কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৫ জবি শিক্ষার্থী
২৮ মার্চ ২০২৩, ০১:০০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাধিক শিক্ষার্থী পুরান ঢাকার স্থানীয় একটি গ্যাং কর্তৃক হামলার স্বীকার হয়েছেন। ক্যাম্পাস থেকে একটু দূরে গেন্ডারিয়া এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা এ হামলা চালায়। পরবর্তীতে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাও জবি শিক্ষার্থীদের উপর হাত তুলে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনায় অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে গেন্ডারিয়ার মুরগিটোলা মোড় এলাকায় প্রথম দফায় ও সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দফায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় একটি কিশোর গ্যাংয়ের সাথে হাতাহতি হয়। পরে স্থানীয়রা তাদের সাথে যোগ দিলে একটি মারামারির ঘটনা ঘটে শিক্ষার্থীদের। তখন এক শিক্ষার্থী ও স্থানীয় দুইজনকে আটক করে সূত্রাপুর থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
পরে রাত ১১টার দিকে আবু সুফিয়ান ও শিহাব নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের টি-শার্ট পরিহিত অবস্থায় মুরগিটোলা মোড়ে চা খেতে গেলে হঠাৎ ৫০ থেকে ৬০ জন স্থানীয় কিশোর গ্যাং এসে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে ওই দুই শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায় তারা। এ সময় তাদের চিৎকারে শুনে আশপাশে অবস্থান করা আরও কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এলে তাদের উপরও আক্রমণ করে স্থানীয়রা। এতে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন, ‘আমি চা খাওয়ার জন্য আমার বন্ধুর সাথে বের হয়েছিলাম। হঠাৎ স্থানীয় কয়েকজন এসে আমাদের আটকিয়ে কোথায় থাকি জিজ্ঞাসা করে। বানিয়ানগর থাকি বলতেই আমাদের ওপর অনেকগুলো ছেলে আক্রমণ করে এলোপাতাড়ি মারধর শুরু করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টি-শার্ট পরিহিত থাকায় বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে গালিগালাজ করতে থাকে আর মারতে থাকে। আমরা আগের ঘটনা সম্পর্কে কিছুই জানতাম না।’
এসময় একজন পুলিশ এক শিক্ষার্থীকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর অতর্কিত হামলা চালালেও পাশে অবস্থান করা একাধিক পুলিশ চেয়ে চেয়ে দেখেছে। হামলার শিকার শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে যায়নি পুলিশ, উল্টো কথ্য ভাষায় গালিগালাজ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় প্রায় ৫০ থেকে ৬০ জন মিলে শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও ঘটনাস্থলে ১০ জনের অধিক পুলিশ অবস্থান করলেও তারা কার্যকর কোনো ভূমিকা পালন করেনি।
হামলার শিকার শিহাব নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের মারধর করার পর পুলিশ এসে থামায়। কিন্তু বলতে থাকে তোরা জগন্নাথের স্টুডেন্ট এখানে আসছিস কেনো? এই কথা বলেই পুলিশ আমাকে মারতে থাকে ও নানান খারাপ গালি দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমি বিষয়টি জানার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। আর সুত্রাপুর ও গেন্ডারিয়া থানার ওসির সাথে কথা বলেছি। অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে। আর পুলিশ যে শিক্ষার্থীদের উপর হাত তুলেছে সেই ভিডিওটিও ওসিকে পাঠিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে গেন্ডারিয়া থানার ওসি মো. আবু সাঈদ আল মামুন বলেন, ‘এটা সূত্রাপুর থানা অধীনে। তবে ঘটনার সময় সেখানে আমাদের পুলিশ সদস্যরা ছিল। তারা মারামারি থামিয়ে দিয়েছে। পরে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। তবে এ ঘটনায় আমাদের এখানে কেউ কোনো অভিযোগ দেয়নি।’
এ বিষয়ে জানতে চাইলে সূত্রাপুর থানায় ওসি মো. মইনুল ইসলাম বলেন, ‘ওই ঘটনায় ভুক্তভোগীদের থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। কীভাবে ঘটনার সূত্রপাত হয়েছে তা ভিকটিম আসলে তথ্যের মাধ্যমে জানতে পারবো। আর যেই দুজন কে আটক করা হয়েছিল তারা এ ঘটনার সাথে জড়িত না। তাই তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন

‘মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ দল’, আমেরিকায় দাবি রাহুলের

শর্টগান ও দুই রাউন্ড গুলিসহ রূপসায় সন্ত্রাসী আটক

মুদ্রাস্ফীতিতে শ্রীলঙ্কাকেও পিছনে ফেলল পাকিস্তান! বাড়ছে দেউলিয়া হওয়ার আশঙ্কা

মৃত্যু ছুঁয়েছে প্রায় ১০০! তবু দুঃসময় পেরিয়ে স্বাভাবিক হওয়ার পথে মণিপুর

আরও ৮৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

একজনও কালো টাকা সাদা করেনি : অর্থমন্ত্রী

সেনেগালে বিরোধী নেতার জেল, বিক্ষোভে নিহত ৯

খুবিতে ‘এ’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা কাল, পরীক্ষার্থী ৮৮০৩

স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর বাড়ীতে কিশোরীর অনশন

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

স্ত্রীর স্বীকৃতি পেতে ছাত্রলীগ নেতার বাড়িতে এক সন্তানের জননীর অনশন

সুইডেনের ন্যাটোয় যোগদানের ইঙ্গিত বাইডেনের

আইনজীবী জিবরান নাসির করাচিতে অপহৃত হয়েছেন, দাবি স্ত্রীর

মার্কিন সিনেটেও পাস হলো ঋণসীমা তুলে দেয়ার আইন

বামনায় বজ্রপাতে শিক্ষার্থী নিহত

তারাকান্দায় নির্বাচনী সহিংসতার পর প্রশাসনের ১৪৪ ধারা জারি

ফকিরহাটে চেতনানাশক মিশ্রিত বাতাসা খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ কবিরাজের

কুলাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ

‘খোদার চেয়েও বেশি জ্ঞানী মোদি!’-রাহুল গান্ধীর কটাক্ষ ভাইরাল

টেকনাফে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১