রাজধানীতে র্যাবের হাতে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
২৮ মার্চ ২০২৩, ০৮:১৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী প্রতারক চক্রের ৩ ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে র্যাব- ১০। গ্রেপ্তার ব্যক্তিদের নাম- মো. তরিকুল ইসলাম (৪৮), মো. মতিউল ইসলাম (৪০) ও হাবিবুল্লাহ (৩৮)
মঙ্গলবার র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন এসব তথ্য জানান।
র্যাব জানায়৷ গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২টি খেলনা পিস্তল, ২টি ভুয়া ডিবি পুলিশের জ্যাকেট, ২টি ওয়াকিটকি সেট, ২ জোড়া হ্যান্ডক্যাপ, ১টি চোরাই মোটরসাইকেল, ১টি ক্যামেরা, ১টি ভুয়া পুলিশ আইডি কার্ড, ৫টি ভুয়া সাংবাদিক আইডি কার্ড, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব-১০ এর অধিনায়ক জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা প্রথমে ঢাকা শহরে তাদের সুবিধাজনক এলাকায় ফ্লাট বাসা ভাড়া করে। পরবর্তীতে তাদের দলের মেয়ে সদস্যরা রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় অর্থ-বিত্তশালী বিভিন্ন ব্যক্তিদের অনৈতিক কাজের লোভ দেখিয়ে তাদের পরিকল্পিত স্থানে নিয়ে যায়।
অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন বলেন, ভিকটিমদের সেখানে নেয়ার পর তাদের দলের মেয়ে সদস্যরা কৌশলে তাদের দলনেতা তরিকুল ইসলামকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে তরিকুল ইসলাম ও তার সহযোগীরা ডিবি পুলিশের জ্যাকেট পরিধান করে খেলনা পিস্তল, ওয়াকিটকি সেট, হ্যান্ড ক্যাপ ও ক্যামেরাসহ উক্ত স্থানে গিয়ে কৌশলে মেয়ে সদস্যদের সাথে ভিকটিমদের আপত্তিকর ভিডিও ধারণ করে। ভিডিও ধারনের পর তারা ভিকটিমদের ধারণ করা ভিডিও দেখিয়ে গ্রেপ্তার, মামলাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করত বলে জানা যায়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার তরিকুল ইসলাম উক্ত প্রতারক চক্রর দলনেতা। তার পরিকল্পনা মতে তার দলের মেয়েরা অর্থ-বিত্তশালী বিভিন্ন ব্যক্তিদের অনৈতিক কাজের লোভ দেখিয়ে তাদের পরিকল্পিত স্থানে নিয়ে যেত বলে জানা যায়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হাবিবুল্লাহ তরিকুল এর অন্যতম সহযোগী। সে বিভিন্ন এলাকা থেকে এসকল অনৈতিক কাজ করার জন্য মেয়েদের সংগ্রহ করত। সে তার দলনেতার আদেশে মেয়ে সদস্যদের মাধ্যমে নিয়ে আসা অর্থ-বিত্তশালী বিভিন্ন ব্যক্তিদের গোপনে ক্যামেরা দিয়ে মেয়েদের সাথে ভিকটিমের আপত্তিকর ভিডিও ধরণ করত। পরবর্তীতে তরিকুলের সহযোগী হয়ে ভিকটিমদের বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। এছাড়া তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেপ্তার মো. মতিউল ইসলাম তরিকুল এর সহযোগী। সে উক্ত স্থানে সাংবাদিক পরিচয়ে হাজির হত। পরবর্তীতে সে উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত বলেও জানায় র্যাব-১০ এর অধিনায়ক।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

'অনশনকারী' জাবি শিক্ষার্থী প্রত্যয়ের উপর হামলা

তিনদিনে ইউক্রেনের ৩ হাজার ৭০০ সেনা নিহত : রাশিয়া

সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ১২

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ ঐতিহাসিক ছয় দফা দিবস

লন্ডনের আদালতে প্রিন্স হ্যারি

৩ ঘণ্টা পর ওয়ারীর আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫

ক্রিস্তেফ গালতিয়েরকে বরখাস্ত করল পিএসজি

স্বাস্থ্যসেবায় ওয়ান হেলথকে এগিয়ে নেয়ার আহবান

ঈদের ছুটির আগে শ্রমিকদের বোনাস এবং জুন মাসের ১৫ দিনের বেতন দিতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

ভাড়া নিয়ে দ্বন্দ্বে ঢাকা কলেজ শিক্ষার্থী লাঞ্চিত

বিএনপির সঙ্গে আলোচনায় রাজি

মূল্যস্ফীতির লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘অখ- ভারত মানচিত্র’ আমরা অন্ধকারে?

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

বিএনপির ভাবনায় শুধুই সরকারের বিদায়

কলকারখানা-এনবিআর-দুদক টার্গেট ড.মুহাম্মদ ইউনূস

৮ জুন দেশব্যাপী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেবে বিএনপি