সাহরি ও ইফতারের গুরুত্ব
১৬ মার্চ ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ১২:১৫ এএম

মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বান্দাকে ক্ষমা করার যে কয়টি সুবর্ণ সুযোগ ও উপলক্ষ সৃষ্টি করে দিয়েছেন তাঁর মধ্যে হচ্ছে রমজানুল মোবারক। রোজা অথবা সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয়। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সুস্থ -সবল মুসলমানের জন্য রমজান মাসের প্রতিটি রোজা রাখা ফরজ করে দিয়েছেন। যা অবশ্যই পালনীয়। রোজার প্রস্তুতি ঘোষণা করা হয় সাহরির মাধ্যমে এবং সমাপ্তি ঘোষণা করা হয় ইফতারের মাধ্যমে। তাই আসুন জেনে নেই,সাহরি ও ইফতারের গুরুত্ব ও ফজিলত।
সাহরির গুরুত্ব : রোজা রাখার উদ্দেশ্য মুসলমানরা সুবহে সাদিকের আগে সাহরি খেয়ে থাকেন। রোজা পালনের জন্য সাহরি খাওয়া সুন্নাত ও অধিক পুণ্যের কাজ। ক্ষুধা না থাকলেও সামান্য একটু পানি পান করাকেও সাহরি হিসেবে গণ্য করা হয়। সাহরি খাওয়ার মধ্যে প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) এর সুন্নাহর অনুসরণ করা হয়। অন্যদিকে সাহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখার শক্তি অর্জিত হয়। সাহরি খাওয়া সারাদিন রোজা সুন্দর মতো রাখার জন্য সহায়ক। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) নবী (সা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, সাহরি খাওয়ার মাধ্যমে দিনের রোজা পূর্ণ করার জন্য সাহায্য নাও এবং দুপুরে ঘুমের মাধ্যমে রাতের নামাজের জন্য সাহায্য নাও।’ (ইবনে মাজাহ : ১৬৯৩)।
ক্ষিধে না থাকলে অল্প পরিমাণে হলেও সাহরি খাওয়া উচিত। হযরত আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী (সা.) বলেছেন, ‘সাহরি খাওয়া বরকত। একে পরিত্যাগ করো না, যদিও এক ঢোক পানির মাধ্যমে হয়। আল্লাহ ও ফেরেশতা সাহরি ভক্ষণকারীদের জন্য রহমতের দোয়া করেন।’ (মুসনাদে আহমদ ইবনে হাম্বল : ১১১০১)। আল্লামা ইবনে নুজাইম হানাফি (রহ.) লিখেছেন, হাদিসবিদদের এমন কোনো বক্তব্য আমি স্পষ্টভাবে পাইনি যার দ্বারা প্রমাণ হয় যে, শুধু এক ঢোক পানি পান করার দ্বারা সাহরির সুন্নত আদায় হয়ে যাবে। অবশ্য হাদিসের বাহ্যিক বক্তব্য দ্বারা সাহরি খাওয়ার তাগিদ বোঝা যায়। সাহরিতে যেকোনো খাবার খাওয়া যেতে পারে। তবে সাহরিতে খেজুর খাওয়া খুবই উত্তম। হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত নবী (সা.) বলেছেন, ‘মুমিনের উত্তম সাহরি খেজুর।’ (আবু দাউদ : ২৩৪৫)।
ইফতারের গুরুত্ব : রোজা পালনে ইফতারের গুরুত্বও অপরিসীম। আবার সময় মতো ইফতার করার মধ্যেও রয়েছে অশেষ সওয়াব ও কল্যাণ। খেজুর দ্বারা ইফতার করা সুন্নত। তা না থাকলে কোন মিষ্টি জিনিস দ্বারা ইফতার করবে। তাও না থাকলে পানি বা অন্য কিছু দিয়ে ইফতার করবে। রাসূল (সা.) ইরশাদ করেছেন, তােমাদের কেহ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে। কেননা তাতে বরকত নিহিত রয়েছে। আর যদি খেজুর পাওয়া না যায় তবে যেন পানি দ্বারা ইফতার করে কেননা তা পবিত্র কারী । (তিরমিযি আবু দাউদ)।
হযরত আনাস রা. বর্ণিত তিনি বলেন, নবী করিম সা. মাগরিবের নামাযের পূর্বে কয়েকটি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন, যদি তাজা খেজুর না মিলতাে তবে কয়েকটি শুকনা খেজুর দ্বারা। ইফতার করতেন। যদি তাও না মিলতাে তবে কয়েক ঢােক পানি দ্বারা করতেন। (তিরমিযি ও আবু দাউদ)। প্রিয় রোজাদার ভাই ও বোনেরা চলুন, নবীর তরিকা মত ইসলামের বিধি বিধান মেনে ইবাদত-বন্দেগী পালন করি। বিশেষ করে মাহে রমজানের সাহরি, ইফতার সহ যাবতীয় কার্যকলাপে সম্পূর্ণ মহান আল্লাহ তায়ালার কৃপা লাভের চিন্তা করে পালন করি। তবেই আমাদের দুনিয়া ও আখেরাতের জীবন ধন্য হবে, ইনশাল্লাহ।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দু’জন নতুন ডিএমডি

বাংলাদেশকে গুটিয়ে স্ট্রিকের পাশে মুজারাবানি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিমান বাংলাদেশের যৌথভাবে চালু করলো প্রথম আঞ্চলিক ট্রেজারি সেন্টার

চলমান এসএসসি পরীক্ষায় সখিপুরে বাল্যবিবাহের শিকার ১৮৫ পরীক্ষার্থী

নারায়ণগঞ্জে ৫ লাখ টাকার চোরাই কাঁঠ উদ্ধার, গাড়ি জব্দ

তিতলী-রিমনের নেতৃত্বে ইবি রিপোর্টার্স ইউনিটি

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠন, ২৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ

কুয়েট ভিসির পদত্যাগের দাবি পাবিপ্রবি ইনকিলাব মঞ্চের

বাণিজ্য যুদ্ধ অবসানের ইঙ্গিত মার্কিন অর্থমন্ত্রীর

চীনের ৩ হাসপাতাল নিয়ে কেন এত কাড়াকাড়ি?

টাকা ছাড়া কাজ করে না কালীগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিস

কুমিল্লায় গ্যাস ফিল্ডের ডিজিএমের বিরুদ্ধে মাটি গাছ ও যন্ত্রাংশ বিক্রির অভিযোগ

উপকূল ও নদী তীরবর্তী অঞ্চল এবং সুন্দরবনের সার্বিক নিরাপত্তায় অসামান্য অবদান রেখে চলছে কোস্ট গার্ড

ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুটির দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম

কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালো ইবি শিক্ষার্থীরা

রায়পুরে স্বেচ্ছাসেবকদল কর্মী জসিম হত্যা মামলার ১৪ আসামি গ্রেপ্তার

শার্শায় জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-ভাংচুর-মারপিট, নারীসহ আহত ২

ভারতীয় দূতাবাসের অভিমুখে খেলাফত মজলিসের গণমিছিল

পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

আইপিএলে ওয়ার্নারের যে রেকর্ড ভাঙলেন রাহুল