ঢাবিতে ভর্তিচ্ছুদের ফুল দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার ছাত্রদল
০৬ মে ২০২৩, ০৬:১৪ পিএম | আপডেট: ০৬ মে ২০২৩, ০৬:১৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিতে এসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছে ছাত্রদল। শনিবার ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে কলম ও ফুল দিয়ে বরণ করে নেয়ার সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাইকোর্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় ছাত্রদলের অন্তত ৫ জন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে শাহবাগ থানা পুলিশ ২ ছাত্রদল কর্মীকে আটক করার কথাও জানা যায়।
ছাত্রলীগের হামলায় আহত হয় ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের কর্মী আব্দুল্লাহ তালুকদার সাব্বির, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আব্দুল্লাহ আল সাব্বির, আতিক ইশরাক এবং স্যার এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক জারিফ রহমান আহত হন। আহতদের মধ্যে মমিনুল ইসলাম জিসান, রাজু আহমেদ এবং আব্দুল্লাহ আল সাব্বিরের অবস্থা গুরুতর।
ঘটনাস্থলে এসে ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান অনিক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিককে শাহবাগ থানা পুলিশ আটক করেন বলে জানান ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, আমরা ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে কার্জন হলের সামনে দিয়ে বের হয়ে যাওয়ার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের উপস্থিতিতে ছাত্রলীগ আমাদের উপর হামলা চালায়।'
হামলার ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রত্যক্ষ নির্দেশনা ছিল বলে অভিযোগ করেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল। তিনি বলেন, এই হামলার পেছনে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা ছিল। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবীর শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঘটনার সময় আশেপাশে ছিল।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হামলা সম্পর্কে বলেন, ভর্তি পরীক্ষার সময় নবীনদের শুভেচ্ছা জানাতে ফুল ও কলমের বিরুদ্ধে যে ছাত্রসংগঠন সশস্ত্র হামলা চালায় তা আদৌ ছাত্রসংগঠন কি না তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এহেন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায়। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথেই ছাত্রলীগের সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করবে।
হামলার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ইসলাম সৈকত বলেন, এগুলো পুরোপুরি বানোয়াট কথা। বাংলাদেশ ছাত্রলীগ পরীক্ষার্থীদের পরিষেবা দিতে ব্যস্ত ছিলো। বরং তারা নিজেরা নিজেরা মারামারি করেছে। এটা ছাত্রলীগের কোনো বিষয় না, এটা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল। আমরা পুরো ক্যাম্পাসে ২০টি হেল্প ডেস্ক বসিয়েছি। আমরা পুরো ক্যাম্পাসেই ছিলাম। সুতরাং হামলার সময় ঘটনাস্থলের আশেপাশে থাকতেই পারি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়নও বিষয়টিকে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল বলে মন্তব্য করেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
শ্রদ্ধার প্রেম প্রস্তাব ফিরিয়ে দিয়ে অনুতপ্ত বরুণ ধাওয়ান
শেরপুরে জেল পলাতক হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মুসলিম জাগরণের অগ্রপথিক মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ আজ জন্মদিন
গত সাড়ে ১৫ বছর যারা শাসন করেছে, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে: আমীরে জামায়াত
রাজস্থানে ৩ দিনেও উদ্ধার হয়নি ৭০০ ফুট গর্তে আটকে থাকা শিশু
জকিগঞ্জে বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিলে ভক্ত-মুরিদানের ঢল
‘অন্তর্বর্তী সরকারের উদারতা এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’
বিমান হামলায় গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার