ঢাবিতে "কোড সামুরাই" হ্যাকাথন শুরু হচ্ছে ৯ মার্চ
০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পিএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পিএম
বাংলাদেশ- জাপানের যৌথ উদ্যোগে বিজেআইটি লিমিটেড ও অন্যান্য কয়েকটি জাপান ভিত্তিক আইটি প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত "কোড সামুরাই-২০২৪" হ্যাকাথন আয়োজন শুরু হচ্ছে আগামী ৯ মার্চ ২০২৪ সাল থেকে।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক কমিটি।
সংশ্লিষ্ট সূত্র মতে, অনলাইনে (https://codesamuraibel.net) এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে ১০ জানুয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত চলবে, যা সকল তথ্যপ্রযুক্তি ও এ সম্পর্কিত অন্যান্য বিষয়ে অধ্যয়নরত দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
রেজিস্ট্রেশন সম্পন্নকারী প্রতিযোগী দলগুলোর অংশগ্রহণে প্রাথমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ইং। প্রাথমিক পর্যায়ে নির্বাচিত প্রথম ১২০ টি দলকে নিয়ে চূড়ান্ত পর্যায়ের কার্যক্রম শুরু করা হবে।
উল্লেখ্য, চূড়ান্ত পর্যায়ের প্রথম পর্ব হতে শীর্ষস্থান অর্জনকারী ৪০ টি দলকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে আগামী ১০ এবং ১১ মে ২০২৪ তারিখ (দুই দিন ব্যাপী) চূড়ান্ত পর্যায়ের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে কোড সামুরাই-২০২৪ সম্পন্ন হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হ্যাকাথনের মেম্বার সেক্রেটারি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ জানান, প্রাথমিক নির্বাচন এবং চুড়ান্ত পর্যায়ের প্রাথমিক পর্বসমূহ অনলাইনে অনুষ্ঠিত হবে। এ বছরের আয়োজনে চূড়ান্ত পর্যায় শুরুর পূর্বেই প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ১২০ টি প্রতিযোগী দলের জন্য গ্রুমিং সেশনের ব্যবস্থা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তি বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ প্রদান করবেন যা চূড়ান্ত পর্যায়ের জন্য প্রতিযোগীদের সমাধান তৈরীর ক্ষেত্রে সহায়তা করবে।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি জানান, কোড সামুরাই গতানুগতিক সকল হ্যাকাথন থেকে ব্যাতিক্রম। এটি মূলত প্রযুক্তি জগতে উদ্ভাবনা, সহযোগিতা এবং সীমাহীন সম্ভাবনার একটি যাত্রা। এতে অংশগ্রহণকারীরা প্রযুক্তি শিল্পের সবচেয়ে সফল ও অনুকরণীয় ব্যক্তিত্বদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের দক্ষতা-অভিজ্ঞতা সঞ্চয় করে জ্ঞানের বিকাশ ঘটানোর সুযোগ পাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা ফলাফলকারী দলের জন্য আর্থিক পুরস্কার এর পাশাপাশি অন্যান্য পুরস্কার সমূহও জিতে নেওয়ার সুযোগ রয়েছে।
সম্মেলনে আরো বলা হয়, বিগত আসরগুলো থেকে বহু প্রতিযোগী এই হ্যাকাথনের মাধ্যমে জাপানের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছে। মূলত এই আয়োজনটি প্রযুক্তিসংশ্লিষ্ট ও আগ্রহীদের জন্য একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এই হ্যাকাথনে অংশগ্রহণকারীরা সর্বাধুনিক প্রযুক্তির সংস্পর্শে আসার সুযোগ পায় যা নতুন সম্ভাবনার পথ উন্মোচন করে। দক্ষতা এবং ক্যারিয়ার উন্নত করার একটি অনবদ্য সুযোগ হিসাবে, কোড সামুরাই ২০২৪ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটা সৃষ্টিশীলতার একটি অনন্য সুযোগ।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বাস্তবিক নানান সমস্যার সমাধানের পথ তৈরি হবে বলে জানান হ্যাকাথনের আহ্বায়ক প্রফেসর ড. উপমা কবীর। তিনি বলেন, এই প্রতিযোগিতায় মূলত আমরা দেশের বাস্তবতার আলোকে বৃহৎ কোনো সমস্যার সমাধান খুঁজতে দেই। প্রতিযোগিতারা এর সেরা সমাধানটাই খুঁজে বের করার চেষ্টা করেন। এবং এই সমাধানটা জাতীয় পর্যায়ে যদি প্রয়োগ করা যায় তবেই আমাদের আয়োজন পূর্ণতা পাবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাবির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাইফুদ্দিন মো. তারিক, কোড সামুরাই ২০২৪ এর সহ-আহ্বায়ক ও বিজেআইটি লিমিটেডের সিইও মেহেদী মাসুদ, বিভাগের শিক্ষক ও সামুরাই-২০২৪ এর আয়োজক কমিটির সদস্য মো. মাহমুদুর রহমান ও মো. ফাহিম আরেফিন প্রমুখ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি