দীর্ঘ ১২ বছর পর প্রথমবার সউদীতে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৩ এপ্রিল ২০২৩, ০৮:৫৭ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৭ পিএম

২০১১ সালের পর প্রথমবারের মতো সউদী আরব সফরে গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। বুধবার (১২ এপ্রিল) তিনি দেশটিতে পৌঁছান এবং গত ১২ বছরের মধ্যে সউদীতে এটিই তার প্রথম সফর।
ইরানের সঙ্গে সউদীর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর এবার দামেস্ক ও রিয়াদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এবং এই দুই আরব দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনাও ক্রমবর্ধমান হয়ে উঠছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বুধবার জেদ্দায় পৌঁছান বলে সউদী ও সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পরে সেখানে তারা বৈঠকে উভয় দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠাসহ নানা ইস্যুতে আলোচনা করেন।
রয়টার্স বলছে, সউদী আরব এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার কনস্যুলার পরিষেবা এবং উভয় দেশের মধ্যে ফ্লাইট পুনরায় চালু করার পদক্ষেপসহ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সাম্প্রতিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করতে এবং সিরিয়াকে আরব ব্লকে ফিরে আসায় সহযোগিতা করতে সম্মত হয়েছেন সউদী পররাষ্ট্রমন্ত্রী।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বুধবার সউদী আরবের লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দায় অবতরণ করেন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সিরিয়ার কোনও জ্যেষ্ঠ কূটনীতিকের সউদীতে এটিই প্রথম সফর। এছাড়া সিরিয়ার যে আঞ্চলিক বিচ্ছিন্নতার অবসান ঘটছে, এই সফরটি সেটিও স্পষ্ট করে দিয়েছে।
মূলত টানা ১১ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। ২০১১ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী এক বিক্ষোভের বিরুদ্ধে প্রাণঘাতী ব্যবস্থার নেওয়ার মধ্য দিয়ে দেশটিতে যে সংঘাতের সূচনা হয়; সেটিই পরে গৃহযুদ্ধে রূপ নেয়, যা এখনও চলছে।
এক দশকের এই সংঘাতে কমপক্ষে তিন লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং দেশটির অর্ধেক জনগোষ্ঠীই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে সিরিয়ার অন্তত ৬০ লাখ মানুষ।
অবশ্য সংকটের শুরুতে সুন্নি নেতৃত্বাধীন সউদী আরব ও কাতারসহ যুক্তরাষ্ট্র এবং তার বেশ কয়েকটি আঞ্চলিক মিত্র সিরিয়ার কিছু বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করে। তবে ইরান ও রাশিয়ার সহায়তা নিয়ে প্রেসিডেন্ট আসাদ সিরিয়ার বেশিরভাগ অংশজুড়ে বিদ্রোহকে পরাস্ত করতে সক্ষম হয়েছেন।
রয়টার্স বলছে, ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটিতে শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর নৃশংস দমন-পীড়ন চালানোর পর দামেস্কের সাথে সম্পর্ক ছিন্ন করে সউদী আরব। একইসঙ্গে আসাদকে ক্ষমতা থেকে অপসারণের জন্য লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থনও করেছিল দেশটি। পরে সিরিয়াকে আরব লীগ থেকেও বরখাস্ত করা হয়।
এদিকে সউদী-সিরীয় সম্পর্ক পুনঃপ্রবর্তনে আসাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আরব রাষ্ট্রগুলোর পদক্ষেপের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে মিশর এবং জর্ডানের শীর্ষ কূটনীতিকদের সাথে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী মেকদাদ প্রথমবারের মতো দেখা করার কয়েক সপ্তাহ পর সউদী সফরে গেলেন তিনি।
আসাদ তার প্রধান মিত্র ইরান এবং রাশিয়ার সহায়তায় সিরিয়ার অনেক অংশের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে এবং সউদী আরব বলেছে, আসাদকে বিচ্ছিন্ন করার কাজ কোনও ফল বয়ে আনছে না।
বুধবারের সফরের শেষে একটি যৌথ বিবৃতিতে, ‘উভয় পক্ষই সিরিয়ার রাষ্ট্রকে তার সমস্ত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়ে এবং সিরীয় ভূখণ্ডে সশস্ত্র মিলিশিয়াদের উপস্থিতির অবসান ঘটাতে’ সম্মত হয়েছে বলে জানানো হয়।
রয়টার্স বলছে, এই দুই মন্ত্রী সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন। যার ফলে ‘সিরিয়ার আরব ব্লকে ফিরে আসার’ সুযোগ বাড়বে। এছাড়া উভয় দেশ মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা বাড়াবে বলেও একমত হয়েছেন তারা।
মূলত আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের আরেকটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছে সউদী আরব। আর সেই বৈঠকের দুই দিন আগে জেদ্দায় মেকদাদের এই সফরটি অনুষ্ঠিত হলো। আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন বৈঠকে সিরিয়ার আরব লীগে ফিরে আসার বিষয়ে আলোচনা হবে।
এদিকে বুধবার সিরিয়া এবং তিউনিসিয়া বলেছে, তারা তাদের নিজ নিজ দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়েছে।


বিভাগ : ইসলামী বিশ্ব


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

অসুস্থ বিএনপি নেতা এম এ আজিজের শয্যাপাশে আমীর খসরু

অসুস্থ বিএনপি নেতা এম এ আজিজের শয্যাপাশে আমীর খসরু

আটকা পড়লো ঢাকা-আগরতলার বাস

আটকা পড়লো ঢাকা-আগরতলার বাস

নোয়াখালী আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালী আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিল ভিসা

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিল ভিসা

সাসটেইনেবিলিটি এক্সিলেন্সের জন্য ‘ইকোভাডিস সিলভার মেডেল’ পেল সিগওয়ার্ক

সাসটেইনেবিলিটি এক্সিলেন্সের জন্য ‘ইকোভাডিস সিলভার মেডেল’ পেল সিগওয়ার্ক

সোনালী লাইফে প্রশাসক নিয়োগ হাইকোর্টে স্থগিত

সোনালী লাইফে প্রশাসক নিয়োগ হাইকোর্টে স্থগিত

টেন মিনিট স্কুলের কোর্স ফি-তে বিকাশ পেমেন্টে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

টেন মিনিট স্কুলের কোর্স ফি-তে বিকাশ পেমেন্টে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের, সড়কে গেল প্রাণ

আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের, সড়কে গেল প্রাণ

রবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পিকআপে রাখা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা উদ্ধার

পিকআপে রাখা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা উদ্ধার

হিন্দুদের মুসলমানদের কবর জিয়ারত করা প্রসঙ্গে।

হিন্দুদের মুসলমানদের কবর জিয়ারত করা প্রসঙ্গে।

কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড

কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড

মহিলা কাউন্সিলরকে মারধর, সিলেট বিশ্বনাথের পৌর মেয়র সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

মহিলা কাউন্সিলরকে মারধর, সিলেট বিশ্বনাথের পৌর মেয়র সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

চিলমারীতে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

চিলমারীতে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

রাজবন্দিদের নি:শর্ত মুক্তির দাবীতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজবন্দিদের নি:শর্ত মুক্তির দাবীতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রথমবারের মতো দেশে হরমোন দিবস পালন করলো এসেডবি

প্রথমবারের মতো দেশে হরমোন দিবস পালন করলো এসেডবি

আচমকাই হাসপাতালে ভর্তি সউদী বাদশাহ

আচমকাই হাসপাতালে ভর্তি সউদী বাদশাহ

বিজিবি, জেলা পুলিশ ধরতে পারেনি ভারতীয় চিনির অবৈধ চালান, ধরলো এসএমপির ডিবি অভিযানে বিপুল মূল্যের চিনি সহ ৪ চোরাকারবারী আটক

বিজিবি, জেলা পুলিশ ধরতে পারেনি ভারতীয় চিনির অবৈধ চালান, ধরলো এসএমপির ডিবি অভিযানে বিপুল মূল্যের চিনি সহ ৪ চোরাকারবারী আটক

জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলি, ছুরিধারী নিহত

জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলি, ছুরিধারী নিহত

ভারতের মুসলমানদের কেন ‘অনুপ্রবেশকারী’ বলেছেন প্রধানমন্ত্রী মোদি?

ভারতের মুসলমানদের কেন ‘অনুপ্রবেশকারী’ বলেছেন প্রধানমন্ত্রী মোদি?