মানবহত্যা জঘন্য অপরাধ
০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম

আমরা এমন একটা সময় পার করছি যে, পত্রিকায় চোখ বুলালেই নানারকম হত্যাকাণ্ডের ঘটনা নজরে পড়ে। বাবা সন্তানের হাতে খুন হচ্ছে, মা গলাটিপে নিষ্পাপ শিশুকে হত্যাকরে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে। আন্দোলনে-সংঘর্ষে শত শত নিরীহ পথচারী আহত হচ্ছে, নিহত হচ্ছে। ধর্ষণকৃত ক্ষতবিক্ষত লাশ ঝোপঝাড়ে পড়ে থাকে । একেকটা হত্যাকাণ্ড আরব জাহেলি যুগের নৃশংসতাকেও ছাড়িয়ে যাচ্ছে। এ প্রবণতা কমছে না ;বরং দিনদিন বেড়েই চলছে। মানুষের জীবন মূল্যহীন হয়ে যাচ্ছে। মানুষ এখন অনিশ্চয়তায়, অনিরাপত্তায় ভোগে। হত্যাকারীর বিচার হয় না, সে সদলবলে, দম্ভভরে শহরে দাপিয়ে বেড়ায়। আর জনসাধারণকে মুখ বুজে এসব অত্যাচার সহ্য করে যেতে হয়। কিছু টাকা ছুড়ে দিলেই হত্যাকারী পার পেয়ে যায়। স্বাধীন বাংলায় এখন এমনই হচ্ছে, এসবই ঘটছে।
আসলে এসব নিয়ে লিখতে বসলেই কলম নিশ্চল হয়ে যায়, বিবেক নিস্ক্রিয় হয়ে পড়ে। একটা শঙ্কা- ভয় মনোজগতকে ঘিরে ধরে। সেই যুগ কি এসেই গেছে! নবি কারিম সা. যে বলেছেন, ‘সেই সত্তার শপথ! যাঁর হাতে আমার জীবন, দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের কাছে এমন এক যুগ আসে, যখন হত্যাকারী জানবে না যে কি দোষে সে অন্যকে হত্যা করেছে এবং নিহত লোকও জানবে না যে কি দোষে তাকে হত্যা করা হচ্ছে। জিজ্ঞেস করা হলো, কিভাবে এমন অত্যাচার হবে? তিনি জবাবে বলেন, সে যুগটা হবে হত্যার যুগ। এরূপ যুগের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামি হবে।’ (মুসলিম: ৭১৯৬)।
ইসলামে মানবহত্যা:- ইসলাম কখনো এ ধরনের হত্যাকাণ্ড সমর্থন করে না; বরং এর কঠোর সমালোচনা করে। ইসলামে মানবহত্যা মহাপাপ, নিরাপদ মানুষকে হত্যা করা দণ্ডনীয় অপরাধ। ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বলে, এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করাকে পুরো জাতি হত্যা করার সাথে তুলনা করেছে। আল্লাহ তাআলা বলেন, 'মানব হত্যা কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া অন্য কোনো কারণে যে ব্যক্তি কাউকে হত্যা করল, সে যেন পৃথিবীর সব মানুষকেই হত্যা করল। আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করল, সে যেন পৃথিবীর সব মানুষের জীবনই রক্ষা করল’- (সুরা মায়েদা : ৩২)।
মানবহত্যার দুনিয়াবি শাস্তি : ইসলামে মানবহত্যা এতোটাই ঘৃণিত যে, পরকালে তো আছেই, দুনিয়াতেও আল্লাহ তাআলা হত্যার বদলে কিসাসের বিধান রেখেছেন। ইরশাদ হয়েছে , ‘হে ঈমানদারগণ! তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কিসাস গ্রহণ বিধিবদ্ধ করা হয়েছে। স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায়, ক্রীতদাস ক্রীতদাসের বদলায় এবং নারী নারীর বদলায়। অতঃপর তার ভাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেয়া হয়, তবে প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং ভালোভাবে তাকে তা দিতে হবে। এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ। এর পরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে, তার জন্য রয়েছে বেদনাদায়ক আজাব।’ (সূরা বাকারা, আয়াত : ১৭৮-১৭৯)।
অন্যায়ভাবে হত্যার পরকালিন শাস্তি : যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করে, তাদের আবাসস্থল জাহান্নামে হবে আর সেখানে তারা চিরকাল থাকবে। ইরশাদ হয়েছে, ‘আর যে ব্যক্তি জেনে-বুঝে কোনো মুমিনকে হত্যা করে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। সেখানে সে চিরকাল থাকবে। তার ওপর আল্লাহর ক্রোধ ও লানত বর্ষিত হতে থাকবে। আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন’- (সুরা নিসা : ৯৩)। হত্যার নিন্দা ও কুফল বর্ণনা করতে গিয়ে নবি কারিম (সা.) বলেন, দু’জন মুসলিম যখন তাদের তলোয়ার নিয়ে মুখোমুখি হয়, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী। আমি বললাম, হে আল্লাহর রাসূল! হত্যাকারীর জন্য এই শাস্তি ঠিক আছে। কিন্তু নিহত ব্যক্তির দোষ কী? তিনি বললেন, সেও তো তার ভাইকে হত্যা করতে আগ্রহী ছিল। (বোখারী : ২৮৭৫)।
মানবহত্যার বিচার: কিয়ামত দিবসে সর্বাগ্রে বিচার হবে মানব হত্যার। তারপর হবে অন্যান্য অপরাধের। রাসূল সা: বলেছেন, ‘কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মোকদ্দমার ফায়সালা হবে, তা হলো রক্তপাত (হত্যা) সম্পর্কিত।’ (বুখারি: ৬৩৫৭) হত্যা একজন মানুষকে কেবল অপরাধী বানায় না বরং ইসলাম থেকে খারিজ করে দেয়। হাদিসে এসেছে, ‘মুসলিমকে গালি দেয়া ফাসেকি এবং তাকে হত্যা করা কুফরি।’ (বুখারি: ৪৮)।
মানুষ শ্রেষ্ঠ জাতি : মানুষ যেমন শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জীব তেমনি মানুষের হায়াতও সম্মানিত ও মর্যাদাসম্পন্ন। বিদায় হজের ভাষণে রাসুল (সা.) বলেছেন, ‘সাবধান, তোমাদের একজনের জানমাল অন্যের জন্য সম্মানিত, যেমন আজকের এই দিন, এই মাস ও এই শহর সম্মানিত।’ (মুসলিম : ১২১৮)। অতএব শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের উচিত এসব হত্যাকাণ্ড থেকে বিরত থাকা, হত্যার কুফল নিয়ে মিম্বরে মিম্বরে আলোচনা করা এবং এর ভয়াবহ শাস্তির ব্যাপারে মানুষদের সতর্ক করা। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুক, আমিন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

আলোর মুখ দেখেনি যেসব ঢাকাই সিনেমা

হার্ভার্ড বামপন্থীদের আখড়া, শিক্ষার জন্য উপযুক্ত নয় : ট্রাম্প

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হবে আশ্রয় পাওয়া

কর্তাব্যক্তির ইশারায় চলে উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি-দূদক

ওয়াকফ আইন’ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ

যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থান ভাঙচুর, ৮৫টি কবর ভাঙচুর

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ, সিলেটে বিএনপির নানা কর্মসূচি

বাংলাদেশকে ৭২৪ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৫ ফিলিস্তিনি

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ

উখিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ১ শিশু নিহত ও আহত ৬

আবারও নিষেধাজ্ঞা পেলেন জহির

সখিপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

আইপিএলে সন্দিপের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

আমিরাতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ দূতাবাসের জমকালো অনুষ্ঠান

সেই বার্নাব্যুতে রিয়ালকে হারিয়েই সেমিত আর্সেনাল

স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভার রোমাঞ্চ জিতল দিল্লী

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর