ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে থাকবে ভিজিল্যান্স টিম
০৯ এপ্রিল ২০২৩, ০৭:৩৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৮ পিএম
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে টার্মিনালগুলোতে ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে পরিচালনার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মালিক সমিতি ও প্রশাসনের সমন্বয়ে এ টিম গঠন করা হবে।
রোববার রাজধানীর রমনায় সংগঠনের কার্যালয়ে দেশের ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান, এমডিদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। এতে টার্মিনাল মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ঈদুল ফিতরে রুটে/কাউন্টারে যাত্রীদের থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এমনকি শ্রমিকদের বেকার ভাতা বা বকশিশের নামে গাড়ি থেকে অতিরিক্ত টাকা তোলা যাবে না। একই সঙ্গে ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকার বাহিরে রিজার্ভে পাঠানো যাবে না।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও