মুমিনের হাসি-কান্নাও ইবাদত
১৪ জুলাই ২০২৩, ০৮:১৫ পিএম | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম

হাসি-কান্না মানুষের স্বভাবজাত বিষয়। পার্থিব এই জীবনটাই জড়ানো হাসি-কান্নায়। হাসি-কান্না নিয়েই মানুষের সংসার, জীবনযাপন। হাসি-কান্নার ভেতর দিয়েই মানুষের বেড়ে ওঠা, বেঁচে থাকা। সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুও কাঁদে-হাসে; কারণে কিংবা অকারণে। তবে স্বভাবজাত এই হাসি- কান্নাও ইবাদতে পরিনত হতে পারে, যদি তা হয় আল্লাহর জন্যে, আল্লাহর ভয়ে। তাই আমরা হাসবো সুন্নত তরিকায়। যেভাবে হাসলে আমাদের নবিজির সুন্নত আদায় হয়। হজরত আব্দুল্লাহ ইবনে হারেস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) সাধারণত মুচকি হাসি দিতেন। (তিরমিজি, হাদিস : ৩৬৪২)।
আবার মুচকি হাসি দিলে সদকার সাওয়াবও পাওয়া যায়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমার ভাইয়ের (সাক্ষাতে) মুচকি হাসাও একটি সদকা।’ (তিরমিজি, হাদিস : ১৯৫৬)। আর আমরা উচ্চস্বরে হাসবো না। কারণ উচ্চস্বরে হাসলে ভেতরাত্মা মরে যায়। আখেরাতের ব্যাপারে উদাসীনতা সৃষ্টি হয়। আমাদের নবিজি কম হাসতেন, বেশি কাঁদতেন। মানুষকে কম হাসতে ও বেশি করে কাঁদতে উপদেশ দিতেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘আমি যা জানি তোমরা যদি তা জানতে, তবে তোমরা খুব কমই হাসতে এবং খুব বেশি কাঁদতে।’ (সহিহ বোখারি, হাদিস : ৬৪৮৫)।
আবার অনর্থক হাসির ব্যাপারে সতর্কবার্তাও উচ্চারিত হয়েছে। দুনিয়ার বুকে অনর্থক উঁচু স্বরে হাসলে আখিরাতে পরিণাম ভয়াবহ হবে আল্লাহ তাআলা বলেছেন, ‘অতএব তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলা হিসেবে অনেক বেশি কাঁদবে।’ (সুরা : তাওবা, আয়াত : ৮২)।
একজন মুমিনের বৈশিষ্ট্য : একজন মুমিনের বৈশিষ্ট্যই হচ্ছে, তার দুচোখ বেয়ে অশ্রু প্রবাহিত হবে। আল্লাহর স্মরণে তার হৃদয় বিগলিত হবে। আল্লাহর আজাবের ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠবে। কারণ, আল্লাহর ভয়ে ক্রন্দনকারীর জন্যে উচ্চ মর্যাদা রয়েছে। পরকালে মর্যাদাপূর্ণ স্থান ও সুখময় জান্নাত রয়েছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর ভয়ে ক্রন্দনকারীর জাহান্নামে যাওয়া এমন অসম্ভব, যেমন দোহনকৃত দুধ পুনরায় ওলানে ফিরে যাওয়া অসম্ভব। আর আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের ধোঁয়া কখনও একত্রিত হবে না।’ ( তিরমিজি, হাদিস : ১৬৩৩)।
অশ্রু ফোঁটা আল্লাহর অধিক প্রিয় : আল্লাহর ভয়ে নির্গত অশ্রু ফোঁটা তাঁর নিকট অধিক প্রিয় : আবূ উমামা (রাঃ) থেকে বর্ণিত নবি কারিম (সা.) বলেন, দু’টি ফোঁটা ও দু’টি চিহ্নের চেয়ে অধিক প্রিয় আল্লাহর নিকট অন্য কিছু নেই। (১) আল্লাহর ভয়ে নিঃসৃত অশ্রু ফোঁটা (২) আল্লাহর পথে (জিহাদে) নির্গত রক্তের ফোঁটা’। (তিরমিজি, হাদিস : ১৬৬৯)।
অন্য হাদিসে এসেছে, হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, আমি রাসুলুল্লাহকে (সা.) বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। ১. আল্লাহর ভয়ে যে চোখ ক্রন্দন করে। ২. আল্লাহর রাস্তায় যে চোখ পাহারা দিয়ে বিনিদ্র রাত অতিবাহিত করে। (তিরমিজি, হাদিস : ১৬৩৯)।
হাশরের ময়দানে নিরাপদ অবস্থান : কান্না অন্তর নরম করে। অন্তরে প্রশান্তি আনে। দুঃখ হালকা করে। আল্লাহর ভয়ে ক্রন্দনকারীকে তিনি ভালোবাসেন। হাশরের ময়দানের ভয়াবহতা থেকে তাকে মুক্তি দিবেন। পৃথিবীর সব সম্পর্ক যেখানে বিচ্ছিন্ন হয়ে যাবে, যেখানে মানুষ ঘামের সমুদ্রে হাবুডুবু খাবে। রাসুল (সা.) বলেন, ‘কেয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে। এমনকি তাদের ঘাম জমিনে সত্তর হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে, এমনকি কারও কারও কান পর্যন্ত।’ (বোখারি , হাদিস: ৬৫৩২)। এমন কঠিন পরিস্থিতিতে সাত শ্রেণির মুমিন আরশের নিচে আশ্রয় পাবে। তাদের এক শ্রেণি সম্পর্কে রাসূল (সা.) বলেন, ‘ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণের সময় তার দুই চোখ দিয়ে অশ্রু ধারা বইতে থাকে।’ (বুখারি : ৬৬০; মুসলিম : ৭১১)
কাঁদার কারণে গজব থেকে মুক্তি : বিগত যুগে আল্লাহর গজবে যেসব জাতি ধ্বংস হয়ে গেছে যেমন ‘আদ, ছামূদ ও লূত ইত্যাদি, তাদের ধ্বংসস্থল অতিক্রমকালে কাঁদতে বলা হয়েছে যেন তাদের উপর যে গযব এসেছিল অনুরূপ গযবে যেন কেউ না পড়ে। রাসূল (সা.) বলেন, তোমরা এসব আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে ক্রন্দনরত অবস্থা ব্যতীত প্রবেশ করবে না। যদি কান্না না আসে তাহলে সেখানে প্রবেশ কর না, যাতে তাদের উপর যা আপতিত হয়েছিল তা তোমাদের উপর আপতিত না হয়’। (বোখারী, হাদিস : ৪৩৩)।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

র্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

ঈদুল ফিতরে ২১ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল রূপান্তরে সহায়তা করলো জাতিকইজি

‘মঙ্গল’ নাম বদলে ক্ষোভ, ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে চীন

২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বৈশাখের কালো ঘোড়া

কালবৈশাখী

বৈশাখ

আচানক এইসব দৃশ্য

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জে আরসা প্রদানসহ ছয় জনের ফের আট দিনের রিমান্ডে

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ সরদার বকুলের বিরুদ্ধে

ভারতীয় আধিপত্যবাদের হুমকিভারতীয় আধিপত্যবাদের হুমকি

কবিতায় বৈশাখ

দ্রুত সময়ে ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

নববর্ষ ও বিজাতীয় আগ্রাসন

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

বাংলা সন ও সাংস্কৃতিক লড়াই

মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষন মামলার চার্জশিট দাখিল

‘জয় শ্রীরাম’ শ্লোগান দেয়ার নির্দেশ দিয়ে বিতর্কে তামিলনাডুর রাজ্যপাল