নারীদের আধুনিক শিক্ষা ও ইসলামি দৃষ্টিভঙ্গি
২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম

ইসলাম নারী-পুরুষের মধ্যে কোনো পার্থক্য না করে উভয়কে সমভাবে জ্ঞানার্জনের আদেশ দিয়েছে। কুরআনের নির্দেশও তাই। কুরআন সকল মানবজাতিকে নির্দেশ দিয়েছে পড়ার জন্য (সূরা ‘আলাক : ০১), বিস্তর চিন্তা-গবেষণা করতে (সূরা সোয়াদ : ২৯), এবং একই সাথে ব্যাপক অনুধাবন করতে (সূরা বাকারাহ্ : ১৬৪)। এমনকি বিশ্ব প্রকৃতির মাঝে লুক্কায়িত বিভিন্ন নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করতে (সূরা যারিয়াত : ২০)। ইসলামে গরিষ্ঠ ধর্মাচার নারী-পুরুষ সবার জন্যই একই রকম। এমনকি, রাসুল সা. জ্ঞানার্জন নারী-পুরুষ সব ধরনের মুসলমানদের উপর আবশ্যক করে দিয়েছেন (ইবনে মাজাহ, হাদীস নং ২২৪)।
কুরআন ও হাদীসে শুধু নারীশিক্ষার কথা পৃথকভাবে বর্ণনা করা হয়নি। শিক্ষা সম্পর্কে যে কথাই বলা হয়েছে, তা নর ও নারী উভয়ের জন্য সমভাবে প্রযোজ্য। নর ও নারীর জন্য আলাদাভাবে কোনো আলোচনা করা হয়নি। তথাপি ইসলামে নারী শিক্ষা বললে আমাদের কাছে সাধারণত যে চিত্র ফুটে উঠে তা হলো: মক্তবের প্রাথমিক শিক্ষা, কুরআন পড়তে জানা, বেশ কিছু দুআ-দরুদ জানা থাকার পাশাপাশি নামাজে পঠিতব্য কয়েকটি সূরা মুখস্থ জানা থাকাকেই বুঝি। এককথায় ধর্মীয় শিক্ষার প্রাথমিক লেভেলকেই আমরা বুঝে থাকি। অথচ, নারীদের ইসলামি শিক্ষার জগত যেমন বিস্তৃত তেমনি যখন বলা হয়, নারীদের আধুনিক শিক্ষা, তখনও এটার পরিধি অত্যন্ত বিস্তৃত। নারীদের ইসলামি শিক্ষার ব্যাপকতা সম্পর্কে সোনালি যুগে উল্লেখযোগ্য প্রমানাদি মেলে, যেমন: নারী সাহাবিদের মধ্যেও হাদিসের উপর প-িত, আইনজ্ঞ, ফতোয়াবিদ, লেখক, ফকিহ, ও দাঈ ছিলেন। হযরত আয়েশা (রা.) ছিলেন হাদিস বিশেষজ্ঞ, উম্মে সালামা (রা.) ছিলেন মুহাক্কিক, জয়নব বিনতে আবু সালামা ছিলেন একজন উল্লেখযোগ্য আইনজ্ঞ। সামুরা বিনতে নুহাইক আসাদিয়া (রা.) ছিলেন একজন অন্যতম দ্বীনের দাঈ। ‘তিনি বাজারে ঘুরে ঘুরে ভালো কাজের আদেশ করতেন এবং মন্দ কাজ থেকে নিষেধ করতেন। কোনো (অন্যায় দেখলে) সাথে সাথে দুহাতে প্রতিহত করতেন’ (আল-ইস্তিয়াব : ২ : ৭৬)।
আধুনিক শিক্ষা নারীদের কেন প্রয়োজন: বর্তমান প্রযুক্তিগত উৎকর্ষের এই যুগে নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই। এমনকি, ইসলাম নারীদের সর্বক্ষেত্রে সমানভাবে অধিকার প্রদান করেছে কেবল পুরুষদের কর্তৃত্বকে বরণ করার মাধ্যমে। কুরআনে ইরশাদ হয়েছে: ‘পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, এ কারণে যে, আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজদের সম্পদ থেকে ব্যয় করে। সুতরাং পুণ্যবতী নারীরা অনুগত, তারা লোকচক্ষুর অন্তরালে হিফাযাতকারিনী ঐ বিষয়ের যা আল্লাহ হিফাযাত করেছেনে’। (সূরা নিসা : ৩৪)। বস্তুত, এখানে যে কর্তৃত্ব প্রদানের কথা আল্লাহ বলেছেন তা পারিবারিক জীবন পরিচালনার ক্ষেত্রে যেহেতু পুরুষরাই নারীদের ব্যয়ভার অনেকাংশে বহন করেন। এখানে, পরিচালনার ভারটি পুরুষদের উপরে বর্তানোর মাধ্যমে নারীদের কর্তৃত্ব হরণ করা হয়নি এবং অধিকার থেকেও বঞ্চিত করা হয়নি। বরং গ্লোবালাইজেশনের এই যুগে চিকিৎসা, শিক্ষাদান, প্রযুক্তিগত বিদ্যায় শালীনতা রক্ষার মাধ্যমে মুসলিম মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোন বাঁধা নেই। মহান আল্লাহর কাছে জ্ঞানীদের মর্যাদা সর্বাগ্রে। যেমন তিনি বলেছেন: তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দেবেন। আর যা কিছু তোমরা কর, আল্লাহ সে বিষয়ে পূর্ণ অবহিত। (সূরা মুযাদালা : ১১)।
এছাড়া অন্যত্র জ্ঞানীদের মর্যাদে কথা বলেছেন এভাবে: আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? বুদ্ধিমান লোকেরাই তো নসীহত কবুল করে থাকে। (সূরা যুমার : ০৯)। জ্ঞানার্জনের আবশ্যকতা বান্দাদের মাঝে বুঝাবার জন্য আল্লাহ জ্ঞানার্জনের জন্য দুআও শিক্ষা দিলেন এভাবে : হে আল্লাহ্ আমাকে জ্ঞান দান করুন। (সূরা ত্বহা : ১১৪)। নারীদের শিক্ষা গ্রহণ অত্যন্ত জরুরী। কেননা, নারী কখনো মা, কখনো বোন, কখনো ছাত্রী আবার কখনো পরিবারের কর্তী হিসেবে আবির্ভূত হন। তাছাড়া মা ই তার সন্তানের প্রথম শিক্ষক। সামগ্রিকভাবে সুশিক্ষিতা মা স্বভাবতই জ্ঞানী, চরিত্রবান, ব্যক্তিত্ব সম্পন্না, নিষ্ঠাবান, নম্র ও ভদ্র। শিক্ষিত মায়ের এসব গুণ আপনাআপনিই সন্তানের মধ্যে সঞ্চারিত হয়।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শীর্ষ চারে নিউক্যাসেল

জয়ের ম্যাচে এমবাপের লাল কার্ড অস্বস্তিতে রিয়াল

নাটকীয় জয়ে শিরোপার আরও কাছে লিভারপুল

র্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

ঈদুল ফিতরে ২১ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল রূপান্তরে সহায়তা করলো জাতিকইজি

‘মঙ্গল’ নাম বদলে ক্ষোভ, ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে চীন

২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বৈশাখের কালো ঘোড়া

কালবৈশাখী

বৈশাখ

আচানক এইসব দৃশ্য

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জে আরসা প্রদানসহ ছয় জনের ফের আট দিনের রিমান্ডে

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ সরদার বকুলের বিরুদ্ধে

ভারতীয় আধিপত্যবাদের হুমকিভারতীয় আধিপত্যবাদের হুমকি

কবিতায় বৈশাখ

দ্রুত সময়ে ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

নববর্ষ ও বিজাতীয় আগ্রাসন

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর