গাজায় সর্বাত্মক যুদ্ধের বিরুদ্ধে বিশ্বনেতাদের হুঁশিয়ারি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম

লেবাননে ‘সর্বাত্মক যুদ্ধে’ জড়িয়ে পড়া থেকে ইসরাইলকে বিরত রাখতে জাতিসংঘে একজোট হয়েছেন বিশ্বনেতারা। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘খাদের কিনারায়’ রয়েছে উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দেন। আন্তর্জাতিক কূটনীতির সর্বোচ্চ প্রান্তে অবস্থানকারী জাতিসংঘ সাধারণ পরিষদে বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে। লেবাননের সরকারি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ইসরাইলি হামলায় সেখানে ৫৫৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে ৫০ জন শিশু। যুদ্ধপূর্ণ এই পরিস্থিতির প্রেক্ষাপটেই বিশ্বনেতারা জাতিসংঘে এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় সে লক্ষ্যে তাদের বক্তব্য তুলে ধরছেন। জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া তার বিদায়ী বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘সর্বাত্মক যুদ্ধ কারও স্বার্থেই হতে পারে না। যদিও পরিস্থিতি বেশ অবনতির দিকে, কিন্তু আমি মনে করি এখনও কূটনৈতিক উপায়ে এর একটি সমাধান সম্ভব।’ বুধবার অনুষ্ঠিতব্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনকে সামনে রেখে বাইডেন বলেন, ‘লেবানন ও ইসরাইল দুই দেশের সীমান্তে অবস্থানকারী বাসিন্দাদের নিরাপদে তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার বিষয়টি অনুমোদন দেওয়াই এখন দীর্ঘস্থায়ী নিরাপত্তা প্রদানের একমাত্র পথ।’ এদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিব প্রেসিডেন্ট জো বাইডেনের এরকম মন্তব্যের বিষয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, তার বক্তব্যে লেবাননের বিষয়টিতে সমাধানের কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইসরাইলি হামলায় পাঁচ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অধিবেশনের শুরুতে দেওয়া তার বক্তব্যে বলেন, ‘লেবানন পরিস্থিতির অবনতিতে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। লেবানন খাদের কিনারায় রয়েছে।’ তবে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, তারা লেবাননে স্থল অভিযানের ব্যাপারে আগ্রহী নয়। তিনি বলেন, ‘আমরা চাই না, আমাদের ছেলেরা বিদেশে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ুক।’ তবে এখনও এ বিষয়টি পরিষ্কার নয়, ২০২৩ সাল থেকে মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় চলতে থাকা ইসরাইলের অবিরাম বোমাবর্ষণ ও স্থল অভিযান থামাতে কোনো যুদ্ধবিরতিতে পৌঁছাবে কি না কিংবা লেবাননে উত্তেজনা কমাতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের সমাপ্তি টানতে বিশ্বনেতাদের উদ্যোগী হতে বলেছেন। এদিকে, এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ কাতার গাজায় যুদ্ধবিরতির আলোচনায় প্রতিবন্ধকতা তৈরি জন্য ইসরাইলকে দোষারোপ করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান পুরো অঞ্চলকে যুদ্ধে জড়িয়ে ফেলার জন্য ইসরাইলকে দায়ী করে বলেছেন, ‘গাজায় কেবল শিশুরাই মারা যাচ্ছে না, জাতিসংঘের নেওয়া ব্যবস্থাও মারা যাচ্ছে।’ জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে লেবানন পরিস্থিতি আরেকটি গাজা যুদ্ধের দিকে মোড় নিচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, ইসরাইলের অবশ্যই নিজেকে রক্ষায় অধিকার রয়েছে, তবে তা কখনোই তার সামরিক বাহিনীর মাধ্যমে বেসামরিক লোকজনের ওপর শাস্তি প্রয়োগের মাধ্যমে নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরাইলের বিরুদ্ধে বিবেকহীন ও বোধগম্য নয়, এমন অকার্যকর তৎপরতার জন্য জাতিসংঘের সমালোচনা করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি লেবাননে সংঘাত ক্রমশ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ক্রমশ বাড়তে থাকা এই সংঘাত একটি বড় ধরনের আঞ্চলিক বিরোধ তৈরি করতে পারে।’ রয়টার্স, বিবিসি।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

বিএনপি নেতা এডভোকেট মামুন মাহামুদ মিয়ার পিতার ইন্তেকাল

স্বৈরাচারমুক্ত বাংলায় স্বস্তির ঈদ উদযাপন, নতুন মাত্রায় পাপেট বিতর্ক

রহস্যজনক নিখোঁজদ সেই ৩ মার্কিন সেনার সন্ধান

ঈদের ছুটিতে ভাষা শহীদ রফিক সেতুতে উপচে পড়া ভিড়

সাভারে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

পুলিশের গুলিতে শহীদ রাসেলের পরিবারের পাশে হাসনাত আব্দুল্লাহ

পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা জাপানে, ৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে

চুয়াডাঙ্গায় ডিসকাউন্ট নিয়ে বিরোধ, সিঙ্গার শোরুমে মারধর; ছাত্রদল নেতা মোমিন মালিতার বিরুদ্ধে জিডি

বন্দরে গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম, বিএনপি অফিস ভাংচুর

নারায়ণগঞ্জ বন্দরে ৪ ও ৫ এপ্রিল সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব

ভারতে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত, পাইলট আহত

জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র

সাভারে বিএনপি নেতা খোরশেদ আলমকে হত্যা চেষ্টার অভিযোগ, আটক ২

শহীদের স্বীকৃতি পেলেন সেই যুবক, পরিবার পেল ১০ লাখ টাকার সঞ্চয়পত্র

দাউদকান্দিতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিউইয়র্কে আয়োজিত হবে 'বাংলাদেশ ডে প্যারেড-২০২৫'

হাতিয়ায় সংঘাত বন্ধে শপথ করালেন এনসিপি নেতা হান্নান মাসউদ