সউদী আরবের প্রথম রাষ্ট্রদূতকে স্বাগত জানাল ফিলিস্তিন
১৩ আগস্ট ২০২৩, ০৯:৪৩ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ফিলিস্তিনের জন্য প্রথমবারের মতো একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সউদী আরব। আর এরপরই ওই রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। শোনা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটি ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চিন্তাভাবনা করছে। আর এর মধ্যেই ফিলিস্তিনের জন্য রাষ্ট্রদূত নিয়োগ করল সউদী আরব। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, জর্ডানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি শনিবার একজন অনাবাসিক দূত হিসেবে রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্রের একটি অনুলিপি পেয়েছেন। নায়েফ আল-সুদাইরি বর্তমানে জর্ডানে সউদী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এখন থেকে তিনি জেরুজালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন।
আল-খালিদি বলেছেন, গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ শক্তিশালী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরালো করতে অবদান রাখবে যা দুই দেশ এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আবদ্ধ করবে।
এদিকে দূত নিয়োগের বিষয়টিকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন সউদী রাষ্ট্রদূত। সউদীর রাষ্ট্র-অধিভুক্ত আল-এখবারিয়া চ্যানেলে সম্প্রচারিত ভিডিওতে তিনি বলেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের ভাইদের সাথে সম্পর্ক জোরদার করতে এবং সমস্ত ক্ষেত্রে কাজ আরও গতিশীল করতে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যে আকাক্সক্ষা রয়েছে’ এই পদক্ষেপ সেটিই তুলে ধরছে।
আল জাজিরা বলছে, ফিলিস্তিনি অঞ্চলের ফাইল ঐতিহ্যগতভাবে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত সউদী আরবের দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। ফিলিস্তিনি বিশ্লেষক তালাল ওকাল বলেছেন, নতুন এই নিয়োগটি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সউদী আরবের আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের দিকে একটি পদক্ষেপ।
ওকাল বলছেন, ‘সউদী আরব যে একটি সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্রে ফিলিস্তিনিদের অধিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, এই পদক্ষেপ সেই বিষয়ে একটি বার্তাও।’
সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র যখন ইসরাইল-সউদী সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে ঠিক তখনই রাষ্ট্রদূতের নিয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন, ইসরাইলি এবং সউদী কর্মকর্তারা অবশ্য বলেছেন, এই ধরনের যেকোনও চুক্তিতে পৌঁছানো এখনও অনেক বাকি। কারণ দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি অভিযান থেকে শুরু করে সউদী আরবের পারমাণবিক শক্তিন উন্নয়ন পর্যন্ত বেশ কিছু ইস্যু ইসরাইল ও সউদীর সম্পর্ক স্বাভাবিক করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
রিয়াদ বারবার বলেছে, ফিলিস্তিনিদের সাথে সংঘাতের সমাধান না হওয়া পর্যন্ত ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন না করার যে কয়েক দশকের পুরোনো নীতি আরব লীগের রয়েছে এখনও সেই অবস্থানেই থাকবে তারা। তবুও সউদী-ইসরাইল পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সাম্প্রতিক মাসগুলোতে রিয়াদ এবং ওয়াশিংটন আলোচনা করেছে। এর মধ্যে নিরাপত্তার নিশ্চয়তা এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তার মতো বিষয়গুলোও রয়েছে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন গত বৃহস্পতিবার বলেছেন, ‘ইসরাইল ও সউদী আরবের মধ্যে শান্তি এখন সময়ের ব্যাপার’। সূত্র : আল জাজিরা।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম