ইসরাইল-হিজবুল্লাহ গুলি বিনিময় যুদ্ধবিরতি লংঘনের অভিযোগ
০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
দক্ষিণ লেবাননের তালুসা ও হেরিস শহরে ইসরাইলি হামলায় কমপক্ষে ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। ইসরাইলের সেনাবাহিনী জানায়, তারা লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। একই দিন লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ লেবাননের অন্যান্য অঞ্চলে ইসরাইলি হামলায় আরও ২ জন নিহত হয়েছে। ইসরাইলের সর্বশেষ হামলার পরপরই হিজবুল্লাহ ইসরাইলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে। শেবা ফার্মস এলাকায় ইসরাইলি সেনা অবস্থানের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। ইরান-সমর্থিত গোষ্ঠীটি এ হামলাকে ‘প্রতিরক্ষামূলক সতর্কতা’ হিসেবে উল্লেখ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিহতদের মধ্যে একজন সরকারি নিরাপত্তা সদস্য রয়েছেন, যিনি দায়িত্ব পালনকালে প্রাণ হারান। বৈরুতের বাসিন্দারা জানিয়েছেন, সন্ধ্যার পরপরই তারা নিম্ন উচ্চতায় উড়তে থাকা ড্রোনের শব্দ শুনতে পান। এই গোলাগুলির ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত নাজুক অবস্থায় চলে গেছে, যা কার্যকর হওয়ার এক সপ্তাহও পার হয়নি। চুক্তি অনুযায়ী, ইসরাইল লেবাননে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাতে পারবে না। লেবাননকেও সুনিশ্চিত করতে হবে যে সেখান থেকে কোনও সশস্ত্র গোষ্ঠী, বিশেষ করে হিজবুল্লাহ ইসরাইলের ওপর আক্রমণ চালাবে না। ইসরাইলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘শক্ত প্রতিক্রিয়া’ দেওয়ার অঙ্গীকার করেছেন। হিজবুল্লাহ জানায়, বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটি তাদের প্রথম ঘোষণা করা অভিযান। তারা ইসরাইলের বারবার যুদ্ধবিরতি লংঘনের জবাব দিয়েছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার এবং হিজবুল্লাহর মিত্র নাবিহ বেরি, যিনি লেবাননের পক্ষে চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন জানিয়েছেন যে বুধবার থেকে ইসরাইলের অন্তত ৫৪টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানায়, ইসরাইলি বাহিনী বেন্ট জবেইল জেলার বেইত লিফ শহরের দিকে দুটি আর্টিলারি শেল নিক্ষেপ করে এবং ভারী মেশিনগান দিয়ে ইয়ারুনকে লক্ষ্য করে গুলি চালায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বেরি আহ্বান জানান, যুদ্ধবিরতির তদারকি কমিটি যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং ইসরাইলের লঙ্ঘন বন্ধ করে। কারণ এই লংঘন প্রাণঘাতী রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘ফ্রান্স, ইসরাইল এবং লেবাননের সঙ্গে আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও সমাধানের চেষ্টা করছি। যুদ্ধবিরতির প্রথম দিকের সময়গুলো প্রায়ই নাজুক থাকে। তবে এটি সহিংসতা অনেকাংশে কমাতে সক্ষম হয়েছে।’ রয়টার্স।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন-উপদেষ্টা ড.আসিফ নজরুল
সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আজও দূষণের শীর্ষে ঢাকা, বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’
চীনে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু
ইসলামী আদর্শে ইসরায়েলি বন্দিদের প্রতি মানবিক আচরণ: আল-কাসাম কমান্ডার
বরগুনায় গভীররাতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত
গোয়েন্দা পরিচয়ে চট্টগ্রামের অভিজাত খুলশী এলাকায় দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা, আটক ১১
ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকার পর পুনরায় পৌনে ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে
মার্কিন ভিসা জটিলতা, ভারতীয়দের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১ জনকে কারাদন্ড
ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ছাত্রদল নেতার মৃত্যু
ভারতে এক দিনের জন্য ১০ সংসদ সদস্য সাসপেন্ড
কোরআন অবমাননায় এই প্রথম মামলা হলো ডেনমার্কে
খেলাধুলা ছাত্র ও যুব সমাজকে মাদকসহ বিভিন্ন আসক্তি থেকে দূরে রাখে: জসিম উদ্দিন
এবার ৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে হামাস
বৈরুতে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস পুনরায় চালু
সুইজারল্যান্ডে চার দিনের সফরে ৪৭টি বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
ভালুকার প্রবীণ সাংবাদিক হাদিস আর নেই
বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশু : ইউনিসেফ
বিএনপি যশোর জেলার শার্শা উপজেলা শাখার ১১ বিশিষ্ট আংশিক কমিটি গঠন