ট্রেন দেখানোর কথা বলে ৪ বছরের শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি
১৮ জুলাই ২০২৩, ০২:২২ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ০২:২২ পিএম
১৫ জুলাই রাজধানীর কামরাঙ্গীরচরে চার বছরের শিশু সালমানকে অপহরণ করা হয়। মমিনবাগ এলাকা থেকে ট্রেন দেখানোর কথা বলে সালমানকে অপহরণ করে নিয়ে চট্টগ্রাম চলে যায় তিন অপহরণকারী। পরদিন (১৬ জুলাই) অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি অপহৃতের পরিবারকে ফোন করে এবং মুক্তিপণ দাবি করে। পরে সালমানের পরিবার স্থানীয় থানা পুলিশ ও র্যাব-১০-কে অবহিত করে বিষয়টি। পরবর্তীতে র্যাব চট্টগ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। এ অপহরণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অপহরণের পর ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
গ্রেপ্তার দুইজন হলো মো. শাফায়েত হোসেন আবির ও মো. আল আমিন। এ ঘটনায় জড়িত আরও দুইজনের নাম পাওয়া গেছে এবং তারা হলো হেলাল ও আইয়ুব।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চার বছরের শিশু অপহরণ ও মোটা অঙ্কের মুক্তিপণ দাবির ঘটনায় অপহৃত শিশুকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকা থেকে উদ্ধার করে র্যাব-১০। চক্রটির মূলহোতা শাফায়েত হোসেন আবির ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব মুখপাত্র বলেন, গতরাতে র্যাব-৭ ও ১০ এর একটি দল চট্টগ্রামের সদরঘাট আইস ফ্যাক্টরি রোড এলাকায় যৌথভাবে অভিযান চালায়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয। গ্রেপ্তার শাফায়েত ও আল আমিন শিশু সালমানের পাশের বাসার ভাড়াটিয়া ছিল। তিন মাস আগে সালমানকে বাসার সামনে খেলাধুলার সময় তাকে অপহরণের পরিকল্পনা করে তারা। শিশুটির বাবা হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিল, এই সময়টাকে বেছে নেয় অপহরণকারীরা।
খন্দকার মঈন বলেন, পরিকল্পনা অনুযায়ী, আল আমিন শিশু সালমানকে বিভিন্ন সময়ে চিপস, চকলেট, খেলনা কিনে দিয়ে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। গত ১৫ জুলাই শিশুটিকে বাসার সামনে থেকে আল আমিন তাকে অপহরণ করে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় তার অপর এক সহযোগী হেলালের কাছে নিয়ে যায়।
তিনি আরও বলেন, হেলাল শিশু সালমানকে চট্টগ্রামে নিয়ে যায় এবং শাফায়েত ও আল আমিনকে চট্টগ্রামে যেতে বলে। চট্টগ্রামে গিয়ে হেলালের পরিচিত আইয়ুবের বাসায় সালমানকে রাখা হয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগী শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এসময় ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শিশুটির পরিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের ৫ হাজার টাকাও দেয়।
একপর অপহরণকারীরা পাঁচ লাখ টাকার বিনিময়ে সালমানকে ফেরত দিতে রাজি হয়। মুক্তিপণের টাকা নিয়ে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় যেতে বলে তারা। ভুক্তভোগীর পরিবারটি তাদেরকে আশ্বস্ত করে, তারা মুক্তিপণের টাকা নিয়ে চট্টগ্রামে যাচ্ছে এবং শিশুটির যাতে কোনো ক্ষতি না হয়।
র্যাব কর্মকর্তা মঈন বলেন, শিশুটির পরিবার মুক্তিপণের টাকা নিয়ে আসতে দেরি করায় তাদের অবস্থান পরিবর্তন করে আল আমিন এবং শাফায়েত সালমানকে সঙ্গে নিয়ে ট্রেনযোগে ফেনী-চট্টগ্রাম যাতায়াত করে। শাফায়েত ও আল আমিন শিশু সালমানকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আইয়ুবের কাছে রেখে মুক্তিপণের টাকা নেয়ার জন্য নিউ মার্কেট এলাকায় যায়। পরে র্যাব তাদের গ্রেপ্তার করে।
তাদের দেয়া তথ্য অনুযায়ী, শিশুটিকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে আইয়ুব র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ