গাজীপুরে ঘরে ঢুকে কুপিয়ে ছাত্রী হত্যা, কারণ জানালো র্যাব
১১ মে ২০২৩, ০৪:৪৬ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ০৪:৪৬ পিএম
বাসায় ঢুকে গাজীপুরে ছাত্রীকে কুপিয়ে হত্যা এবং মা ও বোনসহ তিনজনকে জখমের ঘটনায় প্রধান আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। বিয়ের প্রস্তাবে রাজি না হয়ে বিদেশ যেতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে রাবেয়া আক্তারকে (২৩) খুন করে গৃহশিক্ষক সাইদুল ইসলাম। এরপর নিজের চুল ও দাড়ি কেটে আত্মগোপনে চলে যান তিনি।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে, করোনাকালীন সময়ে নিহত রাবেয়া, তার মা এবং আরও তিন বোনকে আরবি পড়াতেন তিনি। সাইদুল গাজীপুরের শাল্লা এলাকার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। পাশাপাশি একটি মসজিদে তিনি নামাজ পড়াতেন।
কমান্ডার খন্দকার মঈন বলেন, ধর্মীয় শিক্ষক হিসেবে তিনি ওই পরিবারের সকল সদস্যকে ৪-৫ মাস এবং ছোট বোনকে প্রায় ৬ মাস আরবি পড়িয়েছেন। এই সময়ে রাবেয়ার সঙ্গে তার একটি সুসম্পর্ক গড়ে ওঠে। ফলশ্রুতিতে, রাবেয়ার প্রতি সাইদুল কুনজর দেন এবং মৌখিকভাবে সকলের অসম্মতিতে গোপনে রাবেয়াকে বিয়ে কং। বিষয়টি রাবেয়ার পরিবার জানার পর সাইদুলকে বাসায় আসা বন্ধ করে দেন এবং তার পরিবারকে বিষয়টি জানিয়ে অনিরোধ করেন, যেন সাইদুল রাবেয়াকে আর উত্যক্ত না করে।
র্যাব মুখপাত্র বলেন, কলেজে যাওয়ার সময় বা কর্মস্থলে যাওয়ার সময় সাইদুল রাবেয়াকে উত্যক্ত করতেন। এর প্রেক্ষিতে ২০২২ সালের অক্টোবরে সাইদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন রাবেয়া। অভিযোগের পরে কয়েকদিন তাকে উত্যক্ত করা বন্ধ ছিল। পুনরায় গত ২ মাস আগে থেকে সাইদুল রাবেয়াকে বিভিন্নভাবে উত্যক্ত এবং সামাজিকভাবে বিয়ের জন্য চাপ দিতে থাকে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, সম্প্রতি রাবেয়া ইউরোপের একটি দেশে স্কলারশিপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানার পরে ক্ষিপ্ত হয়ে সাইদুল তাকে বিয়ে না করলে হত্যা করবে বলে হুমকি দেন। রাবেয়ার পরিবার বিষয়টি সাইদুলের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
র্যাব কর্মকর্তা মঈন বলেন, আসামি সাইদুল পরিকল্পিতভাবে রাবেয়াকে হত্যা করার জন্য ৭ মে বিকেলে শাল্লা বাজারের একটি দোকানে গরু কাটার একটি ছুরি অর্ডার দেন। ৬৫০ টাকার দিয়ে সেই ছুরিটি ৮ তারিখ সন্ধ্যায় তিনি সংগ্রহ করেন। সাড়ে ৭টার দিকে তিনি ভিকটিমের বাসায় যান। রাবেয়া যে রুমে পড়াশোনা করছিলেন সেই রুমে প্রবেশ করে ওই ছুরি দিয়ে রাবেয়াকে এলোপাথাড়িভাবে আঘাত করেন।
তিনি আরও বলেন, রাবেয়ার চিৎকার শুনে অন্য রুমে থাকা রাবেয়ার মা এবং বোনেরা রাবেয়াকে বাঁচাতে আসলে তাদেরকেও সাইদুল ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যান। পরে রাবেয়ার বাবা এবং স্থানীয়রা প্রাথমিক ভাবে তাদেরকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ভিকটিম মারা যান। বাকিদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে আনা হয়। ভিকটিমের মা এখনও আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ওই ঘটনার পর সাইদুল টাঙ্গাইলের ভূঞাপুরে তার এক বন্ধুর বাসায় আত্মগোপনে চলে যান। যাতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে শনাক্ত করতে না পারে সেজন্য তিনি তার চুল এবং দাড়ি কাটেন। আত্মগোপনে থাকা অবস্থায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব-১ এর আভিযানিক দল তাকে বুধবার রাতে গ্রেপ্তার করে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার