এলিফ্যান্ট রোডের আগুনে ব্যাপক ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা
২৮ মার্চ ২০২৩, ০৯:১১ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:১৩ পিএম

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন ৯ তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আগুন নেভাতে যে পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে এতে আশপাশের অন্যান্য দোকানেও পানি প্রবেশ করেছে। পঞ্চম তলায় যেখানে আগুনের সূত্রপাত সেখানকার অধিকাংশ দোকানই কম্পিউটার ও কম্পিউটার এক্সেসরিজ যন্ত্রাংশের। পানিতে ভিজে এসব দোকানের অধিকাংশ পণ্যই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
ভবনটির পঞ্চম তলার রোজেন টেক লিমিটেডের স্বত্বাধিকারী গিয়াসউদ্দিন আহমেদ বাবর বলেন, মার্কেট থেকে বের হওয়ার আগে আগামীকাল পণ্য ডেলিভারি দেওয়ার জন্য কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রাংশ প্যাকেট করে দোকানের মেঝেতে রেখে এসেছিলাম। এরপর তো এই ঘটনা হলো। যতটুকু জানতে পেরেছি এসব যন্ত্রাংশ সবই ভিজে গেছে। আমার প্রায় ৩০-৩৫ লাখ টাকার কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ ভিজে গেছে। ক্ষতি কীভাবে সামলে উঠব জানি না।
রবিউল ইসলাম নামের আরেক দোকান কর্মচারী বলেন, আমাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি বুঝাতে পারব না। ইলেকট্রনিক পণ্য পানিতে ভিজলে আর কোনো গ্যারান্টি নাই। ৫ তলা থেকে নিচের দিকে পানির স্রোত নামছে। দোকান খোলার পর বিষয়টা দেখতে পারব।
তবে রাতেই দোকান দেখতে ভবনের ভেতরে প্রবেশ করার অনুমতি মিলবে কিনা সেটি কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
উল্লেখ্য, রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে লাগা আগুন গতকাল সোমবার রাত ৯টা ২৩ মিনিটে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটিরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এক ফায়ারফাইটার আহত হয়েছেন।
আগুন নিয়ন্ত্রণ শেষে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, রাত ৯টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনের ছয়জন বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় একজন ফায়ারফাইটার আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফায়ারফাইটারের অবস্থা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেছিলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন নয়তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৯টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এখনো কাজ চলছে। আগুন আর বাড়ার সম্ভাবনা নেই।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

৫ বছর পর গোলহীন ম্যানচেস্টার ডার্বি

মার্কিন শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব ভিয়েতনামের : ট্রাম্পের জন্য কি তা যথেষ্ট হবে?

প্রতারণার দায়ে ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

‘শূন্য শুল্ক পরিস্থিতি’ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের ‘মুক্ত বাণিজ্য অঞ্চলের’ পক্ষে ইলন মাস্ক

মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল :স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ : বেশ ক’জন গ্রেফতার

মিয়ানমারের ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৪৫৫ ইউএসএআইডির তিন কর্মী বরখাস্ত

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে আসিফ নজরুলের উদ্বেগ

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে : সিইসি

আওয়ামী লীগপন্থী ৭২ আইনজীবী কারাগারে, ১১ জনের জামিন

বাঁশখালীতে বিষ দিয়ে বোনের ধান ক্ষেত জ্বালিয়ে দিলো ভাই

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায় -কাদের গণি

কুষ্টিয়ায় ধর্ষণের শিকার সেই শিশুর ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি -প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

আসামিদের ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও

টাকার লোভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে কিছু রাজনৈতিক দল -নজরুল ইসলাম খান

গফরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল

নাটোরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

সান্তাহারে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য