বাহরি ও খার্তুমে ধর্ষণের শিকার হচ্ছে নারীরা
১৫ জুন ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১১:৪৯ পিএম

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত শুরুর পর শত শত মানুষ নিহত হয়েছে। ঘরছাড়া হয়েছে ১০ লাখের বেশি মানুষ। সেখানে রীতিমতো মানবিক বিপর্যয় চলছে। সুদানের মানুষের দৈনন্দিন জীবনের পরিস্থিতি নিয়ে বিবিসি আরবি ভাষার বিশেষ অনুষ্ঠান ‘লি সুদান সালাম’-এ অনেক মানুষ মোবাইলে বার্তা পাঠিয়েছেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি সেখানে বলা হয়েছে, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে নারী ও কিশোরীরা ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগীদের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন। বাহরি এলাকায় কয়েকটি হাসপাতালে কাজ করা একজন চিকিৎসক বলেছেন, ‘আমরা তিনজন নারীর সঙ্গে কথা বলতে পেরেছি। তারা ধর্ষিত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আরো দুজন ভুক্তভোগী নারীর কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি।’সুদানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি একটি ইউনিটের পরিচালক সালিমা ইসহাক। তিনি বলেছেন, ধর্ষণের বেশির ভাগ ঘটনাই ঘটেছে বাহরিতে। যেসব কম বয়সী মেয়ে তাদের কাছে গেছে, তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। সালিমা বলেন, ‘প্রকৃতপক্ষে যত নারী ধর্ষণের শিকার হয়েছে, তাদের মধ্যে একেবারেই অল্পসংখ্যক আমাদের কাছে এসেছে। তারা প্রকৃত সংখ্যার মাত্র ২ শতাংশ হতে পারে। বিবিসিএ খবর জানায়। অপরদিকে, সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলছে তীব্র সংঘাত। দেশটিতে ‘গণহত্যার’ জন্য জনসম্মুখে সুদানের আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কে দায়ী করেছিলেন পশ্চিম দারফুরের গভর্নর খামিস আবাকার। এ ঘটনার পরপরই বুধবার অপহরণ করে হত্যা করা হয় তাকে। সুদানের দারফুর অঞ্চলের গভর্নর মিনি আর্কো মিনাউই জানিয়েছেন, একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খামিস আবাকারকে হত্যা করা হয়। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘অসংখ্য বেসামরিক জনগণ মারা যাচ্ছে।’ খামিসের মৃত্যুর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। তবে, সরকারি ২ সূত্র জানিয়েছে, এ হত্যার পেছনে আরএসএফ দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, আরএসএফ ইউনিফর্ম পরিহিত একদল লোক উঠিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এমন ‘নৃশংস কাজের’ জন্য সুদানের সেনাবাহিনীও দায়ী করছে আরএসএফকে। সেনাবাহিনী থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “এই হত্যাকাÐটি আরএসএফ-এর বর্বর অপরাধের রেকর্ডে একটি ‘নতুন অধ্যায়’ যোগ করলো।” বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আধাসামরিক বাহিনী আরএসএফ। প্রায় ২ মাস ধরে সুদানের পশ্চিম অংশ সংঘর্ষে উত্তাল। সেনাবাহিনী ও আরএসএফের এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক জনগণ, দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দেশটির খার্তুম, কর্দোফান ও দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে শোচনীয়। বিবিসি, আল-জাজিরা, রয়টার্স।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা

রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল নাসের

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নারীবান্ধব পাবলিক টয়লেট

মেডিক্যাল ট্যুরিজম

প্রেসার গ্রুপের ভালো-মন্দ

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

প্রশ্ন : মরণোত্তর চক্ষুদান বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দান কি শরীয়ত সমর্থন করে?

মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্রে

খালেস নিয়তে আমল করলে প্রতিদান সুনিশ্চিত

ঈদ আসে-ঈদ যায়, স্মৃতিটুকু রয়ে যায়

ইসলামের দৃষ্টিতে পরোপকারের গুরুত্ব ও ফজিলত

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

কৃষক জজ মিয়ার মৃত্যু নিয়ে রহস্য

সরিষাবাড়ীতে বিএনপি’র দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

কনস্টেবলকে মারধরের অভিযোগ