অসুস্থতায় মুমিনের গুনাহ মাফ হয়
১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
সুস্থতা-অসুস্থতা মানবজীবনের অনুষঙ্গ। সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত। আর অসুস্থতা কারো জন্য শাস্তি,কারো জন্য পরীক্ষা আবার কারো জন্য গুনাহ মাফের উপায় ও মর্যাদা বৃদ্ধির কারণ। সুস্থতায় আল্লাহর শোকর আদায় করতে হয়। আর অসুস্থতায় ধৈর্যধারণ করে আল্লাহর নিয়ামতের অনুভব করতে হয়। অসুস্থতার মাধ্যমে আল্লাহ বান্দাকে পরিশোধন করে থাকেন। বান্দার যখন পাপ বেড়ে যায় আর তার পাপ মোচন করার জন্য সে যখন কোনো আমল না করে তখন বান্দার কল্যাণের জন্যই আল্লাহ তাআলা তাকে দুঃখ-কষ্ট, অসুস্থতা ও ছোট ছোট বালা-মুসিবত দিয়ে থাকেন। যারা ধৈর্যের সঙ্গে এই অসুস্থতার নিয়ামত গ্রহণ করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে বান্দার গোনাহসমূহ ক্ষমা করে তাঁর মর্যাদা বুলন্দ করে দেন।
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। (বুখারি : ৫৬৪১)। সুস্থতার নিয়ামত একজন অসুস্থ ব্যক্তিই ভালো জানেন। একবার ঘুরে দেখে আসুন যেকোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে, সেখানে গেলে কঠিন হৃদয়ও নরম হয়ে যায়।
কারণ, হাসপাতালে এমন কিছু রোগী আছে, যাদের দেখলে নিজের প্রতিটি অঙ্গের কথা অটোমেটিক স্মরণ হয়ে যায়! মনে হয়ে যায় আমার আল্লাহ আমাকে কতটা সুখে রেখেছেন, সুস্থ রেখেছেন। কত ধরনের নেয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? (সূরা আর রহমান)। মানুষ খুব দ্রুত অতীতের কথা ভুলে যায়। পবিত্র কুরআনেও এ বিষয়টি বর্ণিত হয়েছে, মানুষকে যখন বিপদ স্পর্শ করে তখন শুয়ে-বসে-দাঁড়ানো অবস্থায় আমাকে ডাকতে থাকে। আর যখন তাকে বিপদ মুক্ত করে দেই তখন এমনভাবে চলে যায় যেন সে বিপদে পড়ে আমাকে ডাকেইনি। (সূরা ইউনুস : ১২)।
আল্লাহ তাআলা মাঝে শারীরিক ও মানসিক অসুস্থতায় ফেলে আমাদেরকে পরিশুদ্ধ করে তুলেন ও প্রাপ্ত নিয়ামতের কৃতজ্ঞতা পালনের তাগিদ দেন। আমরা অধিকাংশ সময়ই ভুলে যায় যে, আমাদের শারীরিক শক্তি ও সুস্থতা, প্রতিভা ও যোগ্যতা আমাদের নিজের ক্ষমতাবলে পাওয়া নয়; বরং তা মহান রবের দান। তিনিই দিয়েছেন, চাইলে আবার ছিনিয়েও নিতে পারেন। তাছাড়া মানুষের শক্তি, সুস্থতা ও যোগ্যতার ব্যবহারও আল্লাহ তাআলার দয়া ও তাওফিকের উপর নির্ভরশীল।
আল্লাহ তা’আলা বলেন : বল! রাতে ও দিনে দয়াময় আল্লাহ তা’আলা ছাড়া আর কে তোমাদের রক্ষণাবেক্ষণ করবে। (সূরা আম্বিয়া : ৪২)। দুনিয়ায় কিছু রোগব্যাধি আছে, যারা সেই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তারা শহীদের মর্যাদা লাভ করতে পারে। রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি ছাড়াও আরো সাতজন ‘শহীদ’ আছেন। তারা হলেন, মহামারিতে মৃত (মুমিন) ব্যক্তি, পানিতে ডুবে মৃত ব্যক্তি, ‘জাতুল জাম্ব’ (নানা ধরনের পেটের রোগ, যেমন—গর্ভে সন্তান মরে যাওয়া ইত্যাদি) নামক কঠিন রোগে মৃত ব্যক্তি, (কলেরা, ডায়রিয়া বা অনুরূপ) পেটের পীড়ায় মৃত ব্যক্তি, আগুনে পুড়ে মৃত ব্যক্তি, দেয়াল ধসে চাপা পড়ে মৃত ব্যক্তি, অন্তঃসত্ত্বা অবস্থায় মারা যাওয়া নারী।’ (আবু দাউদ : ৩১১১)।
সুতরাং আমাদের উচিত অসুস্থতায় আল্লাহর নিকট তাওবা ইস্তেগফার ও সুস্থতার জন্য দোয়া করা। অসুস্থদের প্রতি আল্লাহর অনুগ্রহ হচ্ছে অসুখ হলে আল্লাহ ঈমানদারদের গুনাহ মাফ করে মর্যাদা বৃদ্ধি করে দেন। মুমিনের বিশ্বাস হচ্ছে, সে যে অবস্থায়ই থাকুক তার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। হাদিসে এসেছে, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যের! তার সব অবস্থাতেই কল্যাণ থাকে।এটি শুধু মুমিনেরই বৈশিষ্ট্য যে, যখন সে আনন্দ করে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে এবং যখন সে কষ্ট থাকে তখন সবর করে। আর উভয় অবস্থায় তার জন্য কল্যাণ বয়ে আনে। অতএব অসুস্থতায় হতাশ ও পেরেশান না হয়ে ধৈর্যধারণ করা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়