জিন্স প্যান্ট কতদিন পর পর ধোয়া উচিত?
১৯ নভেম্বর ২০২৪, ০৯:১০ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১০ এএম
ছেলে বা মেয়ে কমবেশি সবাই জিন্স বা ডেনিম জিন্স প্যান্ট পরে থাকেন। তবে জিন্স প্যান্ট কতদিন পর পর ধোয়া উচিত, এ নিয়ে বিতর্কের শেষ নেই।
কেউ হয়ত সপ্তাহে একবার, কেউ দুবার, কেউ আবার প্রতিবার পরার পর তার জিন্স ধুয়ে থাকেন। কেউ ওয়াশিং মেশিনে ধুয়ে থাকেন, আবার কেউ হাত দিয়েই কেচে দেন।
এ বিষয়ে ডেনিম বিশেষজ্ঞ বেঞ্জামিন ট্যালি স্মিথ বলছেন, জিন্স যতটা সম্ভব কম ধোয়া উচিত। আর লন্ড্রি বিশেষজ্ঞ প্যাট্রিক রিচার্ডসন জানান, প্রতি ৯ থেকে ১০ বার পরার পরই জিন্স প্যান্ট ধোয়া উচিত।
লিভাই স্ট্রসের প্রধান নির্বাহী চার্লস বার্গ ২০১৪ সালে একবার বলেছিলেন যে তিনি বছরে একবার মাত্র তার জিন্স ধুয়ে থাকেন। মূলত পরিবেশগত ক্ষতির দিকটি বিবেচনা করেই তিনি বছরে একবার তার জিন্স ধুয়ে দেন।
পরে অবশ্য লিংকডইনে এক ব্লগ পোস্টে তিনি বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন।
পোস্টে তিনি লিখেছিলেন, আমি এ কথা বলেছিলাম কারণ, আমাদের ব্র্যান্ডের প্রতি আমার আস্থা আছে। এছাড়াও আমি মনে করি না জিন্স এতবার ধোয়ার দরকার আছে, যতটা মানুষ মনে করে।
তিনি আরও লিখেছিলেন, 'আমরা জেনেছি যে গড়ে এক জোড়া জিন্স প্যান্ট যদি দুই বছর পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে ধোয়া হয়, তাহলে উৎপাদন থেকে শুরু করে এই দুই বছরে দুটি জিন্সের পেছনে প্রায় ৩৫ হাজার লিটার পানি খরচ হয়। যার মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ ১৬ হাজার লিটার পানি খরচ হয় শুধু ওয়াশিং মেশিনে জিন্সগুলো ধোয়ার জন্য। যা কি না ছয় হাজার ৭০০ গ্লাস সুপেয় পানির সমান!'
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডেনিম জিন্স সেসব অঞ্চলে তৈরি হয়, যেসব অঞ্চলে পানির স্বল্পতা বা ঘাটতি রয়েছে। যেমন ভারত, পাকিস্তান, চীন ও ক্যালিফোর্নিয়ার কিছু কিছু এলাকা। তাই বার বার জিন্স ধোয়ার কারণে একদিক থেকে এ সংকট আরও বাড়ছে।
বেশ কিছুদিন আগে বার্গ এ নিয়ে সিএনবিসির ক্রিস্টিন ট্যানের সঙ্গে কথা বলেছিলেন এবং জিন্স প্যান্ট ধুয়ে দেওয়ার বিষয়টি আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছিলেন।
তিনি বলেছিলেন, যারা সত্যিই ডেনিম পছন্দ করেন বা পরতে ভালোবাসেন, তারা কখনোই আপনার ডেনিমকে ওয়াশিং মেশিনে রাখতে বলবেন না। আমি সেটিই করি।
তিনি আরও বলেছিলেন, আমার জিন্সে তরকারি বা ঝোল লাগলে, শুধু সেই জায়গাটি ধুয়ে ফেলি। আর জিন্সটি নোংরা বা অপরিষ্কার হয়ে গেলে, যেমন- শরীরের ঘামে দুর্গন্ধযুক্ত হয়ে গেলে আমি সেটি গোসলের সময় ঝরনার পানিতে ধুয়ে ফেলি।
বার্গ জানিয়েছিলেন, জিন্স ধুয়ে দেওয়ার জন্য তিনি সেটি বালতিতে সাবানযুক্ত পানিতে ভিজিয়ে রাখেন না, কিংবা ওয়াশিং মেশিনও ব্যবহার করেন না। বরং পরনে থাকা অবস্থায়ই সাবান দিয়ে সেটি ধুয়ে ফেলেন।
বিভাগ : লাইফস্টাইল
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
'খুনিদের হাস্যোজ্জ্বল ছবি কি বার্তা পৌঁছায়’ নেটিজেনদের আহাজারি!
রাউজান প্রেসক্লাব কমিটির সাথে ইউএনওর মত বিনিময়
দুর্নীতিসহ সব ধরনের অপকর্মে জড়িত কামরুল : ডিবি পুলিশ
তিতুমীর কলেজে পুলিশ মোতায়েন, জড়ো হচ্ছে শিক্ষার্থীরাও
হাজার বিঘা জমি, তিন দেশে বাড়ি আছে দুর্নীতির ‘মহারাজ’ নিক্সনের
"দুর্দান্ত লুকে মুক্তি পেল 'পুষ্পা ২: দ্য রুল', ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ"
স্কুলের বাইরে গাড়ি দুর্ঘটনায় চীনে অনেক শিশু আহত
আওয়ামী লীগ প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকের হঠকারী প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র
ফুলপুরে ভাইটকান্দি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা, ৭ মামলা ও জরিমানা
বন্ধ ইবির ক্যাফেটেরিয়া, বিপাকে শিক্ষার্থীরা!
ট্রাম্প প্রশাসন পরিবহন মন্ত্রী হিসেবে শন ডাফিকে বেছে নিলেন
রোমাঞ্চকর লড়াইয়ে স্পেনের নাটকীয় জয়
পর্তুগালের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পরের রাউন্ডে ক্রোয়েশিয়া
মধ্যপ্রদেশে মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ
ছাত্র-জনতার ওপর গুলি করা পুলিশ সদস্যের তালিকা হচ্ছে
আয়ারল্যান্ড সিরিজে অভিজ্ঞদের দলে ফেরাল বাংলাদেশ
হংকংয়ের গণতন্ত্রপন্থী শীর্ষ নেতাদের কারাদণ্ড
হেমন্তের শেষভাগেও বরিশালে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে : কৃষি ও জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব অব্যাহত
কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে
ঢাকায় হিপহপের ঝলক দেখালেন র্যাপার টাইগা ট্রিস