জাহান্নাম থেকে মুক্তির পয়গাম

Daily Inqilab মো. আবদুর রহমান

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ‘প্রত্যেক প্রাণিই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।’ (সুরা আলে-ইমরান: ১৮৫) আর মৃত্যুর মাধ্যমেই দুনিয়ার জীবনের সমাপনী আসে এবং আখিরাতের অনন্ত অসীম জীবনের সূচনা হয়। এ জীবনের দুটি অবস্থান। একটি জান্নাত, আরেকটি জাহান্নাম। তারাই হবে জান্নাতি যারা আল্লাহ ও তাঁর রাসুলের আদেশ-নিষেধ মেনে কোরআন ও হাদিসের আলোকে দুনিয়ার বুকে জীবন যাপন করেছে। আর যারা তা অমান্য করেছে তারাই জাহান্নামি। আর জাহান্নাম জাহান্নামিদের শাস্তির জায়গা ও দু:খের কারাগার। তবে এমন কিছু আমল আছে, যা মানুষকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তির সন্ধান দিতে পারে।

জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচান। আল্লাহ তায়ালার আদেশও অনুরূপ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘হে মুমিনগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সেখানে রূঢ় স্বভাব ও কঠিন হৃদয়ের ফেরেশতাগণ নিয়োজিত থাকবে, যারা কখনো আল্লাহর কোনো নির্দেশ অমান্য করে না। তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তাই পালন করে।’ (সুরা আত-তাহরীম : ৬) এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে, পিতা-মাতা বা পরিবার প্রধানের প্রথম দায়িত্ব হচ্ছে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। আল্লাহ ও তাঁর রাসুলের আদেশ-নিষেধ মেনে দুনিয়ার জীবন পরিচালনা করলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে। অত:পর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তার পরিবার-পরিজনকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করার ব্যবস্থা করা।

সিমাক ইবনু হারব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘একবার নু’মান ইবনু বাশীর (রা.) জুমুআর খুতবায় বললেন, ‘আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি। শোনো, জাহান্নাম থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি।’ এমনকি কোনো ব্যক্তি যদি দূরের বাজারেও অবস্থান করত, তাহলে এই কথাগুলো সে শুনতে পেত। আর এই পরিস্থিতিতে রাসুল (সা.)-এর চাদর কাঁধ থেকে নিচে তাঁর দুই পায়ের কাছে পড়ে যায়।’ (মুসনাদে আহমাদ : ১৮৩৯৮)। আদি ইবনু হাতেম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক মসলিসে রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা জাহান্নাম থেকে বাঁচো; এরপর তিনি মুখ ফিরিয়ে নিলেন। তারপর আবার বললেন,‘তোমরা জাহান্নাম থেকে বাঁচো।’ এরপর অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন এবং অস্বস্তি প্রকাশ করলেন। এরকম তিন বার করলেন তিনি। তখন আমাদের মনে হলো, যেন তিনি জাহান্নাম দেখছেন। তারপর বললেন, ‘অর্ধেক খেজুর সাদকা করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। কেউ তা-ও না পারলে সে যেন উত্তম কথা বলার দ্বারা জাহান্নাম থেকে বাঁচে।’ (বুখারি : ১৪১৭; মুসলিম : ১০১৬)।

ইসলাম এমন একটি জীবন-দর্শন, যার অন্যতম সৌন্দর্য হলো দান-সাদকা ও মানব কল্যাণ। দান-সাদকা মানুষের উত্তম বিনিয়োগ। নিয়মিত দান-সাদকা করলে জাহান্নাম দূর হয়, জান্নাতের নিশ্চয়তা লাভ হয়। আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত, রাসুল (সা.) বলেন, দানশীল মানুষ আল্লাহর অতিশয় নিকটে থাকেন, মানুষেরও নিকটবর্তী ও জান্নাতেরও কাছে থাকেন। জাহান্নাম তার থেকে দূরে থাকে।’ (তিরমিজি : ৬৯৪)। আল্লাহ তায়ালার ভয়ে দু’ফোটা চোখের পানি ফেলতে পারা গোটা পৃথিবীর প্রশান্তি, পরিতৃপ্তি ও মুগ্ধতার চেয়ে অনেক বেশি উত্তম। যার মূল্য হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি। চোখের পানির কতো মূল্য! এই চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। দুধ দোহন করার পর তা যেমন আর গাভীর ওলানে ফিরিয়ে নেওয়া অসম্ভব। আল্লাহর পথে জিহাদের ধুলোবালি এবং জাহান্নামের আগুন কখনো একত্রিত হবে না।’ (তিরমিজি: ১৬৩৩; মুসনাদে আহমাদ: ১০৫৬৭; মিশকাত: ৩৮২৮)।

মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করলে মানুষ যেমন খুশি হয়, তেমনি মহান আল্লাহও খুশি হন এবং পুরস্কৃত করেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি কি তোমাদের জানিয়ে দেবো না যে, কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম ? যে ব্যক্তি মানুষের কাছাকাছি থাকে, সহজ-সরল স্বভাবের, ন¤্রভাষী ও সদাচারী গুণে গুণান্বিত হয়।’ (তিরমিজি : ২৪৮৮)।

নামাজ শ্রেষ্ঠ ইবাদত। হযরত হানজালা উসাঈদী (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ পাবন্দির সাথে আদায় করে, উত্তমরূপে অজু করে, সময়ের প্রতি খেয়াল রাখে, রুকু-সিজদা ঠিকমতো আদায় করে এবং এভাবে নামাজ আদায় নিজের ওপর আল্লাহতায়ালার হক মনে করে, তবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়া হবে।’ (আহমাদ ঃ ৪/২৬৭)।

পবিত্র কোরআনের শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতে আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ নাম ও গুণাবলিসমূহ আলোচিত হয়েছে। এই আয়াতটি খুবই ফজিলতপূর্ণ। আয়াতুল কুরসি পাঠ করলে মানব জাতির অনেক কল্যাণ সাধিত হয় এবং বিভিন্ন বিপদ-আপদ থেকে বাঁচা যায়। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে। (সুনানে নাসাঈঃ ৫/৩৩৯)। রোজা একটি কল্যাণকর ইবাদত। রোজা ইহকাল ও পরকালে মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। ওসমান (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী, রোজাও তদ্রƒপ জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার ঢাল।’ (নাসায়ি: ২২৩০)। রাসুল (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে, আল্লাহ তায়ালা ওই একদিনের বিনিময়ে তার থেকে জাহান্নামকে ৭০ বছর (পরিমাণ পথ) দূরে রাখবেন। (বুখারি: ২৮৪০)।


বিভাগ : ইসলামী জীবন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এবার হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জায়েদ খান

এবার হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জায়েদ খান

‘রাইসি মারা গেলে বিশ্ব এখন নিরাপদ জায়গা’ মার্কিন কংগ্রেসম্যান

‘রাইসি মারা গেলে বিশ্ব এখন নিরাপদ জায়গা’ মার্কিন কংগ্রেসম্যান

নির্বাচনে জিতলে অভিনয় ছেড়ে দিবেন কঙ্গনা

নির্বাচনে জিতলে অভিনয় ছেড়ে দিবেন কঙ্গনা

রামপুরায় অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

রামপুরায় অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

বিয়ের খবর দিলেন ইধিকা, জানিয়েছেন পাত্রের নাম!

বিয়ের খবর দিলেন ইধিকা, জানিয়েছেন পাত্রের নাম!

মিশা-ডিপজলের বিরুদ্ধে নিপুণের রিট শুনানি পেছাল

মিশা-ডিপজলের বিরুদ্ধে নিপুণের রিট শুনানি পেছাল

যে কারণে যুক্তরাষ্ট্র ভ্রমণে ৩০ ব্যাংকের এমডি

যে কারণে যুক্তরাষ্ট্র ভ্রমণে ৩০ ব্যাংকের এমডি

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহী নিহত

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহী নিহত

শুরু হচ্ছে বঙ্গবাজার মার্কেটের নির্মাণকাজ, ২৫ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শুরু হচ্ছে বঙ্গবাজার মার্কেটের নির্মাণকাজ, ২৫ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে বৃষ্টিতে ধুয়ে গেল প্রার্থীদের নির্বাচনী পোস্টার,থেমে নেই প্রচার

মোরেলগঞ্জে বৃষ্টিতে ধুয়ে গেল প্রার্থীদের নির্বাচনী পোস্টার,থেমে নেই প্রচার

রাবি শিক্ষার্থীকে মধ্যরাতে জোরপূর্বক হল থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ

রাবি শিক্ষার্থীকে মধ্যরাতে জোরপূর্বক হল থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ

ইতিহাস গড়ার পর সিটি ছাড়ার ইঙ্গিত দিলেন গুয়ার্দিওলা

ইতিহাস গড়ার পর সিটি ছাড়ার ইঙ্গিত দিলেন গুয়ার্দিওলা

সৌদি পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ হজযাত্রী

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

বিধ্বস্তের সময় রাইসির হেলিকপ্টারে ছিলেন ৯ জন

বিধ্বস্তের সময় রাইসির হেলিকপ্টারে ছিলেন ৯ জন

আফ্রিকার থেকে কি সোমালিয়ান প্লেট আলাদা হয়ে জুড়তে পারে ভারতে?

আফ্রিকার থেকে কি সোমালিয়ান প্লেট আলাদা হয়ে জুড়তে পারে ভারতে?

আজ থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ

আজ থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ‘সম্পূর্ণ পুড়ে গেছে’, কোনও আরোহী বেঁচে নেই

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ‘সম্পূর্ণ পুড়ে গেছে’, কোনও আরোহী বেঁচে নেই

মহাকাশ ঘুরে আসা উপকরণ নিয়ে গবেষণা করবে চীন

মহাকাশ ঘুরে আসা উপকরণ নিয়ে গবেষণা করবে চীন

পঞ্চম দফায় ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

পঞ্চম দফায় ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে