তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন কি এরদোগানের শেষের শুরু?
১৭ এপ্রিল ২০২৩, ০৮:১৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৫৬ পিএম
তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচন ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। দুই দশক ক্ষমতায় থাকার পর এবারই তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতে নির্বাচনে লড়াই করবেন। তুর্কি রাজধানীর একটি নির্বাচনি জেলার এক তরুণ ভোটার বলেন, তুরস্কের জন্য এরদোগান পিতৃতুল্য ব্যক্তি। ২০ বছর ধরে তিনি দেশ পরিচালনা করছেন। আমি মনে করি না যে তাকে দেশ পরিচালনা থেকে সরানো অসম্ভব। কিন্তু তার বিরোধীদের মধ্যে এমন কোনও নেতা নেই যিনি তার স্থান নেবেন। অপর এক তরুণ ভোটার দীর্ঘদিন ধরে তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টি (সিএইচপি)-এর সমর্থক। কান নামের এই ভোটার বলেছেন, এরদোগান খুব ভালো দেশ পরিচালনা করেছেন বলে আমার মনে হয়। আমি চাই ক্ষমতায় যারা আছেন তারা মানুষের কথা শুনুন। আমি আসলেই মনে করি এবার এরদোগানের পতন হতে পারে অথবা অন্তত আমি এমনটি আশা করি। জনমত জরিপে দেখা গেছে, এবারের নির্বাচনে এরদোগানকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলু। সাবেক হিসাবরক্ষক এই আমলা জরিপে কিছুটা এগিয়ে রয়েছেন। তুরস্কের বিরোধিরা ছয়টি দলের একটি জোট। এর নেতৃত্বে রয়েছে কিলিকদারোগলু। তাদের মূল লক্ষ্য হলো এরদোগানকে ক্ষমতা থেকে উৎখাত করা। তারা মনে করছেন, দেশ যে সংকটের মধ্যে রয়েছে তাতে করে এরদোগানকে পরাজিত করা তাদের জন্য সহজ হবে। অর্থনৈতিক সংকট ও বিপর্যয়কর ভূমিকম্পে দেশটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যা এরদোগানের জন্য ইতিবাচক নয়। রাজধানী আঙ্কারার এক বয়স্ক ভোটার হাসান বলেছেন, জীবনে প্রথমবারের মতো তিনি একেপি বা এরদোগানকে ভোট দেবেন না। কারণ তারা আমার সব টাকা-পয়সা কেড়ে নিয়েছে। এখানে আমরা যে কাপড় বিক্রি করছি তা পাইকারি দামে কিনতে আমাদের আগের চেয়ে পাঁচগুণ বেশি দিয়ে কিনতে হচ্ছে। আমার ভাড়া বেড়েছে দ্বিগুণের বেশি। ডেমোক্র্যাসি অ্যান্ড প্রগ্রেস পার্টির নেতা ইব্রাহিম জানাকসি মনে করেন, অর্থনীতির পরিস্থিতি স্পষ্ট, মূল্যস্ফীতি, দারিদ্র। প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থায় এগুলোর অবনতি হয়েছে। এরদোগান মন্ত্রীদের এবং বিদেশি সংস্থাকে দায়ী করে আসছেন। কিন্তু মানুষ এখন স্পষ্ট দেখতে পাচ্ছে এটি একজনের শাসিত ব্যবস্থা। ফলে এই ফলাফলের জন্য শুধু এক ব্যক্তি দায়ী। দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোগান ও তার একেপি পার্টিকে নির্বাচনে পরাজিত করা সহজ কাজ হবে না বিরোধীদের। অনেক জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এরদোগানবিরোধীরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই হবে হাড্ডাহাড্ডি। প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে জয়ী না হলে প্রতিশ্রুতি মোতাবেক সংবিধান সংশোধন করতে পারবে না বিরোধীরা। এক্ষেত্রে পার্লামেন্টে একেপি পার্টি জয়ী না হলেও এরদোগান যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনি ক্ষমতা আরও নিজের কুক্ষিগত করতে পারেন। এতে করে বিরোধীরা কোনও সুফল পাবে না। তবে কিলিকদারোগলুর এক সহকারী ও এক নিষ্ঠ সমর্থক ওনুরসাল আদিগুজেল বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের জন্য পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার চেয়ে এরদোগানকে প্রেসিডেন্ট নির্বাচনে হারানো সহজ হতে পারে। দুই বছর আগে কিলিকদারোগলুকে এরদোগানের কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হতো না। কিন্তু এখন তিনি জরিপে শীর্ষস্থানে রয়েছেন। সর্বোপরি তিনি হলেন এমন ব্যক্তি যিনি তুরস্কে শান্তি স্থাপন করতে পারবেন। তিনি এরদোগানের মতো বিভাজনের ভাষা ব্যবহার করছেন না। পরিবর্তনের জন্য এরদোগানের বিকল্প হিসেবে কিলিকদারোগলুকে সামনে আনছেন দল ও সমর্থকরা। ইব্রাহিম জানাকসি বলেন, এরদোগান হারবেন এবং কিলিকদারোগলু নির্বাচনে জয়ী হবেন এই বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। দ্য গার্ডিয়ান।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন
বেগমগঞ্জে জুমার নামাজ শেষে ফেরার পথে বিএনপি কর্মিকে গুলি ও জবাই করে হত্যা
নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে: আমিনুল হক
সাংবাদিক বশিরসহ জনবাণী’র সম্পাদকের উপর হামলার ঘটনায় ডিআরইউ-র্যাকের উদ্বেগ
রামগতিতে ভিক্ষুকের জমি রেজিস্ট্রি না দেয়ায় লাশ দাফনে বাঁধা
র্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক তাবারুল
রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর ২ সিনিয়র কর্মকর্তা
ব্রাহ্মণপাড়ায় আলোচিত শফি উল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
ফরিদপুরের ধলার মোড়ে ৮ম ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
খালেদ মুহিউদ্দীনকে কী পাঠ পড়ালেন ড. আলী রীয়াজ
জানুয়ারিতে আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
আটঘরিয়ায় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে আলোচনা সভা ও মিছিল
আগে মানুষকে স্বস্তি দিতে হবে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
মহাবিশ্বের সুদূর পারে মিলল অতিকায় মহাসাগরের সন্ধান
‘সচিবালয়ে আগুন প্রমাণ করে দুস্কৃতিকারীরা সক্রিয়, সরকারকে আরো সতর্ক হতে হবে’
নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের পণ্যবাহী ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
মাহমুদুর রহমান’কে হত্যাচেষ্টা মামলার অগ্রগতি শুন্য
সচিবালয়ে আগুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চক্রান্ত: ইউট্যাব
মির্জাপুরে ঘর ভেঙে দিয়ে সরকারি জমি উদ্ধার
নামাজ পড়ে সাইকেল উপহার পেলো ৫৬ শিশু
দৌলতদিয়ায় আগুনে গবাদি পশুসহ বাড়ি পুড়ে ছাই