লক্ষাধিক নারী উবার চালাচ্ছেন সউদীতে
২৭ জুলাই ২০২৩, ০৮:৩০ পিএম | আপডেট: ২৮ জুলাই ২০২৩, ১২:০২ এএম

সউদী আরবে ‘উবার’-এর ট্যাক্সি সেবা দেওয়া প্রতিষ্ঠানটি অর্থনৈতিক স্বাধীনতা এবং নিরাপত্তা বিষয়ে নারী চালকদের মনোভাব সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে দেশটির নারীদের ক্ষমতায়নের একটি আশাবাদী ফলাফল দেখা গেছে। বলা হয়েছে, প্রতিষ্ঠানটির জরিপে অংশ নেওয়া ৭৬ শতাংশেরও বেশি নারী উবার চালানোর কারণ হিসেবে আর্থিক স্বাধীনতার বিষয়টিকেই সবার ওপরে রেখেছেন। মূলত সউদী আরব ও মিশর- এই দুই দেশের নারী চালকদের নিয়ে জরিপটি পরিচালিত হয়েছিল। জরিপে অংশ নেওয়া নারীদের মধ্যে ৫৬ শতাংশ জানিয়েছেন, উবার চালিয়ে তারা তাঁদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করছেন। সবচেয়ে বড় বিষয় হলো- উত্তরদাতাদের মধ্যে ৭৭ শতাংশ নারীই দাবি করেছেন, তারা উবার চালাতে কোনো সমস্যায় পড়ছেন না বরং যথেষ্ট নিরাপদ বোধ করছেন। আরেকটি বিষয় হলো- সউদী আরবে যেসব নারী উবার চালক রয়েছেন তাঁদের জন্য একটি বিশেষায়িত ফিচার রয়েছে। এই ফিচার ব্যবহার করে ইচ্ছা করলে তারা শুধু নারী যাত্রীদের কল রিসিভ করতে পারেন। নারী চালকদের অর্ধেকেরও বেশি জানিয়েছেন, উবার চালিয়েই তারা তাঁদের ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিতে চান। এ বিষয়ে বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিশন-২০৩০ বাস্তবায়ন প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে উবার নারী চালকদের জন্য আর্থিক সুযোগ, নমনীয়তা এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা প্রদানের মাধ্যমে নারীদের অগ্রগতি, ক্ষমতায়ন এবং সমর্থন অব্যাহত রেখেছে সউদী রাজতন্ত্র। উসুল নামে ভর্তুকিযুক্ত একটি ‘নারী ক্ষমতায়ন কর্মসূচি’ ২০১৭ সালে চালু করেছে উবার। এর মাধ্যমে ২০২১ সালের মধ্যে ১ লাখ ২০ হাজারের বেশি নারী চালক প্রায় ২ কোটি উবার ট্রিপ সম্পন্ন করেছেন। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে সউদী আরবে নারী শ্রমের অংশগ্রহণ ৩৭ শতাংশে উন্নীত হয়েছে। উবার সউদী আরবের মহাব্যবস্থাপক মোহাম্মদ আল-জুরাইশ বলেছেন, ‘আমরা সউদী আরবে নারীদের আর্থিক স্বাধীনতা এবং ক্ষমতায়নকে সমর্থন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরে গর্বিত। আমরা দেখছি, যেসব নারী উবার চালাচ্ছেন তাঁদের বয়স ২১ থেকে ৪৬ বছরের মধ্যে।’ আরব নিউজ।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা

রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল নাসের

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নারীবান্ধব পাবলিক টয়লেট

মেডিক্যাল ট্যুরিজম

প্রেসার গ্রুপের ভালো-মন্দ

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

প্রশ্ন : মরণোত্তর চক্ষুদান বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দান কি শরীয়ত সমর্থন করে?

মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্রে

খালেস নিয়তে আমল করলে প্রতিদান সুনিশ্চিত

ঈদ আসে-ঈদ যায়, স্মৃতিটুকু রয়ে যায়

ইসলামের দৃষ্টিতে পরোপকারের গুরুত্ব ও ফজিলত

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

কৃষক জজ মিয়ার মৃত্যু নিয়ে রহস্য

সরিষাবাড়ীতে বিএনপি’র দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

কনস্টেবলকে মারধরের অভিযোগ