আল্লাহর জন্য ভালোবাসার অনন্য ফজিলত
০২ মার্চ ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০২ মার্চ ২০২৪, ১২:০২ এএম

পরস্পর ভালোবাসা মানুষের স্বভাবজাত বিষয়। এই স্বভাবজাত ভালোবাসাই ইবাদতে পরিণত হয় যদি তা আল্লাহর জন্য হয়। এজন্য মুমিনমাত্রই একে অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়। ইসলামে আল্লাহর জন্য ভালোবাসার গুরুত্ব এত বেশি যে, এর ওপর ঈমানের ভিত্তি রাখা হয়েছে। রাসূল সা: বলেন, ‘তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ঈমানদার হবে। আর তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দেবো না, যা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে? তা হলো সালামের প্রসার ঘটানো।’ (মুসলিম : ৫৪)।
কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, দিন দিন এই গুণটা একদমই ‘নাই’ হয়ে যাচ্ছে। আজকাল ঠুনকো অজুহাতে, কিংবা ব্যক্তি স্বার্থের কারণে একে অপরকে এড়িয়ে চলে। ছাড়ের মানসিকতা, আল্লাহর জন্য মাফ করে দেয়ার মনোভাবনা আমাদের মধ্যে নেই বললেই চলে। অথচ অপর ভাইকে অগ্রাধিকার দেওয়া, পরস্পর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা’ কে মুমিনের পরিচয় হিসেবে কোরআনে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘মুহাম্মাদ আল্লাহর রাসূল এবং যারা তার সাথী তারা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। কিন্তু নিজেদের মধ্যে পরস্পরে রহমদিল’। (সূরা ফাতাহ: ২৯)।
আল্লাহর জন্য ভালোবাসার অনেক ফজিলত রয়েছে। নিচে সংক্ষিপ্তাকারে ৫ টি ফজিলত উল্লেখ করা হয়েছে। আরশের ছায়ায় অশ্রয় : রাসুল (সা.) বলেন, কিয়ামতের দিন মহান আল্লাহ বলবেন, আমার মহত্ত্বের কারণে একে অপরের প্রতি ভালোবাসা স্থাপনকারীরা কোথায়? আজ আমি তাদের আমার বিশেষ ছায়ায় আশ্রয় দেব। (মুসলিম : ৬৪৪২)। ঈমানের পূর্ণতা পাওয়া যায় : আবু উমামা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আর আল্লাহর জন্য কারো সঙ্গে বিদ্বেষ পোষণ করে এবং আল্লাহর জন্যই দান-খয়রাত করে আবার আল্লাহর জন্যই দান-খয়রাত থেকে বিরত থাকে, সে যেন ঈমান পূর্ণ করল।’ (মিশকাত, হাদিস : ৩০)।
ঈমানি স্বাদ লাভ : আনাস রা. থেকে বর্ণিত, নবী করিম সা. বলেন, ‘যার মধ্যে তিনটি গুণ বিদ্যমান সে ঈমানের স্বাদ পাবে- ক. যে আল্লাহ ও তাঁর রাসূলকে সর্বাধিক ভালোবাসে; খ. যে শুধু আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং গ. আল্লাহ যাকে কুফরি থেকে মুক্তি দিয়েছেন সে কুফরিতে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করে, যেভাবে অপছন্দ করে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে।’ (বুখারি : ৫৮২৭ )।
পরকালে সৎসঙ্গী মিলবে : আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত; তিনি বলেন, এক ব্যক্তি বলল, ‘হে আল্লাহর রাসুল! কেয়ামত কবে সংঘটিত হবে?’ তিনি বললেন, ‘তুমি তার জন্য কি সংগ্রহ করেছ?’ তখন সে বেশি কিছু উল্লেখ করতে পারল না। শুধু বলল, ‘কিন্তু আমি আল্লাহ ও তাঁর রাসুলকে মহব্বত করি।’ তিনি বললেন, ‘তুমি তার সঙ্গেই থাকবে, যাকে তুমি মহব্বত কর।’ (মুসলিম : ৬৪৭১)।
আখেরাতে উচ্চ মর্যাদা পাওয়া যাবে : রাসুল (সা.) বলেন, আল্লাহ তাআলা বলেন, ‘আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা পরস্পরকে ভালোবাসে, তাদের জন্য (পরকালে) থাকবে নূরের মিম্বার, যা দেখে নবী ও শহীদরা ঈর্ষা করবেন।’ (তিরমিজি : ২৩৯০)।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

কুয়েটে ভয়হীন ক্যাম্পাস ও নিরাপদ একাডেমিক পরিবেশের দাবি ছাত্রদলের

হাসিনার আগে জামায়াত, জিয়া ও খালেদার বিচার করতে হবে: আদালতে শাজাহান খান

মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ

দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম

৯৯৯ সহযোগীতা চাওয়ায় গৃহিণীকে মারধরের অভিযোগ

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় হামজার ওপর আক্রমণ প্রতিপক্ষ সমর্থকদের?

আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

‘ভিসি না গেলে আমরা উঠবো না’ - কুয়েটের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

কাশ্মীরে হামলা: ভারত-পাকিস্তান ফের সংঘাতের আশঙ্কা

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জনবল সঙ্কটে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা-৬মাসে ৩২ হাজার পাসপোর্ট প্রত্যাশী

সচিবালয়ে বসে অবৈধ সুযোগ-সুবিধা নিচ্ছে ফ্যাসিবাদের দোসররা : মির্জা আব্বাস

মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে জাইকার সাথে চুক্তি সম্পন্ন

শেরপুরে পাহাড়ি অঞ্চলে বন্যহাতি খেয়ে যাচ্ছে কৃষকের আবাদি আধাপাকা ধান

ঘাটাইলে বিলুপ্তির পথে জনপ্রিয় দেশিফল ‘আনাই’

আনোয়ারায় বিশেষ অভিযানে মাদক ও হামলা মামলার চার আসামি গ্রেফতার

শেরপুরে কোনভাবেই থামছে না অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

মার্কিন সহায়তা হ্রাসে রোহিঙ্গা সংকট আরও জটিল হয়েছে : প্রধান উপদেষ্টা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

মাদক সেবনই কাল হল বুড়িচংয়ের ৩ যুবকের

রাজনগরে হাওরে ধান কাটার ধুম, বৃষ্টির বাগড়া: কৃষকদের চরম দূর্ভোগ