অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিস বিশ^মানের সরঞ্জাম ব্যবহার করছে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মাইন উদ্দিন
০৪ মে ২০২৩, ০৪:৩৯ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ০৪:৩৯ পিএম
বৈদ্যুতিক সর্ট সার্কিট, মশার কয়েল, সিগারেট ও চুলার আগুনসহ সচেতনতার অভাবে অগ্নিকান্ডের ঝুঁকি বাড়ছে। উৎসুক জনতার ভিড় ও পানির উৎসের অভাবের কারণে অগ্নি নির্বাপন ব্যাহত হয়। ১৩ বছর আগের প্রস্তাবিত জাতীয় বিল্ডিং কোড পাশ হয়েছে গত বছর। যার সংস্কার বা আধুনিকায়ন প্রয়োজন। বর্তমানে কার্যকর ২০০৩ সালের অগ্নি নিরাপত্তা আইনে বেশ কিছু দুর্বলতা রয়েছে। এ আইনে ঝুঁকিপূর্ণ ভবনে নোটিশ প্রদান করা ছাড়া ফায়ার সার্ভিস অধিদপ্তরের আর কোন এখতিয়ার নেই। বঙ্গবাজারে অগ্নিকান্ডের পর ফায়ার সার্ভিস ভবনে হামলার ঘটনা খুবই দুঃখজনক। এ হামলায় ১৪টি গাড়ি ভাংচুর করা হয়েছে। যার প্রতিটির মুল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় সন্দেহভাজনদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ভবন নির্মাণে ২ শতাংশ অগ্নি নিরাপত্তার জন্য ব্যয় করলে অগ্নি ঝুঁকি কমানো সম্ভব। অগ্নি নির্বাপনে বাংলাদশ ফায়ার সার্ভিস বিশ^মানের সরঞ্জাম ব্যবহার করছে। যেকোন অগ্নি দুর্ঘটনার সংবার প্রাপ্তির ৩০ সেকেন্ডের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা রেসপন্স করে। গত বছর পেশাগত দায়িত্ব পালনকালে ১৩জন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন। ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন রয়েছে, যা আগামী ছয়মাসের মধ্যে চালু হতে পারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এসব অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেরি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আমাদের অগ্নি দুর্ঘটনা নিয়ে আতঙ্ক আছে, কিন্তু সচেতনতা নেই। নেই তেমন কোনো সরকারি-বেসরকারি সঠিক উদ্যোগ। ঢাকা শহরের ৯৮ শতাংশ বিপনী বিতানে অগ্নি ঝুঁকি মোকাবেলার সক্ষমতা নেই। কোন রকম নিয়ম নীতি না মেনেই গড়ে উঠেছে উপানুষ্ঠানিক মার্কেটগুলো। কিছু কিছু মার্কেটে লোক দেখানো ফায়ার এস্টিংগুইশার, পানি রিজার্ভ ট্যাংক, বালুর বালতি, রেসকিউ সিঁড়ি থাকলেও বড় কোন অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় তা মোটেই পর্যাপ্ত নয়। ঢাকা শহরে অপরিকল্পিতভাবে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের লাইন নেয়া হয়েছে। ছোটখাট কোন ভূমিকম্প অথবা অন্য যেকোন দুর্ঘটনায় মাটির নিচ দিয়ে যাওয়া অপরিকল্পিত এসব বিদ্যুৎ ও গ্যাসের লাইন এই শহরকে ভয়াবহ অগ্নিকূপে পরিণত করতে পারে। জনসংখ্যার ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ, অপ্রশস্ত সড়ক, ভবন মালিকদের উদাসীনতা, সচেতনতার অভাব, ফায়ার সার্ভিসের সক্ষমতার ঘাটতিসহ নানা কারণে দেশে আগুন লাগার ঝুঁকি কমানো যাচ্ছে না। তাই তাজরিন ফ্যাশন, নিমতলী, ছুরিহাট্টা, হাসেম ফুড, বিএম কন্টেইনার, বঙ্গবাজারের অগ্নিকান্ডের কথা মাথায় রেখে ভবন ব্যবহারকারী ও সরকারি সংস্থাগুলোকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে নি¤েœর ১০ দফা সুপারিশ পেশ করেন। প্রথমত আগুন লাগা প্রতিরোধসহ যেকোন ধরণের দুর্যোগের ঝুঁকি হ্রাসে, বিল্ডিং কোড বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর নেতৃত্বে সশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিয়ে একটি রোড ম্যাপ তৈরি করা দ্বিতীয়ত ২০১০ সালের প্রস্তাবিত বিল্ডিং কোড ১৩ বছর পর পাশ হয়েছে ২০২২ সালে। ইতোমধ্যে প্রযুািক্তগত আরো বেশ উৎকর্ষ ঘটেছে। তাই বর্তমান বিল্ডিং কোড সময় উপযোগি করে আধুনিকীকরণের পদক্ষেপ নেওয়া, তৃতীয়ত বিশে^র বিভিন্ন দেশের মতো আমাদের দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অগ্নিকান্ডের ঝুঁকিতে থাকা ভবনগুলির বিরুদ্ধে শুধু নোটিশ নয়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিতে হবে, চর্তুথত অগ্নি নির্বাপক সংস্থাগুলোর বিদ্যমান কাঠামো উন্নয়নের পাশাপাশি আধুনিক ফায়ার ইঞ্জিন, ওয়াটার হাইড্রেন্ট, উন্নত অগ্নি নির্বাপন সরঞ্জাম সরবরাহ করতে হবে। “ভবন ব্যবহারকারীদের অসচেতনতাই অগ্নি দুর্ঘটনার প্রধান কারণ” শীর্ষক ছায়া সংসদে বিরোধী দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয সরকারি দল প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মোরছালীন বাবলা, সাংবাদিক সবুজ ইউনুস ও সাংবাদিক ফারাবী হাফিজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা