নীল নকশার নির্বাচন দেশবাসী করতে দেবে না
১৯ নভেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম
সরকার নির্বাচনের নাটক মঞ্চস্থ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, দেশবাসী স্বাধীনতার ৫২ বছর পর্যন্ত নির্বাচনের নামে নাটক পর্যবেক্ষণ করছে। বর্তমান সরকার নির্বাচনের নামে ২০১৪ এবং ২০১৮ সালেও নাটক করেছে। এবারও নতুন নাটক মঞ্চস্থ করছে। একতরফা তফসিল ঘোষণার পর সারাদেশে আওয়ামী লীগ আনন্দ মিছিলের নামে যে বার্তা দিয়েছে, তাতে এবারও নিশিরাতের নির্বাচনের রিয়ারসেল জাতি দেখতে পাবে। তিনি বলেন, ফরমায়েশি একতরফা নির্বাচনের তফসিল দেশবাসী প্রত্যাখান করেছে। বিরোধী দলগুলোকে বাইরে রেখে নীল নকশার নির্বাচন দেশবাসী করতে দেবে না।
আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত একতরফা অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদ এবং শ্রমিকদের ন্যায্য পাওনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী শ্রমিক আন্দোলণ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহামাদত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দলের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান, মুফতি মোস্তফা কামাল, মুহাম্মদ হারুন অর রশিদ, ডা. শহিদুল ইসলাম, মুহাম্মদ সবুজ মাল, মুহাম্মদ বাবুল হোসেন, মুহাম্মদ আমিনুল হক, মাওলানা লিয়াকত আলী।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে এবং নির্বাচনকালীন সরকারের রুপরেখার তৈরি না করে কোন নির্বাচন হতে পারে না। প্রধানমন্ত্রী সংলাপ প্রসঙ্গে বলছেন, ‘বিএনপির গুন্ডাদের সাথে কিসের সংলাপ, ওবায়দুল কাদের বলছেন, সংলাপের সময় নেই’ এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে বিরোধী দলবিহীন একতরফা নির্বাচন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্নসাধে বিভোর সরকার। তিনি বলেন, দেশের মুক্তিকামী মানুষের নেতা পীর সাহেব চরমোনাই সরকারকে এই সঙ্কট উত্তরণের জন্য জাতীয় সরকার গঠনের যে পরামর্শ দিয়েছিলেন, তা মেনে নিলে আজ দেশ এই জ্বালাও-পোড়াও অবস্থায় নিপতিত হতো না। কিন্তু সরকার সেই পরামর্শ গ্রহণ করেনি। এখনও সুযোগ আছে, অনতিবিলম্বে বিরোধী দলগুলোর সাথে সংলাপের মাধ্যমে সমূহ সমস্যা সমাধানের। যদি সরকারের এখনো শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আওয়ামীলীগ এই দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে। তিনি শ্রমিক হত্যার বিচার করতে হবে। শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। তিনি নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বলেন, সরকার সিন্ডিকেটের কাছে মাথানত করেছে। আলহাজ আব্দুর রহমান বলেন, পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে জাতীয় সংলাপের মাধ্যমে সরকার পতনের যে কর্মসূচি আসবে, তাতে দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ।সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব, কদমফোয়ারা, পল্টন মোড় হয়ে বায়দুল বায়তুল মোকাররম উত্তর গেটে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার
রাজশাহীতে সাদপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
খুলনাকে গুটিয়ে জয়ে ফিরল রাজশাহী
পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারের দাবিতে উত্তরায় বিক্ষোভ
সেমি-সুয়ারেসের সঙ্গে নেইমারের জুটি নিয়ে যা বললেন মায়ামি কোচ মাসচেরানো
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন
পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রিজওয়ানা হাসানের
মাগুরার মহম্মদপুরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম