অধিকারের লড়াইয়ে মানুষ রাজপথে নামতে শুরু করেছেন : সাইফুল হক
১৬ মে ২০২৩, ০৭:১১ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ০৭:১১ পিএম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিএনপিসহ সব বিরোধীদল রাজপথে কার্যকর ঐক্য গড়ে তুলেছে। এ লড়াইটা কোনো দলীয় দাবির জায়গা থেকে নয়। এবারের লড়াইটা দেশের মানুষের ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, মর্যাদার জন্য, সম্মানের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং সেই লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ হব। ইতোমধ্যে মানুষ রাজপথে নামতে শুরু করেছেন।
মঙ্গলবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘৪৭তম ঐতিহাসিক ফারাক্কা লং-মার্চ দিবস’ উপলক্ষ্যে ঐতিহাসিক ফারাক্কা লং-মার্চ উদযাপন কমিটি আয়োজিত মানববন্ধন-সমাবেশে এসব কথা বলেন তিনি।সমাবেশে সাইফুল হক বলেন, আগামী দুই/তিন মাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান দখলদার সরকার জমিদারি বহাল রাখবে নাকি বাংলাদেশের মানুষ জিতবে? আগামী দুই/তিন মাসের মধ্যে আমরা এ রাজনৈতিক প্রশ্নটা মীমাংসা করব। মানুষ রাজপথে নামতে শুরু করেছেন। মানুষের ঐক্যের মুখে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে লাভ হবে না। এবার বিরোধীদল ও জনগণ ঐক্যবদ্ধ হচ্ছেন। এ ঐক্যতাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি।
তিনি বলেন, সরকারকে বলতে চাই- আপনারা যদি অনুগত করার পররাষ্ট্রনীতি বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষ এমনিতেই আপনাদের বিদায় দেবে। আপনারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, ভাতের অধিকার কেড়ে নিয়েছেন, মান-সম্মান নিয়ে বাঁচার যে সুযোগ সেটা পর্যন্ত কেড়ে নিয়েছেন। বাকি ছিল স্বাধীনতার সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা। সেটাকে পর্যন্ত আপনারা বিসর্জন দিয়েছেন। সেই কারণের আজ যদি দেশকে রক্ষা করতে হয়, জনগণকে রক্ষা করতে হয়, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, গণতন্ত্রকে নিশ্চিত করতে হয়, অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হয়, স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিত করতে হয়, তাহলে এ সরকারকে গণআন্দোলন-গণজাগরণের পথে বিদায় দেওয়া ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই আমরা রক্ষা করতে পারব না।
তিস্তার চুক্তির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ তার ন্যায্য হিস্যা চায়। আমরা ছিটমহল ও বন্দরগুলোর সমস্যার সমাধান করে দিয়েছি। কিন্তু ভারত আমাদের পানির সমস্যাটি মীমাংসা করেনি। বন্যার সময় আমাদের যখন পানির দরকার নেই তখন ভারত আমাদের এখানে পানি ফেলে দেয়। এতে আমাদের ফসল, জমিসহ গুরুত্বপূর্ণ সবকিছু নষ্ট হয়ে যায়। কিন্তু খরার সময় যখন আমাদের পানির দরকার তখন আমাদের ফসলসহ প্রাণ-প্রকৃতির জন্য ভারত আমাদের পানি দেয় না।
সমাবেশে পারভীন ভাসানীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানীসহ দলের অন্যান্য সদস্যরা।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ