ইসরাইলের পক্ষে এবার যুদ্ধে আমেরিকা
১৮ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা আরোপের’ চিন্তা ব্রিটেনের : ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরো ৬৫ : লেবাননের পৌর দপ্তরে হামলায় মেয়রসহ নিহত ১৬
ইসরাইলের পক্ষ নিয়ে কি এ বার সরাসরি যুদ্ধে নামতে চলেছে আমেরিকা? বুধবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে পেন্টাগনের বোমারু বিমানের হামলার পর এই প্রশ্ন উঠে গেল। জো বাইডেন সরকারের তরফে জানানো হয়েছে, বি-২ স্টেল্থ বোমারু বিমান উত্তর ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের কিছু নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, ইরানের মদতপুষ্ট শিয়া সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ জারি রাখা হবে বলে জানিয়েছেন। ঘটনাচক্রে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং লেবাননের শিয়া বাহিনী হিজবুল্লার পরে চলতি মাসের গোড়া থেকে তৃতীয় ‘হ’ অর্থাৎ হুথিদের বিরুদ্ধে ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরাইল।
গত অক্টোবরে গাজা ভ‚খÐে ইসরাইলি হামলা শুরুর পরে হুথি বাহিনী ইয়েমেন উপক‚ল থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লোহিত সাগরগামী ইসরাইল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর উপর। পাশাপাশি, ইসরাইল ভ‚খÐ নিশানা করেও ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে তারা। চলতি মাসেও হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচ গুণ বা তার বেশি গতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলা করেছিল তারা। সউদী আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিমগোষ্ঠীর সরকার শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কিন্তু রাজধানী সানার উত্তরের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে। ইরানের পাশাপাশি লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লার থেকেও তারা অস্ত্রসাহায্য পায় বলে অভিযোগ।
ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা আরোপের’ চিন্তা ব্রিটেনের : ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-জিভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য। গাজা এবং পশ্চিম তীরের সাধারণ মানুষদের নিয়ে তাদের মন্তব্যের কারণে এমন পদক্ষেপের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।
এর আগে গত জুলাইয়ের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির পরাজয়ের আগে সেসময়কার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও স্মোট্রিচ এবং বেন-জিভির উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছিলেন। স্টারমারও সংসদে জানিয়েছেন যে, তিনিও এ ধরনের কিছু করার উপায় খুঁজছেন। গাজায় বেসামরিক নাগরিকদের অন্নহীন থাকার ব্যাপারটি ন্যায়সঙ্গত হতে পারে বলে স্মোট্রিচের মন্তব্য এবং ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় সম্পৃক্ত বসতি স্থাপনকারীদেরকে ‘নায়ক’ বলে করা বেন-জিভির মন্তব্যের প্রেক্ষিতে করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্টারমার। তিনি বলেন, ‘আমরা বিষয়টি দেখছি, কেননা, এগুলো স্পষ্টতই ঘৃণ্য মন্তব্য।’ স্মোট্রিচ এবং বেন-জিভির অবশ্য জানিয়েছেন যে, নিষেধাজ্ঞার হুমকি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনবে না। এক বিবৃতিতে বেন-জিভির বলেন, ‘এসব আমাকে ভীত করে তুলছে না এবং আমি শুধুমাত্র ইসরাইলের সর্বোচ্চ জাতীয় স্বার্থ অনুযায়ী কর্তব্য পালন করবো।’
আর স্মোট্রিচ এক বিবৃতিতে বলেন, ‘কোনো হুমকিই আমাকে ইসরাইলের নাগরিকদের জন্য সঠিক এবং নৈতিক কাজ করা থেকে বিরত রাখতে পারবে না।’ ব্রিটেন, ফ্রান্স এবং আলজেরিয়ার আহŸানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে এক জরুরী আলোচনার আগ নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন স্টারমার। তার সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ইসরাইলের বিষয়ে কিছুটা কঠোর অবস্থান নিয়েছে, যদিও সেটি দেশটির আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। এটি ইসরাইলে অস্ত্র রপ্তানির কিছু লাইসেন্স সীমাবদ্ধ করে দিয়েছে, কেননা, দেশটি মনে করছে কিছু সরঞ্জাম আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে ব্যবহারের ঝুঁকি রয়েছে।
যুক্তরাজ্য মঙ্গলবার পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ইসরাইলি বসতিস্থাপনকারী সংগঠনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। স্টারমার বুধবার আইনপ্রণেতাদের জানিয়েছেন যে, ‘গাজায় মানবিক পরিস্থিতি মারাত্মক’ পর্যায়ে রয়েছে। ‘ইসরাইলের অবশ্যই বেসামরিক প্রাণহানি রোধে সম্ভাব্য সব উদ্যোগ নেয়া উচিত, যাতে গাজায় আরো অনেক বড় আকারে ত্রাণ পাঠানো যায় এবং জাতিসংঘের মানবিক সহযোগিরা কার্যকরভাবে কাজ করতে পারে,’ বলেন স্টারমার।
২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৬৫ : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন।এছাড়াও আহত হয়েছেন আরও ১৪০ ফিলিস্তিনি। এক বিজ্ঞপ্তিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার ৬টি এলাকায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৬৫ জন এবং আহত হয়েছেন আরও ১৪০ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই এখনো ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে আছেন। সড়ক যোগাযোগ ধ্বংস হয়ে যাওয়া এবং লোকবল ও সরঞ্জামের অভাব থাকার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ এই হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ৪৩৮ জন। এছাড়া ইসরাইলি বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আহত হয়েছেন ৯৯ হাজার ২৪৬ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভ‚খÐে অতর্কিত হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেইসঙ্গে ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে আসে তারা। এই জিম্মিদের উদ্ধার এবং হামাসকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী,যা এখনো চলছে।ভয়াবহ এ অভিযান থামানো এবং হামাস-ইসরাইলের মধ্যে সমঝোতার জন্য গত এক বছরে ব্যাপকভাবে চেষ্টা করেছে মধ্যস্থতাকারী ৩ দেশ কাতার, মিসর. যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু সেসব চেষ্টার প্রায় সবই ব্যর্থ হয়েছে। কারণ, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, হামাসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত গাজায় অভিযান চলবে এবং নিজের ভ‚খÐ ও নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে ইসরাইল কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। তবে পরিসংখ্যান বলছে, ইসরাইলি বাহিনীর এক বছরের অভিযানে গাজায় নিহতদের অধিকাংশই শিশু, নারী এবং বেসামরিক লোক।
লেবাননের পৌর দপ্তরে হামলায় মেয়রসহ নিহত ১৬ : লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরের পৌর মেয়রের সদর দপ্তরে ইসরাইলের বিমান হামলায় শহরের মেয়র আহমেদ কাহলিলসহ ১৬ জন নিহত হয়েছেন। হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নাবাতিয়েহ হলো লেবানের নয়টি প্রশাসনিক প্রদেশের একটি। সেই প্রদেশের রাজধানী নাবাতিয়েহ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবাননে কয়েক সপ্তাহ ধরে চলমান ইসরাইলি হামলার মধ্যে নাবতিয়েহ শহরে চালানো এই হামলাটি সর্ববৃহৎ।
হামলার নিন্দা জানিয়ে লেবানন সরকার বলছে, সশস্ত্র হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের হামলা এখন লেবানন রাষ্ট্রের বিরুদ্ধে চালানো হচ্ছে। নাবাতিয়েহ শহরের হামলা এর একটি উদাহরণ। দেশটির তত্ত¡াবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মাকাতি বলেন, ইসরাইলি বাহিনী ইচ্ছাপূর্বক পৌর কর্তৃপক্ষের একটি সভাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলের হামলায় শহরের বাস্ত্যুচ্যুতদের সেবা এবং ত্রাণ প্রদান বিষয়ক একটি সভা করছিল কর্তৃপক্ষ। তার আগে গত ৩ অক্টোবর নাবাতিয়েহ শহরের লোকজনকে সরিয়ে নেওয়ার কথা লেবাননকে জানিয়েছিল ইসরাইল। সেই সময় মেয়র আহমেদ কাহলিল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি শহর ত্যাগ করবেন না।
গাজায় সন্ত্রাসীগোষ্ঠী হামাসের সাথে যুদ্ধ শুরুর এক বছর পরলেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরাইল। এই সশস্ত্র গোষ্ঠীটি হামাসের সমর্থনে লেবানেন বিভিন্ন এলাকা থেকে ইসরাইল সীমান্ত বরাবর হামলা চালিয়ে যাচ্ছিল। ইউরোপিয়ান ইউনিয়নের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার ইয়ানেজ লেনারসিস বলেন, হামাসের সন্ত্রাসী আক্রমণের জবাবে ইসরাইলের ‘নিষ্ঠুর জবাব’ গাজায় মারাত্মক মানবিক সংকট তৈরি করেছে। উল্লেখ্য, হামলায় ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে। সূত্র : আল-জাজিরা, বিবিসি, রয়টার্স।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন
‘ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’ : রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে বার্তা
উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি অনুমোদন,যুদ্ধক্ষেত্রে নতুন মোড়
সাবেক নির্বাচন কমিশনার জাকারিয়ার ইন্তেকাল
সাভারে মাথা-হাতবিহীন নারীর লাশ উদ্ধার
নিউজিল্যান্ডের সেবাকেন্দ্রে নির্যাতনের জন্য ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন
'সাবধান' এই খাবার গুলো খেলে কিডনি স্টোন হতে পারে, কি করবেন কি করবেন না!
হত্যা মামলায় সালথার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর গ্রেপ্তার
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না অপু বিশ্বাসের, নিজেকে বিতর্কিত করে আলোচনায় থাকতে চাইছেন?
ফের টেরকনাফ সীমান্তে গোলাগুলির বিকট শব্দ, আতঙ্কে এপারের বাসিন্দারা
যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার
আমস্টারডামের ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষের জেরে নতুন গ্রেপ্তার ৫
ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব?
গোবিন্দগঞ্জে লরিচাপায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
ভয়াবহ বায়ুদূষণের কবলে লাহোর,হাসপাতালে ভর্তি প্রায় ৯০০
সাবেক এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেফতার
শেরপুরে অপহৃত কলেজ শিক্ষার্থীর লাশ মিললো ঘাতকের বাড়ির মাটির নীচ থেকে, গ্রেপ্তার-৩
সাগরে ফের লঘুচাপ, যে বার্তা দিল আবহাওয়া অফিস
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না : ইসরায়েল কাৎজ
আসিফ নজরুলকে হেনস্তার বিষয়ে কী বলল জেনেভার স্থায়ী মিশন?
উপদেষ্টা ফারুকীকে জয়ের অভিনন্দন, বিতর্কে যুক্ত করেছে নতুন মাত্রা