যোগাযোগ
২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

রাত গভীর। শহরের এক কোণায় ছোট্ট একটা ঘরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বই, নোটবুক, কাগজ। দেয়ালে পুরনো ক্যালেন্ডার ঝুলছে। ক্যালেন্ডারের একটা তারিখ লাল কালি দিয়ে গোল করে রাখা গতকালকের দিন।
বিছানার এক পাশে বসে আছে একজন বৃদ্ধ, নাম আনোয়ার হোসেন। বয়স সত্তর পেরিয়ে গেছে। চোখদুটো কোটরে ঢুকে গেছে, শুকনো চামড়ার নিচে শিরাগুলো স্পষ্ট দেখা যায়। হাতে একটা পুরনো মোবাইল ফোন। চোখদুটো কেবল স্ক্রিনের দিকে আটকে আছে, যেন কিছু একটা দেখার অপেক্ষায়।
মোবাইলের মেসেজ অপশনে সর্বশেষ একটা পাঠানো বার্তা ঝলমল করছে:
“বাবা, তুমি কি ভালো আছো? একবার ফোন করো।”
এইবারেও কোনো উত্তর আসেনি।
আনোয়ার হোসেনের একমাত্র ছেলে আদনান, তিন বছর আগে বিদেশে চলে গিয়েছিল। শুরুতে ফোন আসত, ভিডিও কলে বাবাকে দেখত, কথা বলত। তারপর ধীরে ধীরে ফোন কমে গেল। প্রথমে সপ্তাহে একবার, তারপর মাসে একবার। এখন তো এক বছর হয়ে গেল, ছেলের কোনো খবর নেই।
একসময় তো বাবার ফোন ধরতেও বিরক্তি প্রকাশ করত আদনান।
“আব্বু, খুব কাজের মধ্যে আছি, পরে কথা বলি, ঠিক আছে?”
কিন্তু সেই ‘পরে’ আর কখনো আসেনি।
আজ আনোয়ার হোসেন সকাল থেকেই অপেক্ষা করছেন। কাল তার জন্মদিন ছিল। তিনি জানতেন, হয়তো ছেলে ভুলে গেছে, কিন্তু অন্তত একবার ফোন করবে। কিন্তু সারাদিন কেটে গেল, রাত নামল, ফোন বাজল না।
বৃদ্ধ লোকটা মোবাইলটা হাতে নিয়ে ফিসফিস করে বললেন,
আমি কি সত্যি এতটাই বোঝা হয়ে গেছি?”
ঘরের বাতিটা ধপ করে নিভে গেল। হয়তো বাতির আয়ু শেষ হয়ে গেছে, অথবা হয়তো কোনো অদৃশ্য কান্না তাকে নিভিয়ে দিয়েছে।
পরদিন সকালে, প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করেও আনোয়ার হোসেনের দরজা খুলতে পারেনি। শেষমেশ দরজা ভেঙে ভেতরে ঢুকতে হলো। বিছানার ওপরে নিথর পড়ে আছে এক বৃদ্ধের দেহ, পাশে মোবাইলটা পড়ে আছে স্ক্রিনের আলো তখনো জ্বলছে।
শেষ পাঠানো মেসেজটা তখনো দেখাচ্ছিল:
“বাবা, তুমি কি ভালো আছো? একবার ফোন করো।”
কিন্তু আদনান সেই মেসেজ কখনো দেখেনি। অথবা দেখলেও উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি। আজ বহু দূরে কোনো এক শহরে হয়তো আদনান খুব ব্যস্ত। হয়তো একটা জরুরি মিটিংয়ে আছে, হয়তো বন্ধুর সাথে কোথাও আড্ডা দিচ্ছে। সে জানেই না, তার বাবার সাথে তার শেষ যোগাযোগ হয়েই গেছে একটা অনন্ত নীরবতার মাধ্যমে।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

এখনই ক্লাসিকো নিয়ে ভাবতে চান না বার্সা কোচ

সুন্দরগঞ্জে জাকের পার্টির ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

হাজার হাজার মুসিল্লদের অংশ গ্রহনে সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ যেসব স্থানে ঈদের নামাজ আদায় করেছেন

স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দিল্লির জয়, রানা ঝড়ে জিতল রাজস্থান

পাকিস্তান দলে চোটের থাবা

নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ আলম

লিঁওর নিষেধাজ্ঞা: প্লেঅফের কথা ভাবছে ফিফা

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজে অংশগ্রহণের প্রত্যাশায় অনেকে আগেই চলে আসেন

ঈদের নামাজ আদায় করতে না পারা ট্রেন চালক বললেন, 'কর্মই ধর্ম, কর্মেই মুক্তি'

সেমিতে উঠেও বিষণ্ণ সিটি

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে, রয়টার্সকে মঈন খান

তালতলীতে ঈদের নামাজে ইমামকে হত্যা চেষ্টায় যুবক আটক

নাটোরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ

আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি : মির্জা ফখরুল

ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ফাঁস হয়ে গেছে সালমানের 'সিকান্দার', আর্থিক ঝুঁকির শঙ্কা

যমুনা সেতু দিয়ে এক সপ্তাহে ২ লাখ ৪৭ লাখ যানবাহন পারাপার, ১৭ কোটি টাকার টোল আদায়

দেশে দেশে ঈদ উদযাপিত

ফ্যাসিস্ট সরকারের সময় বাড়িতে আসতে পারেনি চৌদ্দগ্রামে স্বাচ্ছন্দে ঈদ উদযাপন সাবেক এমপি ও শিবিরের কেন্দ্রীয় সভাপতির