বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের মতবিনিময়ে প্রফেসর এবিএম আবদুল্লাহ
০৩ আগস্ট ২০২৩, ০৮:৪৮ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৩, ১২:১০ এএম
ইমেরিটাস প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, তামাকজাত পণ্য ব্যবহারের কারণে নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন প্রায় ৪৫০ জন মানুষের মৃত্যু হয়। সেই হিসেবে প্রতি ঘণ্টায় মৃত্যু হয় ১৮ জনের বেশি মানুষের। যা ডেঙ্গু বা করোনাভাইরাসে মৃত্যুর হারের তুলনায় অনেক বেশি। তাই তামাকজাত পণ্যের ব্যবহার বন্ধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বৃহষ্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইনের বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খুরশীদ আলম।
প্রফেসর এবিএম আবদুল্লাহ বলেন, আইন না থাকায় মানুষ অন্যায় করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আইন থাকলে মানুষের মধ্যে ভয় কাজ করবে। ব্যবসায়ীরা যার যার স্বার্থ দেখে। অথচ এ খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায়, তার কয়েকগুণ বেশি টাকা তামাকজনিত রোগের চিকিৎসায় ব্যয় হয়। বিড়ি, সিগারেট মানুষের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর আক্রান্ত করে। তাই ধূমপান প্রতিরোধে আইন করতে হবে। আইন করতে গেলে প্রতিবন্ধকতা থাকবেই। তারপরও এ আইন বাস্তবায়ন করতে হবে। তামাক, জর্দা, ও গুল এগুলো নিষিদ্ধ করতেই হবে। ২০৪১ সালের মধ্যে ধূমপান মুক্ত দেশ গড়া প্রধানমন্ত্রীর লক্ষ্য জানিয়ে তিনি বলেন, এই লক্ষ্য পূরণে আমাদের চেষ্টা থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন জনসচেতনতা। দোকানে বিড়ি সিগারেট খুচরা শলাকা বিক্রি বন্ধ করতে হবে। ধূমপায়ীরা ধূমপানের পক্ষে নানা যুক্তি উপস্থাপন করেন, কিন্তু কোনো কারণই ধূমপান গ্রহণযোগ্য নয়। আমরা প্রচারের ক্ষেত্রেই জোর দিতে চাই। এ জন্য সরকারি সব বিজ্ঞাপনে ধূমপানের সতর্কবার্তা যুক্ত করার কথা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এ সময় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. আহমেদুল কবীর ও ডা. রাশেদা সুলতানা। তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি। এ কারণেই ডেঙ্গুর প্রকোপের মুহূর্তেও তামাক নিয়ে কথা বলছি। বাংলাদেশে অসংক্রামক রোগই এখন মূল সমস্যা। বেশির ভাগ অসংক্রামক রোগের পেছনে রয়েছে তামাকজাত পণ্য। সরকার বছরে এ খাত থেকে যে রাজস্ব পায়, তার থেকে ২৭ শতাংশ বেশি ব্যয় হয় তামাকজাত দ্রব্য ব্যবহার জনিত রোগের চিকিৎসায়।
হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি’র সভাপতিত্বে অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক মাইনুল হাসাল সোহেল শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
মানিকগঞ্জ-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি হরিরামপুর-শিবালয়বাসীর
গোয়ালন্দে সুইট হাট জাতের মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর