প্রধানমন্ত্রীর মধ্যে নমরুদ, ফেরাউন, হিটলারের আত্মা ভর করছে: রিজভী
০১ আগস্ট ২০২৩, ০৩:২৪ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৩, ০৩:২৪ পিএম
প্রধানমন্ত্রীর মধ্যে নমরুদ, ফেরাউন এবং হিটলারের আত্মা ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন,'প্রধানমন্ত্রী মধ্যে কোন বিবেকবোধ নেই।যদি অবৈধ প্রধানমন্ত্রীর বিবেক থাকতো তাহলে একজন ৭৫ বছর বয়সী বর্ষীয়ান রাজনীতিবিদ যিনি বাংলাদেশের মন্ত্রী ছিলেন,তাকে রাস্তায় ফেলে পেটানো হতো না।তিনি তো মহিলা মহিলাদের মধ্যে তো অনেকটা মানবতাবোধ থাকে তার মধ্যে সেই মানবতাবোধ নেই।তার আত্মায় নমরুদ,ফেরাউন, হিটলারের আত্মা ভর করেছে।
মঙ্গলবার(১ আগষ্ট) দুপুরে নয়াপল্টনে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলার প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ঢাকার প্রবেশদ্বারে দলের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন,'নেতাকর্মীদের উপর এই অন্যায় আঘাত বৃথা যাবে না প্রতিটা আঘাতের প্রতুক্তর দেয়া হবে।আমরা গান্ধিবাদে বিশ্বাস করি না,শান্তিতে বিশ্বাস করি।গণতন্ত্রে শান্তির যে জায়গা সেটা বিশ্বাস করি।কিন্তু আঘাতে আঘাতে আমাদেরকে ক্ষতবিক্ষত করলে পাল্টা আঘাত ও আমরা করতে জানি সময় মতো আমরা সেটা করবো।
বিএনপির এই মুখপাত্র সরকারের সমালোচনা করে বলেন,'
আমরা এরশাদের জুলুম দেখেছি আমরা তার বিরুদ্ধেও প্রতিবাদ করেছি।তখনো এই জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছিল। এরপর আবার ২০০৮ সালে আন্তর্জাতিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তবে অন্যান্য যে স্বৈরাচার আইয়ুব খান-এরশাদ এর চাইতে কেন জানি আওয়ামী লীগের জুলুম নির্যাতনের মাত্রাটা একটু ভিন্ন রকমের।ওরা আওয়ামী লীগ এমন ভাবে নিজেদেরকে যে বাংলাদেশে অন্য কেউ কথা বলবে না। তার সামাজিক মর্যাদা যেটাই থাক ওরা নিজেদেরকে প্রভু মনে করে।নিজেদেরকে মনে করে এই দেশের তারা মালিক জনগণ মালিক নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এর উপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,একজন ৭৫ বয়সী বর্ষীয়ান রাজনীতিবিদ যিনি বাংলাদেশের মন্ত্রী ছিলেন,তাকে রাস্তায় ফেলে পেটাচ্ছে।কারা পেটাচ্ছে?পুলিশের পোশাক পরা হয় যুবলীগ, না হয় স্বেচ্ছাসেবক লীগ আর না হয় ছাত্রলীগের কেউ।অথচ সেখানে অফিসাররা দাঁড়িয়েছিলেন তারা তাকে রক্ষা করলেন না।রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হলো রাজারবাগ পুলিশ হাসপাতালে।তারপরে নাটক করে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হল।তারা(ডিবি) তাকে খাবার দিয়ে ছবি তুলে ভাইরাল করলেন।সেটি ভাইরাল করে তারা যে রুচি বিকৃতির প্রদর্শন করেছেন তার মাধ্যমে প্রমান হল বাংলাদেশের পুলিশ যে একটা রাষ্ট্রীয় সংস্থা থাকলো না,আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রাইভেট বাহিনীতে পরিণত হয়েছে।
রিজভী ধিক্কার জানিয়ে বলেন,'
খাবার দিয়ে ছবি তোলা এটা তো ছোটলোকরা করে এটা তো কোন ভদ্র লোক করতে পারে না।আওয়ামী লীগ সেই ঐতিহ্যই বহন করছে।এদের ঐতিহ্যে সভ্যতা নেই,সুসংস্কৃতি নেই।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন,'প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি আবার ১৩-১৪ সালের মতো সন্ত্রাসী কার্যকলাপ করছে প্রধানমন্ত্রী আপনি কি কথা বলেন? ২৮ জুলাই যে মহাসমাবেশ সেটির অনুমতি দিয়ে পুলিশ কত গরি মষি করেছে কোন সহিংসতা হয়েছে?কই এখানে তো কোন মারামারি হয়নি আপনার ওই সন্ত্রাসী বাহিনী বিএনপির সাথে মারামারি করতে না পেরে ওই একটি নিরীহ মাদ্রাসার ছাত্রকে হত্যা করেছে গুলিস্তানে।আপনার যুবলীগ ছাত্রলীগ প্রতিদিন সন্ত্রাস করছে মানুষকে হত্যা করছে।কোন মুখে আপনি এই কথা বলেন।
রিজভী বলেন,'কালকে পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠ ব্যবসায়ী নাসা গ্রুপের চেয়ারম্যান লন্ডনের অভিজাত এলাকায় আড়াই শো কোটি টাকা দামের বাড়ি করেছে। যাকে ২০১৮ সালে বাংলাদেশ ব্যাংক বলেছে তার ব্যবসা বাণিজ্যে আমদানি রপ্তানিতে জালিয়াতি আছে সেই ব্যক্তিদেরকে আপনি(প্রধানমন্ত্রী)ধরেন না। তাদেরকে প্রশ্রয় দেন। ওরা যে টাকা পাচার করে ক্ষমতাসীন নেতা-মন্ত্রীরা এমনকি প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজন তাদেরকে প্রশ্রয় দেয়।
প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক,সাবেক সভাপতি ডা.দেওয়ান সালাউদ্দিন বাবু,বিএনপির প্রান্তিক বিষয়ক সম্পাদক অপর্ণা রায় চৌধুরী,কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খুবির উৎকর্ষ সাধনে পাশে থাকবে ইরান
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
মানিকগঞ্জ-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি হরিরামপুর-শিবালয়বাসীর
গোয়ালন্দে সুইট হাট জাতের মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি