রবিউল আউয়াল উপলক্ষে পালিত হলো সিরাতের রাত
০৭ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম

গতকাল ০৬ অক্টোবর শুক্রবার কিশোরগঞ্জ টাউন ও আশপাশের স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরের পাগলা মসজিদ সংলগ্ন মাদরাসাতু তুয়ুরিল জান্নাহর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘সীরাতের রাত’ পাঠচক্র। বিভিন্ন মাদরাসা ও স্কুল কলেজের কয়েকজন সীরাতপ্রেমী ও সাহিত্যপ্রিয় ছাত্রদের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘সীরাতের রাত’ শিরোনামের এই পাঠচক্র।
মহাপবিত্র ঐশীগ্রন্থ কুরআনের সূরা কাহাফ তিলাওয়াতের মাধ্যমে দুপুর তিনটা থেকে শুরু হয় সীরাতের রাত পাঠচক্র। নবীপ্রেমের নাশীদ, রাসূলের শানে কবিতা, সীরাতগ্রন্থ থেকে পাঠ এবং সীরাত পর্যালোচনায় পুরো পাঠচক্র প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা হয় রাসূলের জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়। জন্ম থেকে মৃত্যু। শৈশব। কৈশোর। যৌবন। মাক্কী জীবন। নবুওত লাভ। দাওয়াত। পাহাড়সম ধৈর্য। মদীনায় হিযরত। মদীনা সনদ। সকলের সহাবস্থানে ইসলামী রাষ্ট্রের ভিত্তি। নিরহ নিরস্ত্র স্বল্প সংখ্যক সৈন্যে বিভিন্ন যুদ্ধে বিস্ময়কর বিজয়লাভ। অন্যান্য রাষ্ট্রনায়কদের নিকট ইসলামের দাওয়াত। মক্কা বিজয়। বিদায় হজ। রাসূলের ওফাত।
আলোচনা হয় রবিউল আওয়াল মাস নিয়ে। মহামানব সাইয়েদুল মুরসালীন (সা.) এ মাসে পৃথিবীতে আগমন করেছেন, তেষট্টি বছরের একটি ইহকালীন পর্ব শেষ করে আবার বিদায়ও নিয়ে নিয়েছেন। আর আমাদের জন্য রেখে গিয়েছেন কিতাবুল্লাহ ও তার সুন্নাহ। উপস্থাপন করেছেন পূর্ণাঙ্গ নিখুঁত একটি জীবনাদর্শ। সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যি। সাল্লাল্লাহু আলা খাইরিল বাশারি মুহাম্মাদিন। সাল্লাল্লাহু আলা খাতামিন নাবিয়্যীন। সাল্লাল্লাহু আলা নাবিয়্যির রাহমাতি, ওয়া-য়াসাল্লাল্লাহু আলা নাবিয়্যিল মালহামাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উভয় জাহানের সায়্যিদ, সৃষ্টিজগতের সর্বোত্তম সৃষ্টি, মহত্তম আদর্শের অধিকারী, সমগ্র মানবজাতির শ্রেষ্ঠতম পথিকৃৎ, সকলের হৃদয়ের স্পন্দন, বিশ্বনবী হযরত মুহাম্মাদের (সা.) মীলাদ ও সীরাত অর্থাৎ জন্ম ও জীবন এ মাসের সবচে আলোচিত আলোচ্য বিষয়। কারণ তা আমাদের প্রাপ্তি ও যিম্মাদারির অনুভব-অনুভূতি জাগিয়ে তোলে। রাসূলের আগমনের গুরুত্ব, মহত্ব, প্রয়োজনীয়তা ও মানববিশ্বে এর বিস্ময়কর প্রভাব ব্যাপক বিস্তৃত ও সীমাহীন।
রাসূলের জীবনী বা সীরাত অধ্যয়ন করা আমাদের প্রত্েযকের জন্য আবশ্যিক অতীব জরুরি এবং মহাগুরুত্বপূর্ণ একটি বিষয়। এতে একাধিক লক্ষ্য অর্জিত হয়। সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে, রাসূলের ব্যক্তিত্ব, কথা, কাজ, বিভিন্ন নাজুক পরিস্থিতিতে তার অবস্থান। বৈরী ও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় তার কৌশল পদ্ধতি ও কর্মপরিকল্পনা। বিপদসংকুল পথে, কঠিন মুহূর্তে তাঁর সঠিক সিদ্ধান্তসমূহ।
একজন দাঈর দাওয়াতের পদ্ধতি কী হবে, কোন স্তরে কোন পদ্ধতিতে দাওয়াত দিবে। একজন সাধক তার জীবনে উৎকর্ষ সাধন কীভাবে করবে। একজন সেনানায়ক কোন পন্থায় তার সমরনীতি সাজাবে। রাজনীতিবিদ কীভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে। ছাত্রদের সাথে শিক্ষকের আচরণ কেমন হবে। স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক কীরূপ হবে। ছোটদের স্নেহ এবং বড়দের সম্মান শ্রদ্ধা সহ জীবনঘনিষ্ঠ প্রত্েযকটা ক্ষেত্র রাসূল হবেন আমাদের আদর্শ এসব বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
গুরুত্বারোপ করা হয় রাসূলের জীবনাদর্শের উপর। জীবনের সব ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে রাসূলকে জেনে পুঙ্খানুপুঙ্খ অনুসরণের। কঠোর সমালোচনা করা হয় রাসূলের আদর্শ বিচ্যুত অন্যান্য আদর্শ উপস্থাপন ও অনুসরণের । আহ্বান করা হয় অন্যান্য সকল ভ্রান্ত মতাদর্শ ছেড়ে একমাত্র আল্লাহ্ এবং রাসূলকে পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের। Ñপ্রেস বিজ্ঞপ্তি
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

র্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

ঈদুল ফিতরে ২১ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল রূপান্তরে সহায়তা করলো জাতিকইজি

‘মঙ্গল’ নাম বদলে ক্ষোভ, ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে চীন

২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বৈশাখের কালো ঘোড়া

কালবৈশাখী

বৈশাখ

আচানক এইসব দৃশ্য

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জে আরসা প্রদানসহ ছয় জনের ফের আট দিনের রিমান্ডে

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ সরদার বকুলের বিরুদ্ধে

ভারতীয় আধিপত্যবাদের হুমকিভারতীয় আধিপত্যবাদের হুমকি

কবিতায় বৈশাখ

দ্রুত সময়ে ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

নববর্ষ ও বিজাতীয় আগ্রাসন

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

বাংলা সন ও সাংস্কৃতিক লড়াই

মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষন মামলার চার্জশিট দাখিল

‘জয় শ্রীরাম’ শ্লোগান দেয়ার নির্দেশ দিয়ে বিতর্কে তামিলনাডুর রাজ্যপাল