ট্রান্সজেন্ডার একটি ভয়াবহ ফেতনা

Daily Inqilab সাখাওয়াত মিয়াজী

২৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

আল্লাহ তায়ালা মানবজাতিকে অন্যান্য সৃষ্টিকুলের তুলনায় সবচেয়ে সুন্দর ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। যে আকৃতিতে মানুষকে সুন্দর দেখাবে তিনি তা-ই চয়ন করেছেন। কাউকে পুরুষ হিসেবে আবার কাউকে নারী হিসেবে সৃষ্টি করেছেন। নারীকে নারীর আকৃতি এবং পুরুষকে পুরুষের আকৃতি দান করেছেন। প্রত্যেককে নির্দিষ্ট চালচলন এবং বৈশিষ্ট্য দিয়েছেন, যা তাদের চেনার একমাত্র উপায়। নারী-পুরুষকে বংশ পরম্পরার মাধ্যম বানিয়েছেন। বিয়ে পরবর্তী পরষ্পর মিলনের মাধ্যমে পৃথিবী আবাদ রেখেছেন। আল্লাহ তায়ালা বলেন, আমি তোমাদেরকে নারী ও পুরুষ থেকে সৃষ্টি করেছি। (সূরাতুল হুজরাত-১৩)। প্রত্যেক মানুষকে তার উপযুক্ত আকৃতিতে সৃষ্টি করেছেন। কাকে নারী আর কাকে পুুরুষ বানাবেন এটি একমাত্র তাঁরই ইচ্ছাধিকার। মায়ের গর্ভে আসার পর থেকে ভূমিষ্ট হওয়ার আগ পর্যন্ত আল্লাহ ছাড়া কারো জানা নেই যে, গর্ভে ছেলে নাকি মেয়ে। তিনি যেভাবে কল্যাণ মনে করেছেন সেভাবেই মানুষ সৃষ্টি করেছেন। কারো এ অধিকার নেই যে, সে আল্লাহর দেয়া দেহাবয়বের মাঝে কোনোরূপ পরিবর্তন সাধন করবে। কতই না নিকৃষ্টতম কাজ, যা ট্রান্সজেন্ডারবাদীরা করছে। বড় উদ্বেগের বিষয় হচ্ছে এ ট্রান্সজেন্ডারবাদীরা সম্প্রতি সমাজে মারাত্মক ফেতনা হয়ে দাঁড়িয়েছে। নিজেদের আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে ওঠেছে। ভিন্ন জাতি হিসেবে নাগরিকত্ব ও কর্ম সংস্থানসহ নানা রকম দাবি উত্থাপন করবার প্রয়াস চালাচ্ছে।

ট্রান্সজেন্ডার পরিচিতি : ‘ট্রান্সজেন্ডার’ একটি ইংরেজি শব্দ। যার অর্থ: লিঙ্গ পরিবর্তন। এ পরিবর্তন দু’ভাবে হতে পারে। এক. মানসিক পরিবর্তন, দুই. শারীরিক পরিবর্তন। মানসিক পরিবর্তন বলতে বুঝায়, একজন ছেলে নিজেকে মেয়ে মনে করলে সে মেয়ে। তদ্রুপ বিপরীত দিক থেকে একজন মেয়ে নিজেকে ছেলে মনে করলে সে ছেলেদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। শারীরিক পরিবর্তনের ধরন হলো, একজন ছেলে অপারেশন সার্জারির মাধ্যমে তার লিঙ্গ পরিবর্তন করে নিজেকে মেয়ে দাবি করে। বিপরীত দিক থেকে একজন মেয়েও অপারেশনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করে পুরুষের বেশ ধারণ করে। চলাফেরা, ওঠা-বসা, বেশ-ভুষাসহ বিপরীত লিঙ্গের বাহ্যিক সব আকার আকৃতি নিজের মাঝে ধারণ করে। আমরা জানি লিঙ্গ দুই প্রকার। এক. পুঃলিঙ্গ। দুই. স্ত্রীলিঙ্গ। এ দুই প্রকারের লিঙ্গ সৃষ্টিগত আল্লাহ প্রদত্ত। এর বাইরে আর কোনো প্রকার হতে পারে না। তবে তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো আমরা দেখি, তারা সমাজে হিজড়া হিসেবে পরিচিত। তাদের মাঝে যাদের আকৃতি পুরুষের মতো তাদেরকে পুরুষ হিজড়া বলে। আর যাদের আকৃতি মেয়েদের মতো, তাদেরকে মহিলা হিজড়া হিসেবে ধরা হয়। নারী-পুরুষের বাইরে আর কোনো লিঙ্গ হতে পারে না। ট্রান্সজেন্ডারের মূল পরিবর্তনটা মানসিক দিক থেকে শুরু হয়ে শারীরিক অবয়ব পর্যন্ত এসে গড়ায়। অর্থাৎ একটা ছেলে মনে মনে নিজেকে মেয়ে দাবি করলে এবং একটা মেয়ে নিজেকে ছেলে দাবি করলেই সে হবে ট্রান্সজেন্ডার।

ট্রান্সজেন্ডার চেনার উপায় : যখন কেউ নিজেকে ট্রান্সজেন্ডার বলে দাবি করে তখন সে নিজের মাঝে কয়েক ধরনের পরিবর্তন সাধন করে। এক. নাম পরিবর্তন: তারা প্রথমত নিজেদের নাম পরিবর্তন করে বিপরীত লিঙ্গের নাম রাখে। এ নামেই তারা পরিচিত হতে শুরু করে। দুই. লিঙ্গ পরিবর্তন: অপারেশন সার্জারির মাধ্যমে জন্মগত লিঙ্গ পরিবর্তন করে বিপরীত লিঙ্গ প্রতিস্থাপন করে। সার্জারি খরচ ব্যয়বহুল হওয়ায় অনেকের ক্ষেত্রে আবার তা করা সম্ভবও হয় না। ফলে তারা বাহ্যিক আকৃতি ধারণ করে। তিন. পোষাক পরিবর্তন: তারা নিজেদের পোষাক-আষাক এবং চালচলনে পরিবর্তন আনে। জন্মগত পুরুষ হয়ে থাকলে মেয়েদের পোষাক পরিধান করে, আর মেয়ে হয়ে থাকলে ছেলেদের পোষাক পরে। চার. হেয়ার কাটিং ও কণ্ঠস্বর পরিবর্তন: এ জাতি নিজেকে ট্রান্সজেন্ডার দাবি করার পর নিজের কণ্ঠস্বর এবং মেকাপসহ চুলের কাটিং ইত্যাদির ক্ষেত্রেও পরিবর্তন সাধন করে। অর্থাৎ জন্মগত লিঙ্গের পরিবর্তে বিপরীত লিঙ্গের সবধরনের আকার-আকৃতি নিজের মাঝে লালন করে। এটিই হচ্ছে ট্রান্সজেন্ডারের মূল মাপকাঠি।

ট্রান্সজেন্ডার সম্পর্কে ইসলামের অবস্থান : ট্রান্সজেন্ডার পরিচিতি সম্পর্কে উপরে সামান্য আলোকপাত করা হলো। এবার আসি ট্রান্সজেন্ডার সম্পর্কে ইসলাম কী বলে? আল্লাহ তায়ালা মানুষকে যে আকৃতিতে সৃষ্টি করেছেন, যে দেহাবয়ব দিয়েছেন তা সর্বোৎকৃষ্ট সৃষ্টি। আল্লাহ তায়ালা বলেন, আমি মানুষকে অতি সুন্দর দেহাবয়বে সৃষ্টি করেছি। (সূরা তীন-৫)। আল্লাহর সব সৃষ্টি অতি নিখুঁত। মানুষ হিসেবে যার জন্য যেভাবে কল্যাণ রেখেছেন তাকে সেভাবে সৃষ্টি করেছেন। পুরুষকে পুরুষের আকৃতিতে আর নারীকে নারীর আকৃতিতে সুন্দর অবয়বে পৃথিবীতে প্রেরণ করেছেন। এ সৃষ্টির মাঝে কেউ পরিবর্তন সাধন করতে পারে না। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধনের ক্ষমতা কারো নেই। (সূরা রূম-৩০)। একজন মানুষ পুরুষ হয়েও নিজেকে নারী দাবি করা এবং একজন নারীও নিজেকে পুরুষ হিসেবে আত্মপ্রকাশ করা এটি কী করে সম্ভব? এটি কি কোনো সুস্থ মানসিকতা হতে পারে?

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেসব নারীদের প্রতি অভিশাপ করেছেন,যারা পুরুষের বেশ ধারণ করে। আর সেসব পুরুষদের প্রতিও অভিশাপ করেছেন, যারা নারীদের বেশ ধারণ করে। (সহীহ বোখারী: হাদীস-৫৮৮৫)। অন্য এক হাদীসে বর্ণিত হয়েছে, হজরত আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত। (সুনানে তিরমিজি: হাদীস-৪০৩১)। তেমনই আরেকটি হাদীসে আমরা দেখতে পাই, হজরত আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন সব নারীর ওপর অভিশম্পাত করেছেন, যারা অঙ্গে উল্কি আঁকে এবং অন্যদের দিয়ে উল্কি আঁকায় এবং সৌন্দর্যের জন্য ভ্রুর চুল উপড়িয়ে আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন করে। (সুনানে তিরমিজি: হাদীস-২৭৮২)। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, আল্লাহ তায়ালা সেসব মানুষদের উপর অভিশম্পাত করেছেন যারা তাঁর সৃষ্টিতে বিকৃতি আনে। (সহীহ বোখারী: হাদীস-৪৮৮৬)। (চলবে)


বিভাগ : ইসলামী জীবন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাইসির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে হামাসের বিবৃতি

রাইসির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে হামাসের বিবৃতি

আধুনিক যুদ্ধেও কেন রাশিয়া দেড়শো বছরের পুরনো মোর্স কোড ব্যবহার করছে?

আধুনিক যুদ্ধেও কেন রাশিয়া দেড়শো বছরের পুরনো মোর্স কোড ব্যবহার করছে?

রাইসির মৃত্যুকে ‘ঐশ্বরিক ন্যায়বিচার’ বললেন ইহুদি পুরোহিতরা

রাইসির মৃত্যুকে ‘ঐশ্বরিক ন্যায়বিচার’ বললেন ইহুদি পুরোহিতরা

লামায় শেষমুহুর্তে জমে উঠেছে ভোটের লড়াই

লামায় শেষমুহুর্তে জমে উঠেছে ভোটের লড়াই

ইব্রাহিম রাইসি ছিলেন আমার প্রিয় একটি ভাই : এরদোগান

ইব্রাহিম রাইসি ছিলেন আমার প্রিয় একটি ভাই : এরদোগান

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বেহাল দশা।। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বেহাল দশা।। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

নোয়াখালীর হাতিয়াতে ৩০ কেজি হরিণের গোশত জব্দ

নোয়াখালীর হাতিয়াতে ৩০ কেজি হরিণের গোশত জব্দ

জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা

জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা

রাঙ্গামাটিতে চলছে ইউপিডিএফের সড়ক ও নৌপথ অবরোধ

রাঙ্গামাটিতে চলছে ইউপিডিএফের সড়ক ও নৌপথ অবরোধ

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের স্থানে তাপের উৎস খুঁজে পেল তুর্কি ড্রোন

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের স্থানে তাপের উৎস খুঁজে পেল তুর্কি ড্রোন

রাইসিকে সর্বোচ্চ পদের জন্য প্রস্তুত করা হচ্ছিল

রাইসিকে সর্বোচ্চ পদের জন্য প্রস্তুত করা হচ্ছিল

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

প্রথম ভারতীয় হিসাবে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা

প্রথম ভারতীয় হিসাবে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী তাপস নিহত

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী তাপস নিহত

রাইসির মৃত্যুতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ‘গভীরভাবে শোকাহত’

রাইসির মৃত্যুতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ‘গভীরভাবে শোকাহত’

এখনও খোঁজ মিলেনি সংসদ সদস্য আনোয়ারুল আজীমের

এখনও খোঁজ মিলেনি সংসদ সদস্য আনোয়ারুল আজীমের

কে এই ইরানি প্রেসিডেন্ট রাইসি?

কে এই ইরানি প্রেসিডেন্ট রাইসি?

`স্পাইসি` নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন জেফার

`স্পাইসি` নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন জেফার

রাইসির মৃত্যুর ইরানের দায়িত্ব নেবেন যিনি

রাইসির মৃত্যুর ইরানের দায়িত্ব নেবেন যিনি

এবার হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জায়েদ খান

এবার হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জায়েদ খান