ডাকসু নেতা আখতারের নেতৃত্বে নতুন ধারার ছাত্র রাজনীতির ঘোষণা আসছে
০৩ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৪২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আখতার হোসেনকে আহ্বায়ক এবং সংগঠক নাহিদ ইসলামকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি ছাত্র সংগঠন।
প্রাথমিকভাবে সংগঠনের জন্য তিনটি নামের কথা শোনা যাচ্ছে। নামগুলো হলো "গণতান্ত্রিক ছাত্র শক্তি (ডিএসএফ)", "জাতীয় ছাত্র সমষ্টি (এনএসসি)", ও "বাংলাদেশ ছাত্র মুক্তি (বিএসএফ)"। তবে কোন নামে এর যাত্রা শুরু হবে তা জানা যাবে আগামীকাল। সংগঠনটির অন্যতম একজন সংগঠক বলেন, সংগঠনের সকলের পরামর্শ সাপেক্ষে আগামীকাল সংবাদ সম্মেলনে চূড়ান্ত নামটি ঘোষণা করা হবে।
সোমবার (২ অক্টোবর) আখতার হোসেন ও নাহিদ ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির আত্মপ্রকাশের বিষয়ে জানানো হয়। এতে আগামী বুধবার (৪ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়ার কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ইতিহাসের ভুলত্রুটি শুধরে বর্তমানের সংকট নিরসন করে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা সকলের। এর জন্য প্রয়োজন সময়োপযোগী রাজনীতি, চিন্তা ও নেতৃত্ব গঠন। বাংলাদেশে ঐতিহাসিকভাবে ছাত্র রাজনীতি নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক শিক্ষার আঁতুড়ঘর হিসেবে কাজ করেছে। বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত ও শিক্ষাব্যবস্থায় যে দীর্ঘমেয়াদী ক্ষত ও অব্যবস্থাপনা তৈরি হয়েছে তার পুনর্গঠনে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ধারাবাহিক সক্রিয়তা। এ কার্যক্রমে শিক্ষার্থী ও তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব অতি জরুরি বিষয়।
নেতৃবৃন্দ বলেন, কোভিড পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আমাদের জাতীয় শিক্ষা কার্যক্রম এখনো পূর্বের ঘাটতি পূরণ করে পুরোনো ছন্দে ফিরতে পারেনি। বিশ্ববিদ্যালয়গুলোতেও এর ব্যতিক্রম ঘটেনি। এর পাশাপাশি রয়েছে পাঠ্যপুস্তক বিতর্ক, নতুন শিক্ষা কার্যক্রম, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন ইত্যাদি। সবক্ষেত্রেই আমরা সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। শিক্ষিত তরুণদের জন্য দেশে উপযুক্ত কর্মসংস্থানও তৈরি হয়নি। সরকারি চাকুরি লাভ ও উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনই যেন এ দেশের মেধাবী তরুণ-তরুণীদের একমাত্র আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক শূন্যতার কথা উল্লেখ করে বলা হয়, অন্যদিকে, কোভিড পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি যেন আরো মুখ থুবড়ে পড়েছে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনের উত্তাপের রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তৈরি হয়েছে রাজনৈতিক শূন্যতা। আমরা আশা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতা বজায় থাকবে ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ চালু হবে এবং ছাত্রনেতৃত্ব তৈরি হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক পরিসর আরো সংকুচিত হয়েছে। এ সময়ের ছাত্র রাজনীতি ইস্যুভিত্তিক কর্মসূচী ও প্রতিক্রিয়া ছাড়া শিক্ষার্থীদের সামনে কোনো সামষ্টিক ভিশন তৈরি করতে পারেনি। ছাত্র রাজনীতির স্বতন্ত্র ও স্বাধীন ধারা বিকশিত না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরাও রাজনীতিবিমুখ হয়ে পড়েছে।
নতুন সংগঠনটির উত্থান প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র রাজনীতির এ পর্যালোচনা ও নতুন একটি ছাত্র রাজনীতি বিকাশের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও জনপরিসরে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আড্ডা, সেমিনার ও প্লাটফর্ম তৈরি হয়েছে। কিছু শিক্ষার্থী চিন্তা বিনির্মাণের লক্ষ্যে এসব উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতি শিক্ষার্থীদের অনাস্থা তৈরি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়। শিক্ষার্থীদের রাজনৈতিক বিকাশের জন্য আমরা একটি নতুন প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করছি। সেই লক্ষ্যে আমরা গত কয়েক মাস ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সক্রিয় শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে একটি নতুন ছাত্র সংগঠন গঠন করার সিদ্ধান্তে উপনীত হয়েছি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
লিভ টুগেদার ইস্যুতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার লিগ্যাল নোটিশ অভিনেত্রীকে
ওলামায়ে কেরামকে গায়েবি মামলা দিয়ে হেনস্তা করেছে- ডঃ মাও সামিউল হক ফারুকী
কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই
রোববার থেকে নগর ভবনে দাপ্তরিক কাজ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় : উপদেষ্টা আসিফ মাহমুদ
গণহত্যার টপ কমান্ডারদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে: চিফ প্রসিকিউটর
কনস্টাস কাণ্ডে কোহলির দোষ দেখছেন অস্ট্রেলিয়ার বোর্ড প্রধান
চরমোনাই মাদরাসা ছিল মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প: মাসুম বিল্লাহ
বগুড়ায় বালু ব্যবসায়ী হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ
মাগুরার শ্রীপুরে জোড়া শিশুর জন্ম
রিক্সা ভ্যানে চলন্ত ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে সহ নিহত ৩
পদ্মা নদীর ভয়ঙ্কর আগ্রাসনে হুমকির মুখে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: চালকসহ গ্রেপ্তার ২
গোপালগঞ্জ আড়াই শ’ বেডের আরএমও জেল -হাজতে
বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে আবারও মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা
সাংবাদিক আনিসুর রহমানের মৃত্যু
নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার অবিশ্বাস্য পরাজয়
রাশিয়ার উপর আজারবাইজানের বিমান ভূপাতিতের অভিযোগ : যুক্তরাষ্ট্রের ইঙ্গিত
ফিরে দেখা ২০২৪: সংস্কারের বছরে মাঠের ক্রিকেটে হতাশা
মানুষ সুন্দর ও কল্যাণের অপেক্ষায় আছে : হাজী ইয়াছিন
সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ছে