যুগলের বসা নিয়ে ছাত্রলীগের ২ পক্ষের মারামারি
০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৮ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৮ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে এক যুগলের বসাকে কেন্দ্র করে দুই পক্ষ হয়ে মারামারিতে জড়িয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহতও হয়েছেন।
তিনটি আবাসিক হল ইউনিটের নেতাকর্মীরা মঙ্গলবার রাতে মারামারিতে জড়ান। এক পক্ষে ফজলুল হক মুসলিম হল ও শহীদুল্লাহ হলের, অন্যদিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের একদল নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যিনি ফজলুল হক মুসলিম হলের সাবেক ছাত্র।
এক যুগলের বসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রাপাত । ‘আপত্তিকর অবস্থায়’ বসার অভিযোগ তুলে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ব্যক্তি ওই যুগলের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে দুই পক্ষের আহ্বানে ছাত্রলীগের তিনটি হল শাখার নেতাকর্মীরা খেলার মাঠে যাওয়ার পর মারামারির ঘটনা ঘটে।
পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ব্যক্তির আহ্বানে ফজলুল হক হল শাখা ছাত্রলীগের (পরে শহীদুল্লাহ্ হল শাখাও যুক্ত হয়) একদল নেতাকর্মী মাঠে যান আর যুগলের আহ্বানে যান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের একদল নেতাকর্মী।
জানা গেছে, কেন্দ্রীয় খেলার মাঠে বান্ধবীকে নিয়ে বসে ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক ছাত্র। তারা কিছুটা ‘ঘনিষ্ঠ অবস্থায়’ ছিলেন। এ নিয়ে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ব্যক্তি ওই যুগলকে জেরা করেন। এ সময় তার সঙ্গে ওই যুগলের বাদানুবাদ হয়। একপর্যায়ে ওই ব্যক্তি প্রক্টরিয়াল টিমকে ফোন করলে টিমের সদস্যরা ঘটনাস্থলে আসেন। এর মধ্যে ওই ছাত্র তার হলের বন্ধুদের (মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের নেতাকর্মী) খবর দিলে তারা খেলার মাঠে আসেন। পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ওই ব্যক্তি নিজের একসময়ের আবাসিক হলের (ফজলুল হক মুসলিম হল) ‘ছোট ভাইদের’ ফোন করেন। ফজলুল হক হলের ছাত্রদের সঙ্গে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের এক নেতাও সেখানে আসেন। পরে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারিতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দুই ছাত্র আহত হন। একজনের মাথা ফেটেছে, অন্যজনের হাতে আঘাত পেয়েছেন।
খবর পেয়ে রাতে খেলার মাঠে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান ও কয়েকজন সহকারী প্রক্টর এবং দুই পক্ষের ছাত্রলীগ নেতারা। পরে মধ্যরাতে ঘটনার মীমাংসা হয়।
এ বিষয়ে জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
ঢাবির প্রক্টর মাকসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, আহত দুজনের মধ্যে একজনের মাথায় আঘাত লেগেছে। কয়েকটা সেলাইও পড়েছে। আরেকজন হাতে ব্যথা পেয়েছেন। দুই পক্ষকে বুঝিয়ে ঘটনার সমাধান করা হয়েছে। পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ওই ব্যক্তিকে বলা হয়েছে, তার এমনটা করার দরকার ছিল না।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল