ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিনে মুক্ত
২৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি কারাগার থেকে বের হন।
অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় প্রায় ৯ মাস কারাভোগের পর বুধবার তার জামিন মঞ্জুর হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বুশরা বিবির মুক্তি ইমরান খান ও তার পরিবারের জন্য বড় একটি আইনি স্বস্তি। তিনি জানুয়ারিতে গ্রেফতার হন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ছিলেন। পিটিআই নেতা এখনও কারাগারে রয়েছেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা গেছে, কিছু সংখ্যক সমর্থক কারাগার থেকে বের হওয়া দুটি সাদা এসইউভি গাড়িতে গোলাপের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান। বুশরা বিবির বিরুদ্ধে আরো একটি দুর্নীতি মামলা রয়েছে। ওই মামলায় একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমি পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
ইমরান খানের দল পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) এক্স-এ পোস্টে লিখেছে, স্বাগতম বুশরা বিবি! আপনি অত্যন্ত কঠিন সময় অতিক্রম করেছেন, বেআইনি কারাবাসে থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে অশ্লীল প্রচার এবং চরিত্র হননের চেষ্টা করা হয়েছে।
ইমরান খান নিজেই একাধিক মামলার মুখোমুখি রয়েছেন। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন প্রতিদ্ব›দ্বী জোটের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি।
খান ও তার পরিবার সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি এগুলো সরকারের সাজানো। ৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা এখনও জনপ্রিয় এবং ফেব্রæয়ারির সাধারণ নির্বাচনে তার দলের প্রার্থীরা সর্বাধিক আসন লাভ করেছে।
শরিফ নেতৃত্বাধীন সরকার দাবি করেছে, তারা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। তবে, ইমরান খানের সঙ্গে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর দ্ব›দ্ব দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।
বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। ২০১৮ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ছয় মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইমরান খান বুশরা বিবিকে প্রায়ই নিজের আধ্যাত্মিক নেতা বলে উল্লেখ করেন এবং তিনি সুফিবাদে গভীরভাবে বিশ্বাসী। তিনি সাধারণত জনসম্মুখে আসেন না এবং মাত্র একবার টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেও তিনি বোরখা পরা অবস্থায় ছিলেন। সূত্র : রয়টার্স।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম