অবৈধ তকমা দিয়ে ভাঙা হলো মসজিদ-মাদরাসা, কারফিউ
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
কিছুদিন আগেই ভারতের নয়াদিল্লিতে ভেঙে ফেলা হয়েছে কয়েক শতাব্দী প্রাচীন একটি মসজিদ। ওই ঘটনার রেশ না কাটতেই এবার উত্তরাখ-ে একটি মসজিদ ও মাদরাসা ভাঙার খবর পাওয়া গেছে। আর তা সামনে আসতেই ছড়িয়ে পড়েছে সহিংসতা, যাতে নিহত হয়েছেন চারজন। এছাড়া আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে জানানো হয়, সহিংসতার জেরে উত্তরাখ-ের নৈনিতালের হলদোয়ানিতে জারি করা হয়েছে কারফিউ। এছাড়া স্কুল বন্ধের পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেয়া হয়েছে। উত্তরাখ-ের হলদোয়ানিতে একটি ‘অবৈধ’ মাদরাসা এবং সংলগ্ন মসজিদ ভেঙে ফেলার পর ব্যাপক সহিংসতায় চারজন নিহত এবং আরও ২৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটনাটি সামনে আসার পর সহিংসতা শুরু হলে শহরটিতে কারফিউ জারি করা হয়। এছাড়া ‘দাঙ্গাকারীদের’ দেখামাত্র গুলি করার আদেশ জারি করা হয়েছে। আদালতের আদেশের পর বিপুল সংখ্যক পুলিশসহ সরকারি কর্মকর্তাদের একটি দল ওই এলাকায় একটি মাদরাসা এবং সংলগ্ন মসজিদটি ভেঙে ফেলার কাজ শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ ওই মাদরাসা ও মসজিদকে ‘অবৈধ’ বলে গণ্য করার পর সেটি ভেঙে ফেলা হয়। স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, বিক্ষুব্ধ জনতা কর্মকর্তাদের দিকে পাথর নিক্ষেপ করে এবং জবাবে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে থানার বাইরে গাড়িতে আগুন দেয়ায় সহিংসতা বেড়ে যায় এবং আইনশৃংখলা পরিস্থিতির আরও অবনতি হয়। জ্যেষ্ঠ পুলিশ সুপার প্রহ্লাদ মীনা বলেছেন, ‘আদালতের নির্দেশ মেনে ওই মাদরাসা ও মসজিদ ভাঙা হয়েছে।’ এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কয়েক শতাব্দী প্রাচীন আকঞ্জি মসজিদ ভেঙে ফেলা হয়। গত ৩০ জানুয়ারি মেহরাউলিতে অবস্থিত মসজিদটি ভেঙে ফেলা হয় বলে জানায় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। আকঞ্জি মসজিদের তত্ত্বাবধানকারীদের মতে, মসজিদটি প্রায় ৬০০ বছরের পুরনো। মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জাফর সেসময় এএফপিকে জানান, মসজিদটি রাতের অন্ধকারে ধ্বংস করা হয়েছে। এর আগে তারা কোনো নোটিশ পাননি। স্থানীয়দের দাবি, মসজিদটি রাজিয়া সুলতানার শাসনামলে নির্মিত হয়েছিল, যা প্রায় ৬০০-৭০০ বছরের পুরনো। জ্যেষ্ঠ পুলিশ সুপার প্রহ্লাদ মীনা জানান, আদালতের আদেশ মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুলডোজার দিয়ে মসজিদ ও মাদ্রাসার কাঠামোগুলো ভাঙা শুরু করার পর নারীরাসহ উত্তেজিত এলাকাবাসী প্রতিবাদে রাস্তায় নেমে আসে। তারা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। পুলিশ, পৌরসভার কর্মী ও সাংবাদিকদের দিকে পাথর ছুড়তে থাকে ও বিভিন্ন সম্পত্তি ভাংচুর করে জনতা। তারা ২০টিরও বেশি মোটরসাইকেল ও পুলিশের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। নৈনিতালের জেলা হাকিম বন্দনা সিং বলেন, “পুলিশ কাউকে উত্তেজিত করেনি, তার হামলার শিকার হয়েছে। একটি থানায় ভাংচুর চালানো হয়েছে এবং দাঙ্গাকারীরা পুলিশ সদস্যদের থানার ভেতরে পুড়িয়ে মারার চেষ্টা করেছে।” উত্তরাখ-ের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, আদালতের আদেশ পাওয়ার পর উচ্ছেদ অভিযান চালানোর জন্য একটি দলকে ওই এলাকায় পাঠানো হয়েছিল। ওই এলাকার ‘সমাজবিরোধীরা’ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। শৃঙ্খলা ফিরিয়ে আনতে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে জানিয়ে ধামী শান্তি বজায় রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এনডিটিভি, এএফপি।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন
বিকিনি নয় মনোকিনি পরে অভিনেত্রীর স্কাই ড্রাইভিং
বিমানবন্দর থানায় যোগ দিলেন নারী ওসি
চাকরিবিধি লঙ্ঘনের দায়ে আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : নাহিদ ইসলাম
সোমালিয়ায় নতুন মিশন অনুমোদন ইউএন-এর
জাসদ নেতা ও সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টু অস্ত্রসহ গ্রেপ্তার
নতুন বছরের বন্দি বিনিময়ের আশায় ইউক্রেন
রামগতি-কমলনগরে চলছে ৫৮ টি অবৈধ ইটভাটা সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি প্রশাসনের
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং
সদরপুরে হেরোইনসহ দুই যুবক আটক
নিউইয়র্কে কারাগারে বন্দি হত্যার ভিডিও প্রকাশ, তদন্ত শুরু
জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়-হারুনুর রশিদ
সড়ক দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু
'মলম' ময়ূখ বিধ্বস্ত তারেকের যুক্তির কাছে: অতঃপর পলায়ন!
হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত?
দেশবাসীকে আশ্বস্ত করছি, আমরা বসে নেই: পিনাকী ভট্টাচার্য
৪১ বছর ইমামতি করা ইমামকে রাজকীয় বিদায়
ট্রাম্পের সমর্থকদের মধ্যে বিদেশি কর্মী, ভিসা নিয়ে বিতর্ক
আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
মাদারীপুরের মুখে গামছা বাঁধা অবস্থায় শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ রুখে দিবে: মিজানুর রহমান আজহারী