ফিলিস্তিনে মুসলমানদেরই চূড়ান্ত বিজয় হবে

Daily Inqilab মাওলানা হুসাইন আহমদ

০২ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ এএম

স্বাধীনতা শব্দের মধ্যে লুকিয়ে আছে মহাকাশের বিশালতাসম মানুষের অধিকারের স্বপ্ন, এক পরম পাওয়া ও মুক্তির পদচিহ্ন। আরেকভাবে যদি বলি, তাহলে মানুষ তার প্রাপ্য অধিকার কিভাবে অর্জন করবে এটি তারই যেন এক রূপকল্প। অসহায়, দুর্বল, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত মানুষ যখন তার প্রাপ্য পাওনাটুকু বুঝে নিতে চায়, তখন তার ভিতরে একধরণের স্বাধিকারবোধের সৃষ্টি হয়। আর সেই স্বাধিকারের পূর্ণাঙ্গ রূপই হল স্বাধীনতা। এজন্যই বলা হয়, মানুষের স্বাধিকার থেকেই স্বাধীনতা।

বিশ্বের প্রতিটি দেশ ও জাতির স্বাধীনতা অর্জনের ইতিহাস থাকে সহস্র বছর ধরে উজ্জ্বল নক্ষত্রের মতো জাজ্বল্যমান। এই স্বাধীনতা কখনো হঠাৎ করে উদয় হওয়া নয়, বরং প্রতিটি স্বাধীনতা অর্জনে রয়েছে বহু ত্যাগের ও সংগ্রামের ইতিহাস। বহু প্রাণের বিসর্জনের লাল রক্তমাখা ইতিহাস। তাই সময়ের প্রতিটি কার্যকর মুহূর্ত যেন ধাপে ধাপে প্রতিটি জাতিকে এগিয়ে নিয়ে চলে মুক্তিকামী মানুষের দুয়ারে। তাদের পদাঙ্ক অনুসরণে।
আজ ফিলিস্তিনবাসীরও এই চাওয়া-পাওয়ার মধ্যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছে বলেই দিনের পর দিন। বছরের পর বছর। যুগের পর যুগ থেকে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ তাদের অধিকারের প্রশ্নে সজাগ হয়ে ওঠছে। জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। স্বাধীন ফিলিস্তিনের জন্য চলমান যুদ্ধে অংশগ্রহণ করছে। যুবক, বৃদ্ধ, কিশোর, নারী সবাই তাদের মুক্তি চাচ্ছে। জবরদখল কারী জালিমদের থেকে নিজ জন্মভূমির স্বাধীনতা কামনা করছে।

গড়ে তুলছে সামর্থ্যের মধ্যে আন্দোলন। ফিলিস্তিনিজাতি বিশ্ব মানচিত্রে স্বাধীন পতাকা উড়াতে চাচ্ছে। আর হ্যাঁ, স্বাধীনতা অর্থ তারা তাদের নিজস্ব ভূমির মালিকানা উদ্ধার করা। দখলদার বাহিনীর হাত থেকে ফিলিস্তিন ভূখণ্ডকে মুক্ত করা। মুক্ত করে নিজ জাতির জন্য প্রাপ্য আলোটুকু নিশ্চিত করার মধ্যে স্বাধীনতার সাফল্য অর্জন করা। আর জাতি হিসেবে এটা তাদের কাম্যও বটে। একটি ব্যাপারে তো নিশ্চিত যে, স্বাধীনতার মতো বৃহৎ বিষয়টি সন্মুখে আনতে হলে জাতি হিসাবে ফিলিস্তিনকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি আমাদেরকেও অত্যাচারিত এসব মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। তাদের স্বাধীনতার জন্য প্রয়োজনীয় সহযোগীতা করতে হবে। কেননা, ফিলিস্তিনীদের উপর অমানবিক অত্যাচার-নির্যাতন দিনদিন ক্রমশঃ বেড়েই চলছে। প্রতিনিয়ত নারী তার প্রাপ্য স্বাধীনতাকে হারাচ্ছে। গরীব-অসহায়, অধিকার বঞ্চিত মানুষ তার স্বাধীনতাকে হারাচ্ছে। এই স্বাধীনতা হরণ করছে।

এই স্বাধীনতাকে পরাধীনতার দিকে নিয়ে যাচ্ছে। এখন তো ফিলিস্তিনের গাঁজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। ইতিমধ্যে হাজার হাজার শিশু, নারী, বৃদ্ধ ও সাধারণ ফিলিস্তিনিকে তারা মেরে ফেলেছে। হাজার হাজার মানুষ আহত হয়ে পড়ে রয়েছে। জীবন প্রবাহের সকল প্রকার মাধ্যম বন্ধ করে দিয়েছে। আর উপর থেকে ভয়ঙ্কর সব রকেট ও বোমা হামলা করে সব তছনছ করে দিচ্ছে। এটা কি ফিলিস্তিনীদের উপর মানবাধিকার লঙ্ঘন নয়? আর তাদের কী স্বাধীনতা অর্জন করার অধিকার নেই? অবশ্যই আছে।

অতঃপর মানবাধিকারের মূল বিষয় ‘সকল মানুষের জীবন, সম্পদ ও সম্মান’ সুরক্ষিত হওয়া। মূল চেতনা ইনসাফভিত্তিক সমাজ কায়েম হওয়া। একদিন এই ফিলিস্তিনের মানুষের জীবনের সুরক্ষা, সম্পদের সুরক্ষা, জ্ঞানের সুরক্ষা ও বংশধারা সুরক্ষা নিশ্চিত হবে এবং স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারবে। তখনই ক্ষণস্থায়ী দুনিয়ার বিজয়ের মাধ্যমে আখিরাতের চিরস্থায়ী অনন্ত জীবনেও চূড়ান্ত বিজয় অর্জন করবে মুসলমানরা, ইনশাআল্লাহ।

কেননা, মুসলমানদের বিজয় সুনিশ্চিত, মুসলমানরা মানবমুক্তির স্বপ্ন দেখে; আল্লাহ সে স্বপ্ন পূরণ করে। যেমন আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন ‘নিশ্চয় আল্লাহ তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নটি যথাযথভাবে বাস্তবায়িত করে দেখিয়েছেন, আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে—তোমাদের কেউ কেউ মস্তক মুণ্ডন করবে আর কেউ কেউ কেশ কর্তন করবে। তোমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ জানেন, তোমরা যা জানো না। এ ছাড়া তিনি তোমাদিগকে দিয়েছেন এক সদ্য বিজয়। তিনি তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ নির্দেশ ও সত্য-দ্বীনসহ প্রেরণ করেছেন, অপর সমস্ত দ্বীনের ওপর একে বিজয়ী করার জন্য। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।’ (সুরা-৪৮ ফাতহ, আয়াত: ২৭-২৯)।

অতএব, ফিলিস্তিনের মাজলুমদের এই স্বাধীনতার জন্য আমরা সবসময় তাদের পাশে থাকবো। তাদের অধিকার আদায়ে আমরা তাদের সমর্থন করবো। সাহায্য করবো। তাদের অঙ্গিকার! বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বা দেশ হিসেবে অন্যান্য স্বাধীন দেশের মত তাদের নামও থাকুক সবার সাথে। শহীদের রক্ত ঝরা ফিলিস্তিনের জেরুজালেম হোক ফিলিস্তিনের স্বাধীন রাজধানী। মুক্ত হোক সর্বপ্রথম কিবলা আল-আকসা। কোনো কলঙ্কের দাগ আর না লাগুক প্রিয় আকসার চত্বরে। নিজস্ব মানচিত্র নিয়ে স্বাধীন দেশ হিসেবে অক্ষুণ্ণ থাকুক মুক্তিকামী ফিলিস্তিন। ইনশাআল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরই চূড়ান্ত বিজয় হবে।

 


বিভাগ : ইসলামী জীবন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

শাওয়াল মাসের ফজিলত ও আমল
অসংখ্য নবী রাসূলের স্মৃতি ধন্য ফিলিস্তিন
রক্তাক্ত ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা
রমজান-পরবর্তী মুমিনের ক্যালেন্ডার
প্রশ্ন : মরণোত্তর চক্ষুদান বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দান কি শরীয়ত সমর্থন করে?
আরও
X

আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৫ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৫ ফিলিস্তিনি

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ

উখিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ১ শিশু নিহত ও আহত ৬

উখিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ১ শিশু নিহত ও আহত ৬

আবারও নিষেধাজ্ঞা পেলেন জহির

আবারও নিষেধাজ্ঞা পেলেন জহির

সখিপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

সখিপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

আইপিএলে সন্দিপের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

আইপিএলে সন্দিপের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

আমিরাতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ দূতাবাসের জমকালো অনুষ্ঠান

আমিরাতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ দূতাবাসের জমকালো অনুষ্ঠান

সেই বার্নাব্যুতে রিয়ালকে হারিয়েই সেমিত আর্সেনাল

সেই বার্নাব্যুতে রিয়ালকে হারিয়েই সেমিত আর্সেনাল

স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভার রোমাঞ্চ জিতল দিল্লী

স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভার রোমাঞ্চ জিতল দিল্লী

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি  নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে  -মিজান চৌধুরী

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি  নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে  -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ‌ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

কূট-কৌশলে ‌ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র