ন্যায্য মজুরি চাইতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু কলঙ্কজনক: ইউট্যাব
০৯ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম
গাজীপুরে নারী পোশাক শ্রমিক আঞ্জুয়ারা বেগম পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ^বিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একইসঙ্গে বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম বেতন যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। বুধবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান বলেন, গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধির আন্দোলন দমনে পুলিশের বর্বরোচিত হামলা, নির্বিচারে গুলি ও বেপরোয়া লাঠিচার্জে শ্রমিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা বলেন, বুধবার সকালে গাজীপুরে পুলিশের বর্বরোচিত হামলা ও গুলিতে একজন নারী শ্রমিক নিহত হয়। আমরা মনে করি ন্যায্য মজুরির জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যুবরণ একটা কলঙ্কজনক অধ্যায়।
নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, গার্মেন্টস খাত বাংলাদেশের একটি গর্বের বিষয়। এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি একটি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছিল। বিশেষ করে গার্মেন্টস শিল্পের রুপকার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এই খাতটি সমৃদ্ধি লাভ করেছিল। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে এই খাতকে আজকে দুর্বল করেছে। ফলে বর্হিবিশ্বের অনেক দেশ আজকে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের অর্ডার অনেকাংশে কমিয়ে দিয়েছে। একইসঙ্গে নানাবিধ কারণে শ্রমিকদের মাঝে অসন্তোষ তৈরি হয়েছে।
তারা বলেন, আমরা লক্ষ্য করছি যে, কিছুদিন ধরে দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন অঞ্চলের গার্মেন্টস শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। বর্তমানে গার্মেন্টসের শ্রমিকরা মাসিক যে মজুরি পান তা দিয়ে একটি সংসারের থাকা খাওয়াও অসম্ভব। সেইসঙ্গে খাদ্যসহ নিত্যপণ্যের আকাশচুম্বী দামের কারণে শ্রমিকসহ নি¤œ আয়ের মানুষের ত্রাহি অবস্থা। তারা মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে স্বল্প আয়ের শ্রমিকদের জীবনযাপন দুর্বিষহ। অথচ ক্ষমতাসীন সরকার সেদিকে ভ্রুক্ষেপ না করে বাঁচার মত ন্যুনতম মজুরি নির্ধারণে বাস্তবসম্মত উদ্যোগ না নিয়ে গত মঙ্গলবার ১২ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণ করে ঘোষণা দিয়েছেন সরকার যা গ্রহণযোগ্য নয়।
ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে এবং ২৫ হাজার টাকা বেতনের দাবিতে বুধবার গাজীপুরে প্রতিবাদ সমাবেশ করছিলো, মালিকের স্বার্থে শ্রমিক আন্দোলন দমনে নিষ্ঠুরভাবে মাঠে নেমেছে পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে হামলা, টিয়ারগ্যাস ও গুলি চালালে এতে আঞ্জুয়ারা বেগম নামে একজন নারী পোশাক শ্রমিক নিহত ও অসংখ্য শ্রমিক আহত হয়েছেন। গত সপ্তাহেও রাসেল হাওলাদার ও ইমরান নামের দুজন শ্রমিককে পুলিশ গুলি করে হত্যা ও অসংখ্য শ্রমিককে আহত করার ঘটনা ঘটেছে। ফলে অনেক কারখানা বন্ধ করে দিয়েছে। সরকার মজুরি বোর্ড গঠন করলেও শ্রমিকদের স্বার্থে তাদের কোনো ভূমিকা নেই। সম্প্রতি মালিক পক্ষ ১২ হাজার ৫০০ টাকা মজুরির ঘোষণা করেছে যা কোনোভাবেই বাস্তবসম্মত নয়।
তারা আরও বলেন, পুলিশ দিয়ে দমন-পীড়ন চালিয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির ন্যায়সঙ্গত আন্দোলন বন্ধ করা সমীচীন নয়। এক্ষেত্রে উচিত অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরির দাবি মেনে নেওয়া। এটা শ্রমিক ও শিল্পের জন্যও মঙ্গলজনক। তা না হলে গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ নিরসন হবে না। নেতৃদ্বয় অবিলম্বে শ্রমিক হত্যার বিচার ও নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানান।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ