দেশে সত্যিকারের স্বাধীনতা ও গণতন্ত্র দিয়েছেন জিয়াউর রহমান: ড. মঈন খান
২৯ মার্চ ২০২৩, ০৭:২২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:১৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে সত্যিকারের স্বাধীনতা ও গণতন্ত্র দিয়েছেন জিয়াউর রহমান। তিনি স্বল্প সময়ে কার্যকরভাবে দেশ পরিচালনা করে আমূল পরিবর্তন এনেছিলেন। জাতিকে বিশে^র বুকে নতুনভাবে পরিচিতি দিয়েছেন। বিখ্যাত টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে জিয়াউর রহমানের ছবি ছাপা হয়েছিল। তার সততার বিরল গুণের কারণেই টাইম ম্যাগাজিন তাকে নিয়ে প্রচ্ছন এঁকেছিলো। বুধবার (২৯ মার্চ) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, বিএনপি দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে হবে। কেননা বর্তমান নির্বাচন কমিশন সরকারের নির্দেশে চলে। তারা সরকারের নির্দেশেই বিএনপিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছে। সুতরাং যে নির্বাচন কমিশন সরকারের নির্দেশে চলে তাদের অধীনে কিভাবে নির্বাচন সুষ্ঠু হবে?
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) রিসার্চ সেল নির্মিত ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরাসরি অস্ত্র হাতে বীরত্বপূর্ণ ঘটনার আলেখ্য ‘রণাঙ্গনে জিয়া’ শীর্ষক প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠান হয়। জেডআরএফ’র নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড. আব্দুল মঈন খান। জেডআরএফ’র রিসার্চ সেলের সদস্য সচিব প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান অসুস্থতাজনিত কারণে উপস্থিত থাকতে পারেননি।
ড. আব্দুল মঈন খান বলেন, ‘রনাঙ্গণে জিয়া’ শীর্ষক ডকুমেন্টারিতে অল্পকথায় জিয়াউর রহমানের জীবনী তুলে ধরা হয়েছে; যা খুবই চমৎকার। তবে জিয়াউর রহমানকে নিয়ে বলতে গেলে দিনের পর দিন রাতের পর রাত গেলেও শেষ হবে না। জিয়াউর রহমান যুদ্ধের সময় এককভাবে নিজেই পরিস্থিতি মোকাবিলা করেছিলেন। যখন দেশের কোটি কোটি মানুষ দিশেহারা ছিলেন। ঠিক সেই মুহুর্তে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঢাকা বা আশেপাশের গ্রামে-গঞ্জে অনেক তরুণ যুবক তার স্বাধীনতার ঘোষণা নিজ কানে শুনেছিলেন। তাদেরকে জিজ্ঞেস করলেই সতত্য পাওয়া যাবে। জিয়াউর রহমান কা-ারির ভূমিকায় অবতীর্ণ হয়ে দিশেহারা জাতিকে জাগ্রত করে যুদ্ধের উদ্বুদ্ধ করেছিলেন এবং ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি সম্মুখসমরে যুদ্ধ করেছিলেন।
তিনি বলেন, রনাঙ্গণের জিয়ার পাশাপাশি বাংলাদেশকে পুনর্গঠন বা আধুনিক বাংলাদেশের রুপকার হিসেবে জিয়াউর রহমানের অবদান নিয়ে আরো ডকুমেন্টারি বানাবেন এটা আমার পরামর্শ। কেননা তিনি শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা এবং যুদ্ধ করেননি। তিনি তৎকালিন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রুপান্তর করেছিলেন। শুধু তাই নয়, যুদ্ধ পরবর্তী ৭২-৭৫ সালে যেসময় গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করা হলো তখনও তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। সেসময় চরম অত্যাচর নির্যাতন নিপীড়ন চলছিলো।
সাবেক এই মন্ত্রী বলেন, আজকে অনেকেই বলে থাকেন- বিএনপির জন্ম নাকি ক্যান্টনমেন্টে। তর্কের খাতিরে মানলাম বিএনপির জন্ম ক্যান্টমেন্টে। যদিও সেটা বাস্তব সত্য নয়। আমরা তো জানি বিশে^র সামরিক শাসকরা গণতন্ত্র হত্যা করেন। আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টমেন্টে হয়নি। যারা গণতান্ত্রিক বলে দাবি করে। তারা কেনো বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করল? তাহলে বাংলাদেশে জিয়াউর রহমান কী সেটা করেছিলেন? সুতরাং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য নতুন প্রজন্মকে জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, আজকে বাংলাদেশে আবারও বাকশাল কায়েম করা হয়েছে। অথচ বাংলাদেশ স্বাধীন হয়েছে কেনো? অর্থনৈতিক বৈষম্য ও শোষণ থেকে মুক্তির জন্য। সেজন্যই আমরা লড়াই সংগ্রাম করেছিলাম। অথচ বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করেছে। তাহলে মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণ হলো কোথায়? যেখানে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও লাখ লাখ মানুষ জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিলেন।
মঈন খান বলেন, বর্তমান সরকার যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে গণতন্ত্র তিরোহিত। দুর্নীতি এবং অর্থনীতি বিশৃঙ্খলার বিস্তার ঘটেছে। ধনী-গরিবের বৈষম্য বেড়েছে। বাজারে নিত্যপণ্যের দাম কতগুণ বেড়েছে। মূল্যস্ফীতি বেড়েছে। ৩ হাজার টাকার জিনিস এখন ৫ হাজার টাকা হয়েছে। আজকে এ ধরনের বৈষম্যের বিষয়গুলো নতুনভাবে তুলে ধরতে হবে।
জেডআরএফ’র স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের পরিচালনায় জেডআরএফ’র রিসার্চ সেলের আহ্বায়ক ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, কৃষিবিদ শামিমুর রহমান শামীম, ডা. পারভেজ রেজা কাকন, ব্যারিস্টার মীর হেলাল, ডা. এ এস হায়দার পারভেজ, প্রকৌশলী মাহবুব আলস, অধ্যাপক ড. মো. আবু জাফর খান, আমিরুল ইসলাম কাগজী, প্রকৌশলী মো. হানিফ, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, হাফিজ আল আসাদ সাঈদ খান ও প্রকৗশলী এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার