স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা
২৬ মার্চ ২০২৩, ০১:৩৯ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০০ এএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা।
রোববার (২৬ মার্চ) সকাল ১০টায় শেরে বাংলা নগর এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর আগে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে মিছিল শুরু করতে দেখা যায় তাদের। পরে ‘জিয়ার সৈনিক, এক হও’; ‘লড়াই করো’- এমন নানা স্লোগান দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।
এসময় বিএনপি মহাসচিব বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পরও বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আজ লড়াই করতে হচ্ছে। যারা নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করে তাদের (আ'লীগ) শাসনামলেই মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বেশি ভূলন্ঠিত হয়।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ কারো একক প্রচেষ্টার ফসল নয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা। আর স্বাধীনতার আদর্শ ও চেতনা অক্ষুন্ন রাখতে সম্মেলিত আন্দোলনের মাধ্যমে বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে।
এর আগে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলের জাতীয় নেতারাসহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন। সেখানে পৌঁছে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির শীর্ষ নেতারা।
পরবর্তীকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলের জাতীয় নেতারা ছাড়াও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণসহ ফাতেহা পাঠ করেন।
জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান উমর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
অরুণাচলে লালফৌজের রসদ পৌঁছতে সীমান্তে হেলিপোর্ট! অস্বস্তিতে ভারত
ব্যালন দ’র জিততে পারেন মার্তিনেস: গুয়ার্দিওলা
নিউইয়র্কে হচ্ছে না ড. ইউনূস-মোদির বৈঠক : হিন্দুস্তান টাইমস
ভারতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ‘নারী ডন’ গ্রেফতার
মঙ্গলে কিলবিল করছে মাকড়সা! অবশেষে রহস্যের সমাধান
বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সালমান-আনিসুল ৫ দিনের রিমান্ডে
শেখ হাসিনার বিরুদ্ধে আরো চারটি হত্যা মামলা
ভারতে পুলিশ সদস্যের গুলিতে ২ সহকর্মী নিহত
কাজ করবে না অ্যান্টিবায়োটিক, প্রাণ হারাবে ৪ কোটি মানুষ!
ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিদেশে সাবেক ভূমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি
শেরপুরের পাঁচ থানার ওসি বদলি
রাজধানীতে বেপরোয়া ব্যাটারিচালিত রিকশা
২০৩৫ সালের মধ্যে আধুনিক স্মার্ট বন্দর তৈরি করবে চীন
লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ, নিহত ২০
এস আলমের গৃহকর্মীর নামে ১৫ কোটি টাকার সম্পদ!
পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগের ৩ নেতাকর্মী
পিটিয়ে হত্যার আগে তরুণকে ভাত খেতে দিয়েছিল ঢাবি শিক্ষার্থীরা
জার্মানির চ্যান্সেলর নির্বাচনে শলৎসের প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যারৎস
রাজ্জাকের বিশ্ব রেকর্ড ভাঙলেন নেপালের ঝা