শ্রমিক দিবসের প্রতি সাধারণ জনগণের শ্রদ্ধাঞ্জলি
০১ মে ২০২৩, ০৫:০৭ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ০৫:০৭ পিএম
আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। একই সঙ্গে শ্রমিকদের আন্তর্জাতিক সংহতির দিন।
জানা যায়, ১৩৭ বছর ধরে ১ মে সারা বিশ্বে মে দিবস পালিত হয়। ১৮৮৬ সালের এই দিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে রাজপথে নামেন। এই শ্রমিকদের ওপর গুলি চালালে নিহত হন ১১ জন শ্রমিক। শ্রমিকদের জীবনদানের মধ্য দিয়ে পরবর্তীকালে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ৮ ঘণ্টা শ্রমের দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও দিবসটিতে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার ও নিরাপদ কর্মক্ষেত্রের দাবি এবং অত্যাবশ্যকীয় পরিষেবা বিলের নামে অধিকার হরণের দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবে।
মহান মে দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্কপ নেতা শহীদুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
এছাড়া মে দিবস উপলক্ষে সোস্যাল মিডিয়ায় নেটিজনরা শ্রমিকদের প্রতি সহানুভূতি জানিয়ে পোস্ট করেছেন। আবার অনেকেই মালিকদের শোষণ ও নিপীড়নের জন্য সরকারকে নজর দেওয়ার অনুরোধ করেছেন।
মো. মজিবুর রহমান প্রধান নামে একজন লিখেছেন, মহান মে দিবস উপলক্ষে সত্যিকারে শ্রমিকদেরকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।
নাসির উদ্দিন মানিক নামে একজন লিখেছেন, যে কোনো পেশায় স্বাধীনভাবে কাজ করতে পারলে মৃত মানুষকে জীবিত ছাড়া সকল কাজই সম্পূর্ণভাবে করা সম্ভব। সবাইকে মে দিবসের শুভেচ্ছা।
মো. সেলিম হোসেন দিপু নামে একজন লিখেছেন, সকল মেহনতি মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। জয় হোক সকল শ্রমজীবী মানুষের। সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা।
শাহরিয়ার পলাশ নামে একজন লিখেছেন, আমি তথ্য শ্রমিক। মে দিবসে সকল শ্রমিকদের শুভেচ্ছা।
আবু সালেহ আকন নামে একজন লিখেছেন, যেসব সংবাদশ্রমিক কঠোর পরিশ্রম করেও মাস শেষে বেতন পাচ্ছেন না, মহান মে দিবসে তাঁদের জন্য দোয়া।
আকতার হোসাইন নামে একজন লিখেছেন, এখন আর আনন্দ নেই সাংবাদিকতায়। নেশাও নেই। শুধুই পেশা বা চাকরি। এর প্রধান কারণ, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত গণমাধ্যমকর্মিরা। এই পেশায় দিনে দিনে শ্রমশোষণ বাড়ছে। সংসারে ব্যায়ের তুলনায় আয় বাড়েনি। ফলে সিংহের দাতের মতোই লেলিহান লোভের আগুনে পুড়ছে শ্রমজীবী মানুষ। তাদের আর্তনাদেই ঘুম ভাঙ্গে আমাদের। হয় চাকরি হারানোর আর্তনাদ, নয়তো পাওনা টাকা না পাওয়ার আর্তনাদ।
তিনি আরও লেখেন, আর্তনাদ আরও তীব্র হয়ে ওঠে, যখন দেখি কোনো কোনো দানবের হাতে মিডিয়ার লাইসেন্স চলে যায়। যারা সাংবাদিকতা শব্দটিও ঠিকমতো উচ্চারণ করতে পারেন না। বলেন, সাম্বাদিক। স্বাধীনতার ৫০ বছরেও কোনো শৃঙ্খলা এলো না এই পেশায়। কষ্টটা সেখানেই। তারপরও মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের অব্যাহত লড়াইয়ের ফলে ১৮ ঘণ্টার ডিউটি ৮ ঘণ্টায় নেমে এসেছে। আগামীতে অবশ্যই আরও অর্জন আসবে। কারণ এই পৃথিবীটা তাদেরই। তাদেরই রক্তে ও ঘামে তিলে তিলে রচিত হয়েছে।
মাসুদ মোসতাহিদ নামে একজন লিখেছেন, শ্রমিকদের অধিকার খাতা কলমে বাস্তবে শুধুই বেদনা!
ডা. আবু সাঈদ ভূঁইয়া নামে একজন লিখেছেন, শ্রমিককে তাঁর শ্রমের প্রাপ্য ঘাম শুকিয়ে যাওয়ার আগেই প্রদান করো।
অনেকেই বলেছেন, শ্রমিকরা এখনো ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায়ে সরকারকে কঠোর আইন করার জন্য জোড়ালো তাগিদ দেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম