নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র ছিঁড়ে ৩ শ্রমিকের মৃত্যু
২৪ জুন ২০২৩, ০৭:০৫ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০২ এএম
রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র (রুপস) ছিঁড়ে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. জাফর (৫০), মো. মিজান (৩২) ও মো. মোস্তফা (৪২)।
শনিবার (২৪ জুন) দুপুরের দিকে নয়াপাড়া নূর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই নির্মাণশ্রমিক।
ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) সুব্রত পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়াপাড়া নূর মসজিদ এলাকায় নির্মাণাধীন ভবনে মিস্কার মেশিন (রুপস) ওপরে তোলার সময় তা ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় নিচে শ্রমিকরা কাজ করছিলেন। ছিঁড়ে পড়া রুপস তাদের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, এ দুর্ঘটনায় আরও দুজন শ্রমিক আহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও