস বলেন, ‘আমাদের নেতা এরদোগান সবসময়ই পথ দেখান।’ তুর্কি প্রেসিডেন্টের উপর অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। ভূমিকম্পের পর চারদিন তিনি তার গাড়িতে কাটিয়েছেন। কিন্তু তখনও খাবার বা ঔষধের সঙ্কটে পড়েননি। ‘তিনি সবাইকে সহায়তা করেছেন। কে এসব খাবার পাঠিয়েছিলেন? আমাদের প্রেসিডেন্টকে ধন্যবাদ, আমরা এখন যেখানে সেখাইনে আছি,’ যোগ করেন টপাকটাস।
নামপ্রকাশে অনিচ্ছুক এক অবসরপ্রাপ্ত ব্যক্তি জানান, ভূমিকম্প এরদোগানের জয়ের উপর কোনো প্রভাব বিস্তার করবে না। তিনি মনে করেন যে কাহরামানমারাসে আবারো জিতবেন এরদোগান। ‘ভূমিকম্প তাকে আরো শক্তিশালী করেছে কেননা আমাদের মন্ত্রী, তাদের সহযোগী এবং আমাদের এরদোগান আমাদের দিকে খেয়াল রেখেছেন। তারা আমাদের সহায়তা করতে সবসময় কাজ করেছেন। তারা তাদের সাধ্য অনুযায়ী সবকিছ্ ুকরেছেন,’ বলেন তিনি। তুরস্ক জুড়ে বিরোধী দলের প্রতি সমর্থন বাড়লেও কাহরামানমারাসের পরিস্থিতি ভিন্ন। এরদোগানের সবচেয়ে বড় প্রতিপক্ষ সিএইচপি চেয়ারম্যান কেমাল কিলিচদারোলু কুর্দি দলগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতার অংশ হয়েছেন যার সঙ্গে এখানকার অনেক মানুষ একমত হননি। তবে অনেক কুর্দি ভোটার ছয় রাজনৈতিক দলের এই জোটকে সমর্থন করেছেন। এমনকি গত কয়েকবছর ধরে কারাবন্দি প্রভাবশালী তুর্কি নেতা সেলাহাতিন ডিমেরেটাসও সিএইচপিকে ভোট দিতে তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
‘ভূমিকম্পের আগে কিছু মানুষ এরদোগানের সমালোচনা করেছিলেন, কিন্তু কিলিচদারোলুর সিএইচপির কুর্দি দলগুলোর সঙ্গে যোগ দেয়ার সিদ্ধান্ত আমার হৃদয় ভেঙ্গে দিয়েছে,’ বলেন ওসমান বার্তিস। কাহরামানমারাসের কেন্দ্রে তার একটি বাদামের দোকান আছে। কুর্দিদের সঙ্গে বিরোধীদের এই জোটের কারণে অনেকে অনিচ্ছাসত্ত্বেও এরদোগানের একেপি পার্টিকে সমর্থন দিচ্ছে বলেও মনে করেন তিনি। তাছাড়া ক্ষমতায় গেলে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ার মতো যেসব পরিকল্পনা কিলিচদারোলু নিয়েছেন, সেগুলোর প্রতি অনেকের সমর্থন নেই বলেও মনে করেন তিনি।
কাহরামানমারাসে জীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দোকানপাট খুলেছে, কেন্দ্রেও ভিড় জমেছে। সিরাপ এসিকাস নামে শহরের এক বাসিন্দা বলেন, ‘আমরা আরো হাইজিন প্রোডাক্ট ব্যবহার করতে পারি, কিন্তু পরিস্থিতির একটু উন্নতি হয়েছে।’ শহরে চিকিৎসা সেবা অবশ্য এখনো পুরোপুরি পাওয়া যাচ্ছে না কারণ ভূমিকম্পে হাসপাতাল ভেঙ্গে পড়েছে। এখনো সেটিকে পুরোপুরি পুর্ননির্মাণ করা যায়নি। ভূমিকম্প যেখানে সবচেয়ে বেশি আঘাত হেনেছে, সেখানকার অনেকে বলেছেন যে সহায়তার পরিমান অনেক কম ছিল এবং সেই সহায়তাও অনেক দেরিতে পৌঁছেছে। তবে কাহরামানমারাসের পরিস্থিতি সেরকম নয় মনে হচ্ছে। ‘আমাকে বিশ্বাস করুন, ভূমিকম্পের পর অনেক সহায়তা এসেছিল। কেউ কেউ বলছেন যে সরকারের ব্যর্থতায় অনেক মানুষ মারা গেছেন। কিন্তু এটা আসলে সত্য নয়,’ বলেন নামপ্রকাশে অনিচ্ছুক শহরের এক বাসিন্দা। সূত্র : ডয়চে ভেলে।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ
ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ
ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা